Ajker Patrika

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বিনোদন ডেস্ক
‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসান। ছবি: সংগৃহীত
‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়াও উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।

জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)

বেলা ৩টা: লাইট মেমোরিজ (ইকুয়েডর); বিকেল ৫টা: সোলমেট, সং ফ্রম দ্য সাউথ, ধ্যাৎ, দ্য গ্রেট এস্কেপ, বৈঠক, মরিয়ম (বাংলাদেশ); সন্ধ্যা ৭টা: দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল (বাংলাদেশ)।

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)

বেলা ৩টা: টিয়ার্স ইন কুয়ালালামপুর (মালয়েশিয়া); বিকেল ৫টা: সিন্ধু জি গুঞ্জ (পাকিস্তান); সন্ধ্যা সাড়ে ৭টা: এখানে রাজনৈতিক আলাপ জরুরি (বাংলাদেশ)।

শিল্পকলা একাডেমি (জাতীয় নাট্যশালা)

সকাল সাড়ে ১০টা: উই আর টু অ্যাবিসেস (পর্তুগাল), ডেসটিনি অব আর মাইগ্রান্ট (সেনেগাল); বেলা ১টা: উইমেন ইন এক্সাইল (জর্ডান), ক্লিনার (গ্রিস), সালুম (ফিলিপাইনস); বেলা ৩টা: লাইসেন্স টু লাভ (রাশিয়া); বিকেল ৫টা: দ্য হাজবেন্ড (ইরান)।

আলিয়ঁস ফ্রঁসেজ

সকাল সাড়ে ১০টা: ডিবেট (জার্মানি); বেলা আড়াইটা: আ কোয়ায়েট লাভ (আয়ারল্যান্ড); বিকেল সাড়ে ৪টা: ম্যাক্স অ্যান্ড দ্য জাঙ্কমেন (ফ্রান্স)।

লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্রসৈকত

বিকেল ৪টা: উইসপার মাই নেম (ইরান); সন্ধ্যা ৬টা: উৎসব (বাংলাদেশ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত