
বিশ্বের সবচেয়ে আইকনিক বাদ্যযন্ত্রগুলোর মধ্যে একটি পল ম্যাককার্টনির হফনার বাস গিটার। হারিয়ে যাওয়া সেই আসল গিটারটি খুঁজে পেতে বিশ্বব্যাপী অনুসন্ধান শুরু হয়েছে।
ম্যাককার্টনির গিটার খোঁজার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দ্য লস্ট বাস প্রজেক্ট’। এটিকে সংশ্লিষ্টরা ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গিটার’ বলে উল্লেখ করেছেন। সারা বিশ্ব থেকে এই গিটার সম্পর্কে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে।
ম্যাককার্টনি গিটারটি কিনেছিলেন ১৯৬১ সালে, তৎকালীন ৩৮ ডলার দিয়ে। তবে আট বছর পরেই সেটি হারিয়ে গেছে।
ম্যাককার্টনি সম্প্রতি এই গিটারের প্রস্তুতকারক কোম্পানি হফনারকে তাঁর সেই আদরের গিটার খুঁজে দেওয়ার অনুরোধ জানান। মূলত এর পরেই বিশ্বব্যাপী গিটার অনুসন্ধানের প্রকল্প হাতে নেওয়া হয়।
দ্য বিটলসের অনেক গানেই এই বাস গিটার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হিট গান হলো—লাভ মি ডু এবং শি লাভস ইউ।
রক অ্যান্ড রোলের ইতিহাসে ‘সবচেয়ে বড় এই রহস্যের সমাধান’ প্রকল্পে যুক্ত হয়েছেন হফনার কোম্পানির নিক ওয়াস এবং বিবিসির দুজন সাংবাদিক।
নিক ওয়াস ম্যাককার্টনিকে নানাভাবে সহযোগিতা করেছেন। হারিয়ে যাওয়া হফনার ৫০০/১ ভায়োলিন বাস নিয়ে একটি বইও লিখেছেন।
বিবিসিকে নিক ওয়াস বলেন, সম্প্রতি এক কথোপকথনে বিখ্যাত বিটল (ম্যাককার্টনি) সেই গিটার সম্পর্কে তাঁর কাছে জানতে চান। আর এখান থেকেই গিটার অনুসন্ধানের এই প্রকল্পের শুরু।
নিক বলেন, ১৯৬৯ সালে বিটলসের ‘গেট ব্যাক’ গানের শুটিং শেষ হওয়ার পর গিটারটি হারিয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে হারিয়ে যাওয়ার আগে গিটারটি ঠিক কোথায় ছিল, আর এখনই বা কোথায় আছে সে সম্পর্কে কিছুই জানা নেই।

বিশ্বের সবচেয়ে আইকনিক বাদ্যযন্ত্রগুলোর মধ্যে একটি পল ম্যাককার্টনির হফনার বাস গিটার। হারিয়ে যাওয়া সেই আসল গিটারটি খুঁজে পেতে বিশ্বব্যাপী অনুসন্ধান শুরু হয়েছে।
ম্যাককার্টনির গিটার খোঁজার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘দ্য লস্ট বাস প্রজেক্ট’। এটিকে সংশ্লিষ্টরা ‘ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গিটার’ বলে উল্লেখ করেছেন। সারা বিশ্ব থেকে এই গিটার সম্পর্কে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে।
ম্যাককার্টনি গিটারটি কিনেছিলেন ১৯৬১ সালে, তৎকালীন ৩৮ ডলার দিয়ে। তবে আট বছর পরেই সেটি হারিয়ে গেছে।
ম্যাককার্টনি সম্প্রতি এই গিটারের প্রস্তুতকারক কোম্পানি হফনারকে তাঁর সেই আদরের গিটার খুঁজে দেওয়ার অনুরোধ জানান। মূলত এর পরেই বিশ্বব্যাপী গিটার অনুসন্ধানের প্রকল্প হাতে নেওয়া হয়।
দ্য বিটলসের অনেক গানেই এই বাস গিটার ব্যবহার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হিট গান হলো—লাভ মি ডু এবং শি লাভস ইউ।
রক অ্যান্ড রোলের ইতিহাসে ‘সবচেয়ে বড় এই রহস্যের সমাধান’ প্রকল্পে যুক্ত হয়েছেন হফনার কোম্পানির নিক ওয়াস এবং বিবিসির দুজন সাংবাদিক।
নিক ওয়াস ম্যাককার্টনিকে নানাভাবে সহযোগিতা করেছেন। হারিয়ে যাওয়া হফনার ৫০০/১ ভায়োলিন বাস নিয়ে একটি বইও লিখেছেন।
বিবিসিকে নিক ওয়াস বলেন, সম্প্রতি এক কথোপকথনে বিখ্যাত বিটল (ম্যাককার্টনি) সেই গিটার সম্পর্কে তাঁর কাছে জানতে চান। আর এখান থেকেই গিটার অনুসন্ধানের এই প্রকল্পের শুরু।
নিক বলেন, ১৯৬৯ সালে বিটলসের ‘গেট ব্যাক’ গানের শুটিং শেষ হওয়ার পর গিটারটি হারিয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে হারিয়ে যাওয়ার আগে গিটারটি ঠিক কোথায় ছিল, আর এখনই বা কোথায় আছে সে সম্পর্কে কিছুই জানা নেই।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১২ ঘণ্টা আগে