বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সংযোগ সড়কের অভাবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলকদর খালের নির্মিত সেতুটি ব্যবহার করতে পারছে না জনসাধারণ। গত ফেব্রুয়ারিতে ছনুয়া-শেখেরখীল এলাকার মৌলভীবাজারে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
গত শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নেই। সড়ক থেকে সেতু ৫-৬ ফুটের বেশি উঁচু। যে কারণে হেঁটে চলাও কঠিন। যানবাহন চলাচল করতে না পেরে বাধ্য হয়ে স্থানীয় চালকেরা সম্প্রতি বালুভর্তি কিছু বস্তা দিয়ে সেতুতে ওঠার ব্যবস্থা করেন। এতে জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে সেতুটি পার হচ্ছেন তাঁরা।
সিএনজিচালিত অটোরিকশা, মিনি পিকআপসহ কয়েকটি যানবাহনকে ঠেলে সড়ক থেকে সেতুতে ওঠাতে দেখা যায়। পরিবহনের চালক ও উপস্থিত লোকজন তাঁদের ভোগান্তি দূর করতে দ্রুত সেতুটির দুই পাশে সংযোগ সড়ক করার দাবি জানান।
ওই এলাকা দিয়ে উপজেলার ছনুয়া ও শেখেরখীল ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কয়েক বছর আগে খালের ওপর থাকা বেইলি সেতুটি পাটাতন নষ্ট হয়ে যায়। এতে দুই ইউনিয়নের মানুষকে ৩-৪ বছর দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের দাবির মুখে অবশেষে গত ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। তবে সংযোগ সড়ক না থাকায় এটি তাঁদের তেমন কাজে আসছে না।
ছনুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, তাঁর ইউনিয়নের হাজারো মানুষসহ মাছ ও লবণবাহী মিনিট্রাক এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করে। সংযোগ সড়ক না থাকায় তাঁদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়টি উপজেলার সমন্বয় কমিটির বৈঠকে জানানোর পরও এলজিইডি কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
শেখেরখীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার বলেন, বহুদিনের জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে যাতায়াত করতে মানুষকে অনেক কষ্ট করতে হতো। পরে নতুন সেতুটি নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় এর সুফল ভোগ করতে পারছে না জনগণ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শেখেরখীল-ছনুয়া খালের ওপর সেতুটি নির্মাণে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে আমরা দুই পাশের সংযোগ সড়কের কাজ শেষ করতে পারিনি। তবে ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আগামী সপ্তাহে সেতুর সংযোগ সড়কের কাজ শুরু করবেন।’

সংযোগ সড়কের অভাবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলকদর খালের নির্মিত সেতুটি ব্যবহার করতে পারছে না জনসাধারণ। গত ফেব্রুয়ারিতে ছনুয়া-শেখেরখীল এলাকার মৌলভীবাজারে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। এতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
গত শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশে সংযোগ সড়ক নেই। সড়ক থেকে সেতু ৫-৬ ফুটের বেশি উঁচু। যে কারণে হেঁটে চলাও কঠিন। যানবাহন চলাচল করতে না পেরে বাধ্য হয়ে স্থানীয় চালকেরা সম্প্রতি বালুভর্তি কিছু বস্তা দিয়ে সেতুতে ওঠার ব্যবস্থা করেন। এতে জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবে সেতুটি পার হচ্ছেন তাঁরা।
সিএনজিচালিত অটোরিকশা, মিনি পিকআপসহ কয়েকটি যানবাহনকে ঠেলে সড়ক থেকে সেতুতে ওঠাতে দেখা যায়। পরিবহনের চালক ও উপস্থিত লোকজন তাঁদের ভোগান্তি দূর করতে দ্রুত সেতুটির দুই পাশে সংযোগ সড়ক করার দাবি জানান।
ওই এলাকা দিয়ে উপজেলার ছনুয়া ও শেখেরখীল ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কয়েক বছর আগে খালের ওপর থাকা বেইলি সেতুটি পাটাতন নষ্ট হয়ে যায়। এতে দুই ইউনিয়নের মানুষকে ৩-৪ বছর দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের দাবির মুখে অবশেষে গত ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শেষ হয়। তবে সংযোগ সড়ক না থাকায় এটি তাঁদের তেমন কাজে আসছে না।
ছনুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, তাঁর ইউনিয়নের হাজারো মানুষসহ মাছ ও লবণবাহী মিনিট্রাক এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করে। সংযোগ সড়ক না থাকায় তাঁদের মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। এ বিষয়টি উপজেলার সমন্বয় কমিটির বৈঠকে জানানোর পরও এলজিইডি কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
শেখেরখীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার বলেন, বহুদিনের জরাজীর্ণ বেইলি সেতু দিয়ে যাতায়াত করতে মানুষকে অনেক কষ্ট করতে হতো। পরে নতুন সেতুটি নির্মিত হলেও সংযোগ সড়ক না থাকায় এর সুফল ভোগ করতে পারছে না জনগণ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শেখেরখীল-ছনুয়া খালের ওপর সেতুটি নির্মাণে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে আমরা দুই পাশের সংযোগ সড়কের কাজ শেষ করতে পারিনি। তবে ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আগামী সপ্তাহে সেতুর সংযোগ সড়কের কাজ শুরু করবেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫