Ajker Patrika

এবার প্রতারণার মামলায় সাহেদের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২: ০৪
এবার প্রতারণার মামলায় সাহেদের বিচার শুরু

প্রতারণার এক মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এই অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের জন্য দিন ঠিক করেছেন আদালত। এই মামলার আরও আসামি হলেন রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজ ও রিজেন্ট কেসিএস লিমিটেডের জেনারেল ম্যানেজার শিপন আলী।

২০২০ সালের ২৪ জুলাই বালু ব্যবসায়ী এস এম শিপন আসামিদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৭ অক্টোবর সাহেদ ও তাঁর সহযোগীরা ১৯ কোটি ৭৫ লাখ টাকার ৫০ লাখ সিএফটি বালু সরবরাহের জন্য এস এম শিপনের সঙ্গে চুক্তিবদ্ধ হন। একপর্যায়ে শিপন বুঝতে পারেন, তারা বালু বিক্রির ৬১ লাখ টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছেন।

এর আগে অস্ত্র মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এ ছাড়া জাল টাকা উদ্ধারের মামলায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...