Ajker Patrika

তাদের অপেক্ষার প্রহর ফুরোনো মৌসুম

আপডেট : ২৯ মে ২০২২, ১১: ২২
তাদের অপেক্ষার প্রহর ফুরোনো মৌসুম

‘এটা রাতারাতি তৈরি করা কোনো কেচ্ছা নয়। এ এক এমন ইতিহাস, যা লিখতে আমাদের অনেক সময় লেগেছে’—উয়েফা কনফারেন্স লিগের শিরোপা জিতে বলেছিলেন এএস রোমার কোচ হোসে মরিনহো। ‘স্পেশাল ওয়ানের’ ছোঁয়াতেই যে ইউরোপীয় ফুটবলে ৬১ বছরের শিরোপাখরা ঘুচিয়েছে রোমা। সর্বশেষ ১৯৬১ সালে ফেয়ার্স কাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

জ্লাতান ইব্রাহিমোভিচ
(স্ট্রাইকার, এসি মিলান)

‘যত দিন এসি মিলানকে স্কুদেত্তো (সিরি ‘আ’ শিরোপার নাম) জেতাতে পারব না, তত দিন অবসর নেব না’—আট বছর পর মিলানে ফিরে যেন পণ করেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফুটবল যাযাবরের ইচ্ছে পূরণে সময় লেগেছে দুই বছর। তবে মিলানের লেগেছে পাক্কা ১১ বছর। তাতে ইতালিয়ান ফুটবলে পালাবদলের আভাস দিয়ে রেখেছে তারা।

মানুয়েল পেলেগ্রিনি
(কোচ, রিয়াল বেতিস)

ছিলেন নির্মাণ প্রকৌশলী। সেই কৌশলই ফুটবল কোচিংয়ের কাজে লাগিয়ে হয়েছেন সফল। ২০০৪ সালে ভিয়ারিয়ালকে আন্তর্জাতিক কাপ ও ২০১৪ সালে সিটিকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেওয়া মানুয়েল পেলেগ্রিনি এবার রিয়াল বেতিসকে জিতিয়েছেন কোপা দেল রে। তাঁর পরশেই ১৭ বছরের শিরোপা খরা ঘুচেছে স্প্যানিশ ক্লাবটির।

আন্দ্রেই গিরোত্তো
(ডিফেন্সিভ মিডফিল্ডার, নঁত)

ফ্রেঞ্চ কাপকে নিজেদের ‘সম্পত্তি’ বানিয়ে ফেলেছিল মেসি-নেইমারদের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আগের সাত মৌসুমে ছয়বারই এই শিরোপা জিতেছে প্যারিসিয়ানরা। এবার সেটি কেড়ে নিয়ে ২২ বছর চ্যাম্পিয়ন হতে না পারার দুঃখ ভুলেছে নঁত। এ জয়ে দুই দশক পর সরাসরি ইউরোপা লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে তারা।

আবদুল্লাহ আভসি
(কোচ, ট্রাবজনস্পোর)

তুর্কি সুপার লিগ মানেই ইস্তাম্বুলের তিন ক্লাব গালাতাসারাই, ফেনেরবাখ ও বেসিকতাসের দাপট। তাদের সে আতিশয্যে দুই বছর আগে ছেদ ফেলেছিল ইস্তাম্বুলেরই আরেক ক্লাব বাসাকশেহির। তবে এবার তুরস্কের বৃহত্তম শহরের গৌরব কেড়েছে ট্রাবজনস্পোর। 
৩৮ বছর পর লিগ শিরোপা জিতেছে কৃষ্ণসাগরপারের ক্লাবটি। 

অলিভার গ্লাসনার
(কোচ, এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)

আধুনিক ফুটবলে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট খুব পরিচিত দল না হলেও ইউরোপে তাদের উজ্জ্বল ইতিহাস আছে। পঞ্চাশের দশকে রিয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে জার্মান ক্লাবটি। ১৯৮০ সালে ইউরোপা লিগ জেতার পর অবশ্য জৌলুশ হারিয়ে ফেলে ফ্রাঙ্কফুর্ট। ৪২ বছর পর সেই একই শিরোপা জিতে হারানো গৌরব ফিরিয়ে এনেছে তারা।

হোসে মরিনহো
(কোচ, এএস রোমা)

‘এটা রাতারাতি তৈরি করা কোনো কেচ্ছা নয়। এ এক এমন ইতিহাস, যা লিখতে আমাদের অনেক সময় লেগেছে’—উয়েফা কনফারেন্স লিগের শিরোপা জিতে বলেছিলেন এএস রোমার কোচ হোসে মরিনহো। ‘স্পেশাল ওয়ানের’ ছোঁয়াতেই যে ইউরোপীয় ফুটবলে ৬১ বছরের শিরোপাখরা ঘুচিয়েছে রোমা। সর্বশেষ ১৯৬১ সালে ফেয়ার্স কাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...