
দীর্ঘদিনের প্রেমিক ডুডল শিল্পী ও চিত্রকর শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম ভেঙেছে দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসানের। সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এটা নেহাতই গুঞ্জন নয়, এটি সত্যি।
বিচ্ছেদের গুঞ্জন নিশ্চিত করে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, গত মাসে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের ব্যক্তিগত বহু মতপার্থক্য ছিল, তাই তাঁরা বন্ধুত্বপূর্ণভাবেই একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও এ বিষয়ে হিন্দুস্তান টাইমস এর পক্ষ থেকে শ্রুতি হাসান সঙ্গে যোগাযোগ করা হলে, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাননি অভিনেত্রী। এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন তিনি।
একটি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, প্রায় এক মাস ধরে আলাদা থাকছেন শ্রুতি ও হাজারিকা। তবে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পর থেকেই তাঁদের আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। শ্রুতি তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সমস্ত ছবিও মুছে ফেলেন।
শুধু তাই নয়, সম্প্রতি শ্রুতি সোশ্যাল মিডিয়া থেকে স্বল্প বিরতি নিয়েছিলেন তিনি। পরে ফিরে এসে এক পোস্টে শ্রুতি হাসান লেখেন, ‘এটা একটা পাগলামো ছিল। নিজের সম্পর্কে এবং মানুষ সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমরা যা হতে পারি বা হওয়া দরকার তার জন্য আমাদের কখনোই দুঃখ পাওয়া উচিত নয়।’
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ার হাত ধরেই শ্রুতি হাসান ও শান্তনু হাজারিকার একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু হয়।
এর আগে শ্রুতি জানিয়েছিলেন, তিনি নিজের লেখা একটা কবিতা ডুডল শিল্পী শান্তনুকে পাঠিয়েছিলেন। পরিবর্তে শান্তনু তাঁর শৈল্পিক কাজকর্ম শ্রুতিকে পাঠান। তারপরই তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল।

দীর্ঘদিনের প্রেমিক ডুডল শিল্পী ও চিত্রকর শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম ভেঙেছে দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসানের। সম্প্রতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এটা নেহাতই গুঞ্জন নয়, এটি সত্যি।
বিচ্ছেদের গুঞ্জন নিশ্চিত করে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, গত মাসে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের ব্যক্তিগত বহু মতপার্থক্য ছিল, তাই তাঁরা বন্ধুত্বপূর্ণভাবেই একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও এ বিষয়ে হিন্দুস্তান টাইমস এর পক্ষ থেকে শ্রুতি হাসান সঙ্গে যোগাযোগ করা হলে, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাননি অভিনেত্রী। এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন তিনি।
একটি সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, প্রায় এক মাস ধরে আলাদা থাকছেন শ্রুতি ও হাজারিকা। তবে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পর থেকেই তাঁদের আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। শ্রুতি তাঁর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সমস্ত ছবিও মুছে ফেলেন।
শুধু তাই নয়, সম্প্রতি শ্রুতি সোশ্যাল মিডিয়া থেকে স্বল্প বিরতি নিয়েছিলেন তিনি। পরে ফিরে এসে এক পোস্টে শ্রুতি হাসান লেখেন, ‘এটা একটা পাগলামো ছিল। নিজের সম্পর্কে এবং মানুষ সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমরা যা হতে পারি বা হওয়া দরকার তার জন্য আমাদের কখনোই দুঃখ পাওয়া উচিত নয়।’
প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ার হাত ধরেই শ্রুতি হাসান ও শান্তনু হাজারিকার একে অপরের সঙ্গে যোগাযোগ শুরু হয়।
এর আগে শ্রুতি জানিয়েছিলেন, তিনি নিজের লেখা একটা কবিতা ডুডল শিল্পী শান্তনুকে পাঠিয়েছিলেন। পরিবর্তে শান্তনু তাঁর শৈল্পিক কাজকর্ম শ্রুতিকে পাঠান। তারপরই তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৫ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৫ ঘণ্টা আগে