কুমিল্লা প্রতিনিধি

ক্লিনিক চালু তবে নিবন্ধন নেই; আবার নিবন্ধনের আবেদন করেই ক্লিনিক চালু করা হয়েছে; আবার বেসরকারি সংস্থা প্রাথমিক ওষুধ সরবরাহ ও পরামর্শ দেওয়ার অনুমতি নিয়ে খুলেছে ডায়াগনস্টিক সেন্টার। এমন সব অভিযোগের ভিত্তিতে গত তিন মাসে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১২৮টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে।
কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ১৩৭টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৯টি আবেদন করে তাদের নিবন্ধন পেয়েছে। তাই বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন ও ১৭ উপজেলায় নিবন্ধন নিয়ে চলছে মোট ৪৬৬টি প্রতিষ্ঠান।
সম্প্রতি কুমিল্লায় স্বাস্থ্য বিভাগের অভিযানে আদর্শ সদর উপজেলার সাতটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সবিহীন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এগুলো হলো সদর উপজেলার আমতলী এলাকার মডার্ন ডায়াগনস্টিক, ঝাগুরঝুলির গ্রামীণকল্যাণ স্বাস্থ্যকেন্দ্র, কুচাইতলী সিটিস্ক্যান ও মেডিকেল সার্ভিস, শাসনগাছা এলাকার মেডিস্ক্যান ডিজিটাল ডায়াগনস্টিক এবং বারপাড়া এলাকার এলেমজান মেডিকেল সেন্টার ও ডক্টরস কেয়ার হসপিটাল। অভিযানে গিয়ে আসাদ আলট্রাসনোগ্রাফি ও আফিয়া মেডিকেল হল ফিজিওথেরাপি নামে দুটি প্রতিষ্ঠান তালাবদ্ধ পান পরিদর্শকেরা। আরও ২টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এ ছাড়া বরুড়া উপজেলার মৌলভীবাজার এলাকায় অবস্থিত বরুড়া ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, বরুড়া হাসপাতাল সড়ক এলাকায় অবস্থিত মেডিকেয়ার জেনারেল হাসপাতাল ও রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার বলেন, ‘আমরা সকল প্রতিষ্ঠানকেই পর্যবেক্ষণে রাখছি। যাদের বিরুদ্ধেই নিয়ম লঙ্ঘনের অভিযোগ আসবে, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে।’
কুমিল্লা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রইস আবদুর রব বলেন, ‘আমরা আগেই প্রতিষ্ঠান খুলে বসি। পরে লাইসেন্সের আবেদন করি। এসব লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা উচিত।’

ক্লিনিক চালু তবে নিবন্ধন নেই; আবার নিবন্ধনের আবেদন করেই ক্লিনিক চালু করা হয়েছে; আবার বেসরকারি সংস্থা প্রাথমিক ওষুধ সরবরাহ ও পরামর্শ দেওয়ার অনুমতি নিয়ে খুলেছে ডায়াগনস্টিক সেন্টার। এমন সব অভিযোগের ভিত্তিতে গত তিন মাসে কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১২৮টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে।
কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ১৩৭টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৯টি আবেদন করে তাদের নিবন্ধন পেয়েছে। তাই বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশন ও ১৭ উপজেলায় নিবন্ধন নিয়ে চলছে মোট ৪৬৬টি প্রতিষ্ঠান।
সম্প্রতি কুমিল্লায় স্বাস্থ্য বিভাগের অভিযানে আদর্শ সদর উপজেলার সাতটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সবিহীন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এগুলো হলো সদর উপজেলার আমতলী এলাকার মডার্ন ডায়াগনস্টিক, ঝাগুরঝুলির গ্রামীণকল্যাণ স্বাস্থ্যকেন্দ্র, কুচাইতলী সিটিস্ক্যান ও মেডিকেল সার্ভিস, শাসনগাছা এলাকার মেডিস্ক্যান ডিজিটাল ডায়াগনস্টিক এবং বারপাড়া এলাকার এলেমজান মেডিকেল সেন্টার ও ডক্টরস কেয়ার হসপিটাল। অভিযানে গিয়ে আসাদ আলট্রাসনোগ্রাফি ও আফিয়া মেডিকেল হল ফিজিওথেরাপি নামে দুটি প্রতিষ্ঠান তালাবদ্ধ পান পরিদর্শকেরা। আরও ২টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এ ছাড়া বরুড়া উপজেলার মৌলভীবাজার এলাকায় অবস্থিত বরুড়া ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, বরুড়া হাসপাতাল সড়ক এলাকায় অবস্থিত মেডিকেয়ার জেনারেল হাসপাতাল ও রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার বলেন, ‘আমরা সকল প্রতিষ্ঠানকেই পর্যবেক্ষণে রাখছি। যাদের বিরুদ্ধেই নিয়ম লঙ্ঘনের অভিযোগ আসবে, আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে।’
কুমিল্লা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রইস আবদুর রব বলেন, ‘আমরা আগেই প্রতিষ্ঠান খুলে বসি। পরে লাইসেন্সের আবেদন করি। এসব লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা উচিত।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫