জনপ্রিয় লোকগানের ফিউশন করেই সংগীতাঙ্গনে আবির্ভাব হয়েছিল হাবিব ওয়াহিদের। মাঝে অনেকটা সময় হাবিবকে লোকগানে পাওয়া না গেলেও গত বছরের শেষ দিকে কোক স্টুডিও বাংলা মাতিয়েছেন বাউল শাহ খোয়াজ মিয়ার ‘মহা জাদু’ দিয়ে। এবার হাবিব ফিরছেন তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের সঙ্গী সংগীতশিল্পী কায়া ও হেলালকে নিয়ে। এই দুই শিল্পীর জন্য দুটি প্রচলিত লোকগান তৈরি করছেন তিনি।
সম্প্রতি এক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়েছেন হাবিব ওয়াহিদ। গত রোববার চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের পর কায়া ও হেলালের সঙ্গে নতুন গানের কথা জানান হাবিব ওয়াহিদ। তিনি বলেন, ‘ফোক দিয়েই তো আমার শুরু। মাঝে নানা ধরনের গানে সম্পৃক্ত হয়েছি। এর মধ্যে মৌলিক গান, অ্যালবাম, সিনেমার প্লেব্যাকে ব্যস্ত থাকার কারণে ফোকগানটা সেভাবে হচ্ছিল না। কোক স্টুডিওতে অনেক দিন পর ফোকগানের ওপর এক্সপেরিমেন্ট করার সুযোগ পাই। আমি নিজে ফোকগানের সঙ্গে অনেক কানেক্ট ফিল করি। আমার মনে হয়, বাংলাদেশের মানুষও এই গানগুলোকে নিজেদের অন্তরে ধারণ করে। এই ধারাবাহিকতায় কায়া ও হেলালের সঙ্গে নতুন করে গান করছি।’
হাবিব আরও বলেন, ‘কায়া ও হেলালের সঙ্গে দুটি সিঙ্গেল নিয়ে কাজ চলছে। দুটিই ফোকগান। সম্পূর্ণ তৈরি হয়ে গেলেই পর্যায়ক্রমে প্রকাশ পাবে গানগুলো। আমাদের আগের গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আশা করি, এবারও ভালো একটা কাজ হতে যাচ্ছে।’
নতুন গান দুটি প্রকাশ পাবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে। এ প্রসঙ্গে হাবিব বলেন, ‘অনেক বছর ধরেই চেষ্টা করছি নিজের উদ্যোগে যতটুকু সম্ভব অডিও গান করার। যদিও এখন ভিডিওর যুগ, এটা অস্বীকার করার কিছু নেই। এই সময়ে ভিডিও ছাড়া কোনো গান বেশি মানুষের কাছে পৌঁছানো খুব কঠিন। কিন্তু আমি তো অডিওর যুগটা খুব ভালো করে দেখে এসেছি। আমার কাছে সব সময় মনে হয়, গান মূলত শোনার বিষয়। তাই অডিও গান নিয়ে নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছি।’
২০০৩ সালে হাবিবের সংগীতায়োজনে প্রকাশ পায় ‘কৃষ্ণ’ অ্যালবাম। এতে বাংলা লোকগানের সঙ্গে পাশ্চাত্যের সংগীতের মিশ্রণ ঘটিয়েছিলেন হাবিব। প্রচলিত বাউল গানগুলো নতুন করে গেয়েছিলেন কায়া। প্রশংসিত হয়েছিল এই অ্যালবামের ‘কৃষ্ণ’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’, ‘কেমনে ভুলিব আমি’, ‘কালা’ গানগুলো। এরপর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি হাবিব-কায়াকে।
অন্যদিকে, হেলালকে নিয়ে হাবিব হাজির হন কৃষ্ণ অ্যালবাম প্রকাশের পরের বছর। ২০০৪ সালে হাবিবের সংগীত আয়োজনে প্রকাশ পায় ফোকগানের অ্যালবাম ‘মায়া’। এতে কায়ার সঙ্গে গেয়েছিলেন হেলাল। সবশেষ ২০১৯ সালে একসঙ্গে গান প্রকাশ করেছিলেন হাবিব ও হেলাল। হাবিবের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছিল ‘কেন তারে ভালোবাসিলাম’ শিরোনামের গান।

শিশুদের যৌন নির্যাতনের মতো এক সংবেদনশীল সামাজিক বাস্তবতাকে সামনে আনছে ওসিডি। ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলারে দেখা গেল, রহস্যজনকভাবে একের পর এক খুন করে চলেছে জয়া অভিনীত চরিত্রটি।
৪ ঘণ্টা আগে
নারীর প্রতি বর্ণবৈষম্য আর প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘জলটুঙি’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রহিম সুমন। টেলিছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকী, দিলারা জামান, হামিদুর রহমান, ঈষিকা সাকিন, অভি প্রামাণিক প্রমুখ।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে যান চিত্রনায়িকা মৌসুমী। এরপর আর দেশে ফেরেননি। মৌসুমীর স্বামী চলচ্চিত্র অভিনেতা ওমর সানীও এই সময়টাতে যুক্তরাষ্ট্রমুখী হননি। ফলে প্রায় আড়াই বছর দেখা নেই দুজনের। স্বাভাবিকভাবেই গুঞ্জন তৈরি হয়, ওমর সানী-মৌসুমীর তিন দশকের দাম্পত্যজীবনে ফাটল ধরেছে।
৬ ঘণ্টা আগে
সংগীতশিল্পী ফাহমিদা নবী এবং শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক জয় শাহরিয়ারকে নিয়ে একটি নতুন গান তৈরি করছেন চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের এজিএম অনন্যা রুমা। কয়েক দিন আগে রাজধানীর ধানমন্ডির চাওয়ালী নামের চায়ের দোকানে বসে পরিকল্পনা করা হয় গানটির। সেই পরিকল্পনা অনুযায়ী এরই মধ্যে শেষ হয়েছে গান রেকর্ডিং।
৬ ঘণ্টা আগে