Ajker Patrika

‘আল্লাহ আমাকে নিয়ে নাও, ছেলেকে ফিরিয়ে দাও’

জমির উদ্দিন, চট্টগ্রাম
আপডেট : ০৭ জুন ২০২২, ০৯: ৪০
‘আল্লাহ আমাকে নিয়ে নাও, ছেলেকে ফিরিয়ে দাও’

মুখে অক্সিজেন সাপোর্ট। দুই হাত কনুই পর্যন্ত ব্যান্ডেজ মোড়ানো। আর দুই পা প্রায় নিশ্চল। হাঁটুর ওপরেও আগুনে পোড়া ক্ষত। সেই ক্ষতের যন্ত্রণার সঙ্গে একটু পরপর বড় বড় শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন মো. শাহেদ। যিনি সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণে দগ্ধ হন। ছেলের এমন ছটফট সহ্য করার ক্ষমতা কি কোনো মায়ের-ই আছে! পাশে বসা মা আফিয়া খাতুনের তাই দুই হাত তুলে প্রার্থনা ‘ও আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে ছেলেকে ফিরে দাও’।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে মা-ছেলের এমন করুণ আর্তি দেখে চিকিৎসকেরও চোখে জল আসে। মো. শাহেদের মতো এই বিভাগের বর্তমান চিত্র এটিই। কারও মুখ ঝলছে গেছে, কারও পা আর কারও শরীরের বিভিন্ন অঙ্গে।

অগ্নিদগ্ধ ২২ বছর বয়সী মো. শাহেদ ওই ডিপোতে কার্ভাডভ্যানের সহকারী ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালীর একলাশপুলে। তাঁরা বন্দরে এক আত্মীয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শাহেদ।

চমেক হাসপাতালে যখন শাহেদের মা আফিয়া খাতুনের সঙ্গে কথা হয়, তখন কান্নায় ভেঙে পড়েন তিনি। শনিবার থেকে তিনি নির্ঘুম রাত-দিন পার করছেন। খাবার-দাবার, ওষুধ সব নিজেই সামলাচ্ছেন। ছেলের পাশে বসে একটু পরপর আল্লাহর কাছে প্রার্থনা করছেন, ছেলেকে সুস্থ করে দেওয়ার।

আফিয়া খাতুন বলেন, খুব আদরের ছেলে। মাস শেষে বেতন যা পেতো, প্রায় সবটাই দিয়ে দিতেন। প্রতিদিন কল করে আমার খবর নিতেন। সবসময় কী কী লাগবে জিজ্ঞেস করতেন। সেই ছেলে দুইদিন কথা বলতে পারছে না। চোখও খুলতে পারছে না। এখন আল্লাহর কাছে একটাই চাওয়া, নিজের জীবনের বিনিময়ে হলেও আল্লাহ যেন ছেলেকে সুস্থ করে দেন।

(চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, বার্ন অ্যান্ড প্লাস্টি সার্জারি বিভাগে ১০২ জন রোগী ভর্তি আছেন। বিস্ফোরণের পর থেকে ২০০ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

বার্ন অ্যান্ড প্লাস্টি সার্জারি বিভাগের তথ্যমতে, হাসপাতালে ভর্তি থাকা ৩ জনের অবস্থা একটু গুরুতর। এরমধ্যে একজনের ২৫ শতাংশ, আরেক জনের ২০ ও বাকিজনের ১৫ শতাংশ পুড়ে গেছে। ২৫ শতাংশ পুড়ে যাওয়া ব্যক্তিকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পরিবার চাইলে নিয়ে যেতে পারবে। আর বাকি যারা ভর্তি আছেন তাদের সবারই ৩-১৫ শতাংশ পুড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত