কক্সবাজার ও মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ সোমবার সমাবেশ করার ঘোষণা করেছে জেলা বিএনপি। একইদিন নির্ধারিত স্থানের ১০০ গজের মধ্যে গণতন্ত্রের বিজয় দিবস পালনে কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। এরই পরিপ্রেক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
গতকাল রোববার রাত সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান। তিনি বলেন, কর্মসূচির জন্য ঘোষিত ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। র্যাব-পুলিশের সমন্বয়ে চারটি ভ্রাম্যমাণ আদালতের দল আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।
আবু সুফিয়ান আরও বলেন, যেহেতু কক্সবাজারে অনেক পর্যটক অবস্থান করছেন, তাদের কথা বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কেউ আদেশ অমান্য করে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানান।
নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
অপরদিকে কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহল বলেন, ‘৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আমাদের সমাবেশটি প্রতিবছর ধারাবাহিকভাবে আয়াজন করা হয়। কিন্তু বিএনপি হঠাৎ সমাবেশ ঘোষণা করেছে।’
এদিকে গতকাল রোববার বিকেল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় এলাকায় দেখা গেছে, জেলা বিএনপির কার্যালয়, শহীদ মিনার এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ করছেন শতাধিক শ্রমিক। জড়ো হওয়া বিএনপির নেতা–কর্মীর মধ্যেও উৎসাহ দেখা গেছে। জেলার নয় উপজেলা থেকে কয়েক হাজারো নেতা–কর্মী এতে অংশগ্রহণ করবেন বলে নেতারা দাবি করছেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল সাংবাদিকদের বলেন, ‘সোমবারের সমাবেশকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। গণতান্ত্রিক দেশ হিসেবে প্রশাসন ও আওয়ামী লীগসহ সবাই সহযোগিতা করবে। এটাই প্রত্যাশা করছি।’
প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের বাঁধা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে লুৎফর রহমান কাজল বলেন, ‘আমরা সমাবেশ করার জন্য পাবলিক লাইব্রেরি মাঠ, ঈদগাহ ময়দান ও মুক্তিযোদ্ধা মাঠের অনুমতি চেয়েছিলাম। আমাদের সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি। সমাবেশে হাজারো জনতা সমবেত হবেন। আমি আশা করছি, সবার সহযোগিতা পাব।’
উল্লেখ্য আজ সোমবার বেলা ১টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ সোমবার সমাবেশ করার ঘোষণা করেছে জেলা বিএনপি। একইদিন নির্ধারিত স্থানের ১০০ গজের মধ্যে গণতন্ত্রের বিজয় দিবস পালনে কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। এরই পরিপ্রেক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
গতকাল রোববার রাত সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান। তিনি বলেন, কর্মসূচির জন্য ঘোষিত ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। র্যাব-পুলিশের সমন্বয়ে চারটি ভ্রাম্যমাণ আদালতের দল আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।
আবু সুফিয়ান আরও বলেন, যেহেতু কক্সবাজারে অনেক পর্যটক অবস্থান করছেন, তাদের কথা বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কেউ আদেশ অমান্য করে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানান।
নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
অপরদিকে কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহল বলেন, ‘৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আমাদের সমাবেশটি প্রতিবছর ধারাবাহিকভাবে আয়াজন করা হয়। কিন্তু বিএনপি হঠাৎ সমাবেশ ঘোষণা করেছে।’
এদিকে গতকাল রোববার বিকেল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় এলাকায় দেখা গেছে, জেলা বিএনপির কার্যালয়, শহীদ মিনার এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ করছেন শতাধিক শ্রমিক। জড়ো হওয়া বিএনপির নেতা–কর্মীর মধ্যেও উৎসাহ দেখা গেছে। জেলার নয় উপজেলা থেকে কয়েক হাজারো নেতা–কর্মী এতে অংশগ্রহণ করবেন বলে নেতারা দাবি করছেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল সাংবাদিকদের বলেন, ‘সোমবারের সমাবেশকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। গণতান্ত্রিক দেশ হিসেবে প্রশাসন ও আওয়ামী লীগসহ সবাই সহযোগিতা করবে। এটাই প্রত্যাশা করছি।’
প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের বাঁধা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে লুৎফর রহমান কাজল বলেন, ‘আমরা সমাবেশ করার জন্য পাবলিক লাইব্রেরি মাঠ, ঈদগাহ ময়দান ও মুক্তিযোদ্ধা মাঠের অনুমতি চেয়েছিলাম। আমাদের সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি। সমাবেশে হাজারো জনতা সমবেত হবেন। আমি আশা করছি, সবার সহযোগিতা পাব।’
উল্লেখ্য আজ সোমবার বেলা ১টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫