বিনোদন ডেস্ক
বিটিভি
চার পর্বের ব্যান্ড শো: ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে চিরকুট। চতুর্থ দিন বিকেল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। একই দিন সন্ধ্যা ৭টায় গাইবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রকস বে রক। পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় রয়েছে বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস ব্যান্ডের পরিবেশনা।
একক সংগীতানুষ্ঠান: ঈদের দিন সন্ধ্যা ৭টায় ‘তাহসান আনপ্লাগড’ অনুষ্ঠানে তাহসান শোনাবেন তাঁর জনপ্রিয় আটটি গান। দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় ‘এলটিা এলভি’ অনুষ্ঠানে গাইবেন এলিটা করিম।
এটিএন বাংলা
ঈদের তৃতীয় দিন বেলা ১টা ২৫ মিনিটে রয়েছে ঈদ গানে গানে।
পঞ্চম দিন রাত ১০টা ৩০ মিনিটে সুফিয়ানা ফোক স্টুডিও। গাইবেন লুইপা, শামীম ও পারভেজ খান।
বৈশাখী টিভি
সকালের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে। গাইবেন চম্পা বনিক, কানিজ খাদিজা তিন্নি, হৈমন্তী রক্ষিত, মারোফা জান্নাত তৃষা, কানিজ খন্দকার মিতু, রিফাত চৌধুরী, লিজা ও নুজহাত পুষ্পিতা।
গানে গানে ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টায়। গাইবেন মনির খান, সালমা, নাসির, অনুপমা মুক্তি, কর্নিয়া, কামরুজ্জামান রাব্বী, ইসরাত জাহান জুঁই, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার, খায়রুল ওয়াসী ও লিটা সরকার।
শুধু সিনেমার গান: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টায়।
এনটিভি
এই সময়ের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ২০ মিনিটে। প্রতিদিন থাকবে একটি ব্যান্ড। অংশ নেবে গানপোকা, পারসা অ্যান্ড ফ্রেন্ডস, এফ মাইনর, মাদল, পেনোয়া, মাভৈ ও দ্য কমরেড এবং সহজিয়া।
আরটিভি
কালারস অব মিউজিক: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিটে। অংশ নেবেন ঝিলিক, জাকিয়া সুলতানা কর্নিয়া, মিজান মাহমুদ রাজিব, সানজিদা রিমি, খাইরুল ওয়াসী, লিটা সরকার, গামছা পলাশ, সাগর বাউল, লুইপা প্রমুখ।
দীপ্ত টিভি
আমাদের ছবি আমাদের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা ১০ মিনিটে।
দীপ্ত মিউজিক স্টুডিও: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে।
নাগরিক টেলিভিশন
বাংলা বাউল: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টায়। প্রতিদিন একজন শিল্পী অংশ নেবেন। গাইবেন দুর্জয়, শিমুল হাসান, সাগর দেওয়ান, সাদিয়া লিজা, লায়লা ও আকাশ মাহমুদ।
বিটিভি
চার পর্বের ব্যান্ড শো: ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে চিরকুট। চতুর্থ দিন বিকেল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। একই দিন সন্ধ্যা ৭টায় গাইবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রকস বে রক। পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় রয়েছে বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস ব্যান্ডের পরিবেশনা।
একক সংগীতানুষ্ঠান: ঈদের দিন সন্ধ্যা ৭টায় ‘তাহসান আনপ্লাগড’ অনুষ্ঠানে তাহসান শোনাবেন তাঁর জনপ্রিয় আটটি গান। দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় ‘এলটিা এলভি’ অনুষ্ঠানে গাইবেন এলিটা করিম।
এটিএন বাংলা
ঈদের তৃতীয় দিন বেলা ১টা ২৫ মিনিটে রয়েছে ঈদ গানে গানে।
পঞ্চম দিন রাত ১০টা ৩০ মিনিটে সুফিয়ানা ফোক স্টুডিও। গাইবেন লুইপা, শামীম ও পারভেজ খান।
বৈশাখী টিভি
সকালের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে। গাইবেন চম্পা বনিক, কানিজ খাদিজা তিন্নি, হৈমন্তী রক্ষিত, মারোফা জান্নাত তৃষা, কানিজ খন্দকার মিতু, রিফাত চৌধুরী, লিজা ও নুজহাত পুষ্পিতা।
গানে গানে ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টায়। গাইবেন মনির খান, সালমা, নাসির, অনুপমা মুক্তি, কর্নিয়া, কামরুজ্জামান রাব্বী, ইসরাত জাহান জুঁই, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার, খায়রুল ওয়াসী ও লিটা সরকার।
শুধু সিনেমার গান: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টায়।
এনটিভি
এই সময়ের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ২০ মিনিটে। প্রতিদিন থাকবে একটি ব্যান্ড। অংশ নেবে গানপোকা, পারসা অ্যান্ড ফ্রেন্ডস, এফ মাইনর, মাদল, পেনোয়া, মাভৈ ও দ্য কমরেড এবং সহজিয়া।
আরটিভি
কালারস অব মিউজিক: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিটে। অংশ নেবেন ঝিলিক, জাকিয়া সুলতানা কর্নিয়া, মিজান মাহমুদ রাজিব, সানজিদা রিমি, খাইরুল ওয়াসী, লিটা সরকার, গামছা পলাশ, সাগর বাউল, লুইপা প্রমুখ।
দীপ্ত টিভি
আমাদের ছবি আমাদের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা ১০ মিনিটে।
দীপ্ত মিউজিক স্টুডিও: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে।
নাগরিক টেলিভিশন
বাংলা বাউল: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টায়। প্রতিদিন একজন শিল্পী অংশ নেবেন। গাইবেন দুর্জয়, শিমুল হাসান, সাগর দেওয়ান, সাদিয়া লিজা, লায়লা ও আকাশ মাহমুদ।
চেক প্রজাতন্ত্রের মর্যাদাপূর্ণ ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বালুর নগরীতে’ সিনেমাটি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়ায় এর অভিনেতা মোস্তফা মনওয়ার ও সাউন্ড ডিজাইনার অরণ্য পৃথিবীকে সংবর্ধনা দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সেই সঙ্গে, উৎসবে অংশ নেওয়ার জন্য যেকোনো একজনের বিমান ভাড়া...
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো উর্দু গান গাইলেন সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘দো পিয়াসি দিল’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। আসিফ মাহমুদের নির্দেশনায় গানের ভিডিওতেও দেখা গেছে শাফকাত ও সিঁথিকে। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানি গজলশিল্পী মেহেদি হাসান, সংগীত পরিচালক ...
১১ ঘণ্টা আগেগত বছর প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমী আয়োজন করেছিল বৈষ্টমী রকফেস্ট। দেশব্যাপী আটটি কনসার্টের আয়োজনের লক্ষ্য থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে দুটি কনসার্ট আয়োজন করে থেমে যেতে হয় আয়োজকদের। বিরতি কাটিয়ে আবার ফিরছে বৈষ্টমী রকফেস্ট। চলতি বছর অনুষ্ঠিত হবে পরিকল্পনায় থাকা বাকি ছয়টি কনসার্ট। আগামীকাল শুক্রবার
১১ ঘণ্টা আগেঅস্কারে চারবার মনোনয়ন পেয়েছেন টম ক্রুজ। ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ১৯৯৭ সালে ‘জেরি ম্যাগুয়ের’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে, ২০০০ সালে ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য পার্শ্ব-অভিনেতা হিসেবে এবং ২০২৩ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে মনোনয়ন পান।
১১ ঘণ্টা আগে