কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অপহরণের পর কলেজছাত্র ইমরান শেখকে হত্যার মামলায় একজনের ফাঁসি, তিনজনের আমৃত্যু ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. শাহিদুর রহমান কুমারখালী উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন একই উপজেলার মনোহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৫), কুষ্টিয়ার হাউজিং এলাকার ফয়জুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান জজ (২৬), কুমারখালীর সোন্দাহ গ্রামের সহিদ বিশ্বাসের ছেলে নহিদ বিশ্বাস। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন খোকসা উপজেলার চক হরিপুর গ্রামের মুন্সি নাসির উদ্দিনের ছেলে অনিক হাসান (২২) এবং কুমারখালীর আফাজউদ্দিনের ছেলে ওয়াদুদ রাজু (২২)।
রায় ঘোষণার পর পুলিশের কঠোর পাহারায় দণ্ডিতদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ মার্চে বাড়ি হতে একটি পালসার মোটরসাইকেল নিয়ে কুমারখালী উপজেলা মনোহরপুর গ্রামে যান কলেজছাত্র ইমরান শেখ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। নিখোঁজের পর দিন সকালে ইমরানের স্বজনেরা জানতে পারেন সদরপুর ভুট্টা খেতের মধ্যে একটি মাথাবিহীন লাশ পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা লাশ ইমরানের বলে শনাক্ত করেন। এ ঘটনায় ১৮ মার্চ নিহতের বাবা বাদশা শেখ বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১৭ আগস্ট তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল রায় ঘোষণা করা হয়।
কুষ্টিয়া জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, সাজাপ্রাপ্তরা পরিকল্পিতভাবে অপহরণের পর ইমরানকে গলা কেটে হত্যা করে এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান। এ ঘটনায় বিজ্ঞ আদালত একজনের ফাঁসি, তিনজনের আমৃত্যু কারাদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের অর্থদণ্ড অনাদায়ে সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

কুষ্টিয়ার কুমারখালীতে অপহরণের পর কলেজছাত্র ইমরান শেখকে হত্যার মামলায় একজনের ফাঁসি, তিনজনের আমৃত্যু ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. শাহিদুর রহমান কুমারখালী উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন একই উপজেলার মনোহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৫), কুষ্টিয়ার হাউজিং এলাকার ফয়জুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান জজ (২৬), কুমারখালীর সোন্দাহ গ্রামের সহিদ বিশ্বাসের ছেলে নহিদ বিশ্বাস। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন খোকসা উপজেলার চক হরিপুর গ্রামের মুন্সি নাসির উদ্দিনের ছেলে অনিক হাসান (২২) এবং কুমারখালীর আফাজউদ্দিনের ছেলে ওয়াদুদ রাজু (২২)।
রায় ঘোষণার পর পুলিশের কঠোর পাহারায় দণ্ডিতদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ মার্চে বাড়ি হতে একটি পালসার মোটরসাইকেল নিয়ে কুমারখালী উপজেলা মনোহরপুর গ্রামে যান কলেজছাত্র ইমরান শেখ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। নিখোঁজের পর দিন সকালে ইমরানের স্বজনেরা জানতে পারেন সদরপুর ভুট্টা খেতের মধ্যে একটি মাথাবিহীন লাশ পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা লাশ ইমরানের বলে শনাক্ত করেন। এ ঘটনায় ১৮ মার্চ নিহতের বাবা বাদশা শেখ বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১৭ আগস্ট তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল রায় ঘোষণা করা হয়।
কুষ্টিয়া জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, সাজাপ্রাপ্তরা পরিকল্পিতভাবে অপহরণের পর ইমরানকে গলা কেটে হত্যা করে এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান। এ ঘটনায় বিজ্ঞ আদালত একজনের ফাঁসি, তিনজনের আমৃত্যু কারাদণ্ড এবং দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের অর্থদণ্ড অনাদায়ে সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫