
করোনাভাইরাস শনাক্তের জন্য নতুন একটি পদ্ধতি বের করেছেন চীনের বিজ্ঞানীরা। এর মাধ্যমে চার মিনিটে পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল। আর এই ফলাফল পিসিআর টেস্টের মতোই সঠিক।
পিসিআর পরীক্ষা করোনা পরীক্ষার জন্য সবচেয়ে নির্ভুল এবং সংবেদনশীল পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। তবে এটির ফল পেতে সাধারণত কয়েক ঘণ্টা সময় লাগে।
করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে করোনা পরীক্ষার হার। চীনের সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছেন যে তাঁরা দ্রুত করোনাভাইরাস শনাক্তের জন্য একটি উপায় বের করেছেন।
গতকাল সোমবার পিয়ার রিভিউ হওয়া একটি গবেষণা নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে প্রকাশিত হয়। ওই গবেষণায় বলা হয়, এই পদ্ধতিতে নমুনার জেনেটিক উপাদান বিশ্লেষণ করতে মাইক্রোইলেক্ট্রনিক্স ব্যবহার করা হয়। এটির মাধ্যমে কম সময়ে করোনা শনাক্ত করা যেতে পারে।
গবেষকেরা বলেন, ‘করোনা শনাক্তকরণের জন্য প্রচলিত ডিভাইসে একটি ইলেক্ট্রোমেকানিক্যাল বায়োসেন্সর প্রয়োগ করেছি। এটি চার মিনিটেরও কম সময়ে করোনা শনাক্ত করে।’
গবেষকেরা বলেছেন যে তাঁদের পদ্ধতিটি পরিচালনায় সহজ। এটি সহজে বহনযোগ্য ও দ্রুত ফল প্রদান করে।
সাংহাইয়ের ৩৩টি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে এই নতুন পদ্ধতিতে। পাশাপাশি তাঁদের নমুনার পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এই দুটি পরীক্ষার ফল এক রকমই এসেছে।
এ ছাড়া গবেষণায় আরও ৫৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের করোনা না থাকলেও জ্বর ও ইনফ্লুয়েঞ্জা ছিল। এদের ক্ষেত্রেও কোনো মিথ্যা ফল আসেনি।
গবেষকেরা বলেছেন, তাঁদের টেস্টিং ডিভাইসটি বিমানবন্দর, হাসপাতাল, এমনকি বাড়িতেও দ্রুত পরীক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে।
পিসিআর পরীক্ষা শুধু ধীরগতির নয়, এর জন্য ল্যাব অবকাঠামোরও প্রয়োজন, যা অনেক দেশেরই কম রয়েছে।
উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি করোনা পরীক্ষার কিট তৈরি করে চীন।

করোনাভাইরাস শনাক্তের জন্য নতুন একটি পদ্ধতি বের করেছেন চীনের বিজ্ঞানীরা। এর মাধ্যমে চার মিনিটে পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল। আর এই ফলাফল পিসিআর টেস্টের মতোই সঠিক।
পিসিআর পরীক্ষা করোনা পরীক্ষার জন্য সবচেয়ে নির্ভুল এবং সংবেদনশীল পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। তবে এটির ফল পেতে সাধারণত কয়েক ঘণ্টা সময় লাগে।
করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে করোনা পরীক্ষার হার। চীনের সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছেন যে তাঁরা দ্রুত করোনাভাইরাস শনাক্তের জন্য একটি উপায় বের করেছেন।
গতকাল সোমবার পিয়ার রিভিউ হওয়া একটি গবেষণা নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে প্রকাশিত হয়। ওই গবেষণায় বলা হয়, এই পদ্ধতিতে নমুনার জেনেটিক উপাদান বিশ্লেষণ করতে মাইক্রোইলেক্ট্রনিক্স ব্যবহার করা হয়। এটির মাধ্যমে কম সময়ে করোনা শনাক্ত করা যেতে পারে।
গবেষকেরা বলেন, ‘করোনা শনাক্তকরণের জন্য প্রচলিত ডিভাইসে একটি ইলেক্ট্রোমেকানিক্যাল বায়োসেন্সর প্রয়োগ করেছি। এটি চার মিনিটেরও কম সময়ে করোনা শনাক্ত করে।’
গবেষকেরা বলেছেন যে তাঁদের পদ্ধতিটি পরিচালনায় সহজ। এটি সহজে বহনযোগ্য ও দ্রুত ফল প্রদান করে।
সাংহাইয়ের ৩৩টি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে এই নতুন পদ্ধতিতে। পাশাপাশি তাঁদের নমুনার পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এই দুটি পরীক্ষার ফল এক রকমই এসেছে।
এ ছাড়া গবেষণায় আরও ৫৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের করোনা না থাকলেও জ্বর ও ইনফ্লুয়েঞ্জা ছিল। এদের ক্ষেত্রেও কোনো মিথ্যা ফল আসেনি।
গবেষকেরা বলেছেন, তাঁদের টেস্টিং ডিভাইসটি বিমানবন্দর, হাসপাতাল, এমনকি বাড়িতেও দ্রুত পরীক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে।
পিসিআর পরীক্ষা শুধু ধীরগতির নয়, এর জন্য ল্যাব অবকাঠামোরও প্রয়োজন, যা অনেক দেশেরই কম রয়েছে।
উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি করোনা পরীক্ষার কিট তৈরি করে চীন।

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
২ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
৩ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
৩ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
৩ দিন আগে