Ajker Patrika

মরিচা পরিষ্কারে যা করবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৯: ০৬
মরিচা পরিষ্কারে যা করবেন

যেকোনো মেটাল বা ধাতব জিনিস থেকে মরিচা পরিষ্কার করতে হয়রান হওয়ার কিছু নেই। যা করবেন:

  • যেকোনো ধাতব বস্তুতে মরিচা পড়লে সেটি ভিনেগার মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর মোটা কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন।
  • বেকিং সোডা ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে মরিচা পড়া বস্তুতে লাগিয়ে রাখুন। তারপর কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করুন।
  • আলু স্লাইস করে তার ওপর লবণ ছিটিয়ে নিন। তারপর এটি দিয়ে মরিচা পড়া তৈজসপত্র ঘষে পরিষ্কার করুন। আলুতে থাকা অক্সালিক অ্যাসিড মরিচা দূর করে।
  • লেবুর রস ও লবণ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এ পেস্ট মরিচা পড়া ধাতবে লাগিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। এরপর ঘষে মরিচা তুলে ফেলুন।

সূত্র: দ্য স্প্রাউস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...