খায়রুল বাসার নির্ঝর, ঢাকা

ঈদের নাটক নিয়ে তুমুল ব্যস্ততা গেছে। প্রচণ্ড ধকলও গেছে জিয়াউল ফারুক অপূর্বর। লকডাউনের পর অনেকে কাজ শুরু করলেও তাই এখনো শুটিংয়ে ফেরেননি অপূর্ব। খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল দুপুরে যখন অপূর্বর সঙ্গে কথা হচ্ছিল ফোনে, তখনো তিনি বিছানা ছেড়ে ওঠেননি। কণ্ঠে ক্লান্তি। অপূর্ব বলেন, ‘শুটিং এখনো শুরু করিনি। অনেক কাজ করেছি তো ঈদের আগে। ঘুম হয়নি ঠিকমতো। খাওয়াদাওয়ায় খুব অনিয়ম হয়েছে। গভীর রাত পর্যন্ত কাজ করেছি। সকালে উঠে আবার দৌড়াতে হয়েছে। এসব কারণে শরীর খারাপ করেছে। ব্যাকপেইন, শোল্ডার পেইন—সব মিলিয়ে অবস্থা কাহিল।’
শুটিংয়ে না ফিরলেও প্রতিদিন ভিডিও কলে নির্মাতাদের সঙ্গে শুটিং নিয়ে আলাপ হচ্ছে। অনেক স্ক্রিপ্ট জমা পড়েছে। সেগুলো পড়ছেন। আগামীর কাজ নিয়ে পরিকল্পনা গোছাচ্ছেন। শরীর সায় দিলেই আবার শুটিংয়ে ফিরবেন বলে জানালেন অপূর্ব।
যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি।
— অপূর্ব, অভিনেতা
সাধারণত রোমান্টিক ঘরানার নাটকেই বেশি দেখা যায় তাঁকে। এবার কাজের ধরনে কি কোনো বদল আসবে? অপূর্ব বলেন, ‘কাজের ধরন কিংবা পলিসিগত কোনো পরিবর্তন নেই। আমার সব সময় একটা চিন্তাই থাকে, কীভাবে আরেকটু ভালো করা যায়। আসলে টিভি নাটকে তো আমাদের অনেক ধরনের লিমিটেশন নিয়েই কাজ করতে হয়। যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি। সেটা কখনো হয় কখনো হয় না।’
সহকর্মীরা অনেকেই ওয়েব কনটেন্টে মুখ দেখালেও অপূর্ব ‘যদি কিন্তু তবুও’র পর আর পা বাড়াননি ওদিকে। তবে কাজের প্রস্তাব পাচ্ছেন অসংখ্য। তিনি বলেন, ‘ওটিটির জন্য বেস্ট অব দ্য বেস্ট কাজই করার চেষ্টা থাকবে। ধরা যাক তাড়াহুড়ো করে একটা কাজ করলাম, কিন্তু ভালো হলো না। তখন তো সবাই বলবে অপূর্ব সফল নয়।’ অপূর্ব তাই সময় নিচ্ছেন। নিজেকে আরেকটু গুছিয়ে নিচ্ছেন। পরিস্থিতি বুঝে, সমীকরণ কষে এগোতে চান সামনের দিকে।

ঈদের নাটক নিয়ে তুমুল ব্যস্ততা গেছে। প্রচণ্ড ধকলও গেছে জিয়াউল ফারুক অপূর্বর। লকডাউনের পর অনেকে কাজ শুরু করলেও তাই এখনো শুটিংয়ে ফেরেননি অপূর্ব। খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল দুপুরে যখন অপূর্বর সঙ্গে কথা হচ্ছিল ফোনে, তখনো তিনি বিছানা ছেড়ে ওঠেননি। কণ্ঠে ক্লান্তি। অপূর্ব বলেন, ‘শুটিং এখনো শুরু করিনি। অনেক কাজ করেছি তো ঈদের আগে। ঘুম হয়নি ঠিকমতো। খাওয়াদাওয়ায় খুব অনিয়ম হয়েছে। গভীর রাত পর্যন্ত কাজ করেছি। সকালে উঠে আবার দৌড়াতে হয়েছে। এসব কারণে শরীর খারাপ করেছে। ব্যাকপেইন, শোল্ডার পেইন—সব মিলিয়ে অবস্থা কাহিল।’
শুটিংয়ে না ফিরলেও প্রতিদিন ভিডিও কলে নির্মাতাদের সঙ্গে শুটিং নিয়ে আলাপ হচ্ছে। অনেক স্ক্রিপ্ট জমা পড়েছে। সেগুলো পড়ছেন। আগামীর কাজ নিয়ে পরিকল্পনা গোছাচ্ছেন। শরীর সায় দিলেই আবার শুটিংয়ে ফিরবেন বলে জানালেন অপূর্ব।
যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি।
— অপূর্ব, অভিনেতা
সাধারণত রোমান্টিক ঘরানার নাটকেই বেশি দেখা যায় তাঁকে। এবার কাজের ধরনে কি কোনো বদল আসবে? অপূর্ব বলেন, ‘কাজের ধরন কিংবা পলিসিগত কোনো পরিবর্তন নেই। আমার সব সময় একটা চিন্তাই থাকে, কীভাবে আরেকটু ভালো করা যায়। আসলে টিভি নাটকে তো আমাদের অনেক ধরনের লিমিটেশন নিয়েই কাজ করতে হয়। যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি। সেটা কখনো হয় কখনো হয় না।’
সহকর্মীরা অনেকেই ওয়েব কনটেন্টে মুখ দেখালেও অপূর্ব ‘যদি কিন্তু তবুও’র পর আর পা বাড়াননি ওদিকে। তবে কাজের প্রস্তাব পাচ্ছেন অসংখ্য। তিনি বলেন, ‘ওটিটির জন্য বেস্ট অব দ্য বেস্ট কাজই করার চেষ্টা থাকবে। ধরা যাক তাড়াহুড়ো করে একটা কাজ করলাম, কিন্তু ভালো হলো না। তখন তো সবাই বলবে অপূর্ব সফল নয়।’ অপূর্ব তাই সময় নিচ্ছেন। নিজেকে আরেকটু গুছিয়ে নিচ্ছেন। পরিস্থিতি বুঝে, সমীকরণ কষে এগোতে চান সামনের দিকে।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৬ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
৬ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে