Ajker Patrika

রাঙামাটিতে শিক্ষার্থীদের টিকাদান শুরু

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬: ১৪
রাঙামাটিতে শিক্ষার্থীদের টিকাদান শুরু

রাঙামাটিতে করোনা প্রতিরোধে স্কুলশিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। গতকাল শনিবার সকালে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এর উদ্বোধন করা হয়। জন্মনিবন্ধন সনদের মাধ্যমে নিবন্ধন করে এই টিকা দেওয়া হচ্ছে।

উদ্বোধনীতে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সিভিল সার্জন বিপাশ খীসা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা জানায়, প্রথম দিকে ভয় লাগলেও পরে ভালো লাগছে।

জাহাঙ্গীর আলম জানান, প্রথম দিনে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে টিকার আওতার আনা হয়। ক্রমান্বয়ে জেলা সদরের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টিকার আওতায় আসবে। জেলায় ৩৫ হাজার শিক্ষার্থী রয়েছে। এদের জন্য ১৮ হাজার টিকা পাওয়া গেছে।

বিপাশ খীসা জানান, জেলার স্কুল ও কলেজের ১২-১৭ বছরের সব শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে। তবে উপজেলাগুলো দুর্গম। সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ না থাকায় ওই সব শিক্ষার্থীকে রাঙামাটি সদরে এসে টিকা নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত