খায়রুল বাসার নির্ঝর, ঢাকা

ঈদের নাটক নিয়ে তুমুল ব্যস্ততা গেছে। প্রচণ্ড ধকলও গেছে জিয়াউল ফারুক অপূর্বর। লকডাউনের পর অনেকে কাজ শুরু করলেও তাই এখনো শুটিংয়ে ফেরেননি অপূর্ব। খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল দুপুরে যখন অপূর্বর সঙ্গে কথা হচ্ছিল ফোনে, তখনো তিনি বিছানা ছেড়ে ওঠেননি। কণ্ঠে ক্লান্তি। অপূর্ব বলেন, ‘শুটিং এখনো শুরু করিনি। অনেক কাজ করেছি তো ঈদের আগে। ঘুম হয়নি ঠিকমতো। খাওয়াদাওয়ায় খুব অনিয়ম হয়েছে। গভীর রাত পর্যন্ত কাজ করেছি। সকালে উঠে আবার দৌড়াতে হয়েছে। এসব কারণে শরীর খারাপ করেছে। ব্যাকপেইন, শোল্ডার পেইন—সব মিলিয়ে অবস্থা কাহিল।’
শুটিংয়ে না ফিরলেও প্রতিদিন ভিডিও কলে নির্মাতাদের সঙ্গে শুটিং নিয়ে আলাপ হচ্ছে। অনেক স্ক্রিপ্ট জমা পড়েছে। সেগুলো পড়ছেন। আগামীর কাজ নিয়ে পরিকল্পনা গোছাচ্ছেন। শরীর সায় দিলেই আবার শুটিংয়ে ফিরবেন বলে জানালেন অপূর্ব।
যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি।
— অপূর্ব, অভিনেতা
সাধারণত রোমান্টিক ঘরানার নাটকেই বেশি দেখা যায় তাঁকে। এবার কাজের ধরনে কি কোনো বদল আসবে? অপূর্ব বলেন, ‘কাজের ধরন কিংবা পলিসিগত কোনো পরিবর্তন নেই। আমার সব সময় একটা চিন্তাই থাকে, কীভাবে আরেকটু ভালো করা যায়। আসলে টিভি নাটকে তো আমাদের অনেক ধরনের লিমিটেশন নিয়েই কাজ করতে হয়। যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি। সেটা কখনো হয় কখনো হয় না।’
সহকর্মীরা অনেকেই ওয়েব কনটেন্টে মুখ দেখালেও অপূর্ব ‘যদি কিন্তু তবুও’র পর আর পা বাড়াননি ওদিকে। তবে কাজের প্রস্তাব পাচ্ছেন অসংখ্য। তিনি বলেন, ‘ওটিটির জন্য বেস্ট অব দ্য বেস্ট কাজই করার চেষ্টা থাকবে। ধরা যাক তাড়াহুড়ো করে একটা কাজ করলাম, কিন্তু ভালো হলো না। তখন তো সবাই বলবে অপূর্ব সফল নয়।’ অপূর্ব তাই সময় নিচ্ছেন। নিজেকে আরেকটু গুছিয়ে নিচ্ছেন। পরিস্থিতি বুঝে, সমীকরণ কষে এগোতে চান সামনের দিকে।

ঈদের নাটক নিয়ে তুমুল ব্যস্ততা গেছে। প্রচণ্ড ধকলও গেছে জিয়াউল ফারুক অপূর্বর। লকডাউনের পর অনেকে কাজ শুরু করলেও তাই এখনো শুটিংয়ে ফেরেননি অপূর্ব। খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল দুপুরে যখন অপূর্বর সঙ্গে কথা হচ্ছিল ফোনে, তখনো তিনি বিছানা ছেড়ে ওঠেননি। কণ্ঠে ক্লান্তি। অপূর্ব বলেন, ‘শুটিং এখনো শুরু করিনি। অনেক কাজ করেছি তো ঈদের আগে। ঘুম হয়নি ঠিকমতো। খাওয়াদাওয়ায় খুব অনিয়ম হয়েছে। গভীর রাত পর্যন্ত কাজ করেছি। সকালে উঠে আবার দৌড়াতে হয়েছে। এসব কারণে শরীর খারাপ করেছে। ব্যাকপেইন, শোল্ডার পেইন—সব মিলিয়ে অবস্থা কাহিল।’
শুটিংয়ে না ফিরলেও প্রতিদিন ভিডিও কলে নির্মাতাদের সঙ্গে শুটিং নিয়ে আলাপ হচ্ছে। অনেক স্ক্রিপ্ট জমা পড়েছে। সেগুলো পড়ছেন। আগামীর কাজ নিয়ে পরিকল্পনা গোছাচ্ছেন। শরীর সায় দিলেই আবার শুটিংয়ে ফিরবেন বলে জানালেন অপূর্ব।
যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি।
— অপূর্ব, অভিনেতা
সাধারণত রোমান্টিক ঘরানার নাটকেই বেশি দেখা যায় তাঁকে। এবার কাজের ধরনে কি কোনো বদল আসবে? অপূর্ব বলেন, ‘কাজের ধরন কিংবা পলিসিগত কোনো পরিবর্তন নেই। আমার সব সময় একটা চিন্তাই থাকে, কীভাবে আরেকটু ভালো করা যায়। আসলে টিভি নাটকে তো আমাদের অনেক ধরনের লিমিটেশন নিয়েই কাজ করতে হয়। যখন আমরা বলি, ভিন্ন ধরনের গল্প করব, তাতে অনেক রকম প্রতিবন্ধকতা থাকে। টিভি নাটকে অনেক কিছু দেখানো সম্ভব হয় না। একটা অন্য রকম সংলাপ দিতে গেলে দশবার চিন্তা করতে হয়। তার মধ্যেও কী করে নতুন কিছু আনা যায়, সেই চেষ্টাই করি। সেটা কখনো হয় কখনো হয় না।’
সহকর্মীরা অনেকেই ওয়েব কনটেন্টে মুখ দেখালেও অপূর্ব ‘যদি কিন্তু তবুও’র পর আর পা বাড়াননি ওদিকে। তবে কাজের প্রস্তাব পাচ্ছেন অসংখ্য। তিনি বলেন, ‘ওটিটির জন্য বেস্ট অব দ্য বেস্ট কাজই করার চেষ্টা থাকবে। ধরা যাক তাড়াহুড়ো করে একটা কাজ করলাম, কিন্তু ভালো হলো না। তখন তো সবাই বলবে অপূর্ব সফল নয়।’ অপূর্ব তাই সময় নিচ্ছেন। নিজেকে আরেকটু গুছিয়ে নিচ্ছেন। পরিস্থিতি বুঝে, সমীকরণ কষে এগোতে চান সামনের দিকে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৯ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৯ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৯ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৯ ঘণ্টা আগে