সম্পাদকীয়

আশঙ্কা সত্য হয়েছে। চিকিৎসার জন্য ভারতে গিয়ে কয়েক দিন ‘নিখোঁজ’ থাকার পর এটা নিশ্চিত হওয়া গেছে, কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বৃহস্পতিবার আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, জনপ্রতিনিধি হিসেবে নিজ এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন তিনি। আবার জনপ্রিয়তার পাশাপাশি এমপি আনারের অনেক দুর্নামও ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, সোনা কারবারের অর্থের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই জীবন দিতে হলো তাঁকে।
হত্যাকাণ্ডের বিষয়ে ঢাকা ও কলকাতায় পৃথক মামলা হয়েছে। নৃশংস এই হত্যায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও ধরার চেষ্টা চলছে। এমপি আনারকে কলকাতায় হত্যা করা হলেও হত্যাকাণ্ডের পরিকল্পনা থেকে বাস্তবায়নে কলকাতার কারও জড়িত থাকার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
দলীয় একজন সংসদ সদস্যকে এভাবে পরিকল্পনা করে দেশের বাইরে নিয়ে হত্যা করার ঘটনাটি নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাদেরও উদ্বিগ্ন করে তুলেছে। এটাকে খুব সাধারণ ঘটনা বলে মনে করছেন না অনেকেই। সংসদ সদস্য থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিরাপত্তার প্রশ্নটিও সামনে আসছে। এর আগে দলীয় নেতা কিংবা সংসদ সদস্য হত্যাকাণ্ডের শিকার হননি, তা নয়। তবে আগে সাধারণত রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক কারণেই আওয়ামী লীগের নেতা ও এমপিদের খুন করেছে। কিন্তু এমপি আনোয়ারুল আজীম আনারকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ এখনো কেউ করেননি।
সোনা চোরাচালানসহ অপরাধমূলক বিভিন্ন কাজের সঙ্গে খুন হওয়া এই এমপির সংশ্লিষ্টতার তথ্য সংবাদমাধ্যমে এসেছে। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ, তার কোনোটাই নতুন নয়। আরও ৪০ বছর আগে থেকেই মাদক পাচারের অভিযোগ আছে তাঁর নামে। একসময় ওই অঞ্চলের চরমপন্থা রাজনীতির নিয়ন্ত্রণও তাঁর হাতে ছিল বলে এলাকায় প্রচার আছে। তিনটি খুনসহ প্রায় দুই ডজন মামলার আসামি ছিলেন তিনি।
প্রশ্ন হলো, এতসব অভিযোগ সত্ত্বেও এলাকায় তিনি জনপ্রিয় হলেন কীভাবে? আবার এই প্রশ্নও আসে যে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলই বা কীভাবে তাদের ছাতার নিচে তাঁকে নিরাপদ ঠাঁই দিয়েছে? আওয়ামী লীগ এখন আর যাচাই-বাছাই করে নির্বাচনে মনোনয়ন কিংবা দলীয় পদ দেয় না বলে যে অভিযোগ শোনা যায়, তা কি তাহলে অসত্য নয়?
রাজনীতিতে আনারের উত্থানের কাহিনি অনেকটা সিনেমার চিত্রনাট্যের মতো বলে কেউ কেউ বলছেন। যে পথে উত্থান, সে পথেই চিরবিদায়। কিন্তু বিষয়টিকে এতটা হালকাভাবে না দেখে দেশের সামগ্রিক রাজনৈতিক অধঃপাতের ধারার সঙ্গে মিলিয়ে দেখাই সমীচীন হবে বলে আমরা মনে করি।
কেউ অপরাধ করলে, অন্যায় করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়াই বাঞ্ছনীয়। গুপ্তহত্যা কিংবা ষড়যন্ত্রের পথে হাঁটা কোনোভাবেই কাম্য নয়। এমপি আনার সত্যি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে যারা গোপনে ষড়যন্ত্র করে তাঁকে হত্যার পথে হাঁটল, তারা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।

আশঙ্কা সত্য হয়েছে। চিকিৎসার জন্য ভারতে গিয়ে কয়েক দিন ‘নিখোঁজ’ থাকার পর এটা নিশ্চিত হওয়া গেছে, কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বৃহস্পতিবার আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, জনপ্রতিনিধি হিসেবে নিজ এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন তিনি। আবার জনপ্রিয়তার পাশাপাশি এমপি আনারের অনেক দুর্নামও ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, সোনা কারবারের অর্থের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই জীবন দিতে হলো তাঁকে।
হত্যাকাণ্ডের বিষয়ে ঢাকা ও কলকাতায় পৃথক মামলা হয়েছে। নৃশংস এই হত্যায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও ধরার চেষ্টা চলছে। এমপি আনারকে কলকাতায় হত্যা করা হলেও হত্যাকাণ্ডের পরিকল্পনা থেকে বাস্তবায়নে কলকাতার কারও জড়িত থাকার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
দলীয় একজন সংসদ সদস্যকে এভাবে পরিকল্পনা করে দেশের বাইরে নিয়ে হত্যা করার ঘটনাটি নিশ্চয়ই আওয়ামী লীগের নেতাদেরও উদ্বিগ্ন করে তুলেছে। এটাকে খুব সাধারণ ঘটনা বলে মনে করছেন না অনেকেই। সংসদ সদস্য থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিরাপত্তার প্রশ্নটিও সামনে আসছে। এর আগে দলীয় নেতা কিংবা সংসদ সদস্য হত্যাকাণ্ডের শিকার হননি, তা নয়। তবে আগে সাধারণত রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক কারণেই আওয়ামী লীগের নেতা ও এমপিদের খুন করেছে। কিন্তু এমপি আনোয়ারুল আজীম আনারকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ এখনো কেউ করেননি।
সোনা চোরাচালানসহ অপরাধমূলক বিভিন্ন কাজের সঙ্গে খুন হওয়া এই এমপির সংশ্লিষ্টতার তথ্য সংবাদমাধ্যমে এসেছে। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ, তার কোনোটাই নতুন নয়। আরও ৪০ বছর আগে থেকেই মাদক পাচারের অভিযোগ আছে তাঁর নামে। একসময় ওই অঞ্চলের চরমপন্থা রাজনীতির নিয়ন্ত্রণও তাঁর হাতে ছিল বলে এলাকায় প্রচার আছে। তিনটি খুনসহ প্রায় দুই ডজন মামলার আসামি ছিলেন তিনি।
প্রশ্ন হলো, এতসব অভিযোগ সত্ত্বেও এলাকায় তিনি জনপ্রিয় হলেন কীভাবে? আবার এই প্রশ্নও আসে যে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলই বা কীভাবে তাদের ছাতার নিচে তাঁকে নিরাপদ ঠাঁই দিয়েছে? আওয়ামী লীগ এখন আর যাচাই-বাছাই করে নির্বাচনে মনোনয়ন কিংবা দলীয় পদ দেয় না বলে যে অভিযোগ শোনা যায়, তা কি তাহলে অসত্য নয়?
রাজনীতিতে আনারের উত্থানের কাহিনি অনেকটা সিনেমার চিত্রনাট্যের মতো বলে কেউ কেউ বলছেন। যে পথে উত্থান, সে পথেই চিরবিদায়। কিন্তু বিষয়টিকে এতটা হালকাভাবে না দেখে দেশের সামগ্রিক রাজনৈতিক অধঃপাতের ধারার সঙ্গে মিলিয়ে দেখাই সমীচীন হবে বলে আমরা মনে করি।
কেউ অপরাধ করলে, অন্যায় করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়াই বাঞ্ছনীয়। গুপ্তহত্যা কিংবা ষড়যন্ত্রের পথে হাঁটা কোনোভাবেই কাম্য নয়। এমপি আনার সত্যি কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে যারা গোপনে ষড়যন্ত্র করে তাঁকে হত্যার পথে হাঁটল, তারা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫