বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০১৮ সালে বিচ্ছেদের পর সিঙ্গেল জীবন যাপন করছেন সংগীতশিল্পী মিলা ইসলাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলা মজার ছলে বলেন, বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি। কিন্তু পছন্দমতো কাউকে পাচ্ছেন না। আগ্রহীদের বায়োডাটা পাঠানোর কথাও বলেন তিনি। মিলার এমন মন্তব্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে। বিষয়টি নজর এড়ায়নি মিলার। এর পরেই সেই সংবাদের একটি স্ক্রিনশট শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, নিছক মজার ছলেই বিয়ে নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। বিয়ে নয়, ক্যারিয়ার নিয়েই এখন তাঁর ভাবনা।
ফেসবুকে মিলা লেখেন, ‘একটি ইন্টারভিউতে প্রশ্ন করায় আমি মজার ছলে এমন উত্তর দিয়েছিলাম। এটা সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই। দেখলাম বিভিন্ন গণমাধ্যমে বিয়ে প্রসঙ্গে বলা অংশটুকু শিরোনাম করছেন। আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি। যখন ভাববো আপনাদের জানিয়ে বিয়ে করব। সকল সাংবাদিকদের অনুরোধ করব, ওই প্রসঙ্গ উপস্থাপন না করার। নতুন অনেক কাজ করছি, অনেক কনসার্ট করছি, আশা করবো আমার জন্য বিবাহের দোয়া না করে আমার ক্যারিয়ার এর জন্য শুভকামনা দেবেন।’
সংগীতশিল্পী মিলা ২০১৭ সালে পরিবারের পছন্দে বিয়ে করেন এস এম পারভেজ সানজারিকে। ২০১৮ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর আর বিয়ে করেননি মিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করার পর মিলা বলেন, ‘আমি অনেক দিন থেকে অপেক্ষা করছি, আমাকে কেউ কেন জিজ্ঞেস করছে না আপনার কি প্রেম হয়েছে, আপনার বিয়ে কখন হবে।’
এরপর মিলা বলেন, ‘আমি আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না!’ বিচ্ছেদের সাত বছর পেরিয়ে গেলেও কেন ছেলে খুঁজে পাচ্ছেন না, তা–ও জানিয়েছেন। তার ভাষ্য, ‘দুটা কারণ হতে পারে। এক আমি আবারও কাজে ব্যাক করেছি, দ্বিতীয়ত, নিজে খুঁজে প্রেম করা আমার জন্য কষ্টসাধ্য, কারণ সময় দিতে পারি না। সত্যি বলতে বিয়ে জরুরি না। এই মুহূর্তে একজন জীবনসঙ্গী দরকার, যে আমাকে বুঝবে।’
কেমন পাত্র চান—এমন প্রশ্নে মিলা বলেন, ‘এই মুহূর্তে দরকার একজন জীবনসঙ্গী, যে আমার বন্ধু হবে, আমাকে বুঝবে। এ রকম কেউ থাকলে আপনারা আমাকে বায়োডাটা পাঠান। আমি চাই যে গুড লুকিং হ্যান্ডসাম হোক। পাশাপাশি দায়িত্বশীল হতে হবে।’

২০১৮ সালে বিচ্ছেদের পর সিঙ্গেল জীবন যাপন করছেন সংগীতশিল্পী মিলা ইসলাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলা মজার ছলে বলেন, বিয়ের জন্য পাত্র খুঁজছেন তিনি। কিন্তু পছন্দমতো কাউকে পাচ্ছেন না। আগ্রহীদের বায়োডাটা পাঠানোর কথাও বলেন তিনি। মিলার এমন মন্তব্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে। বিষয়টি নজর এড়ায়নি মিলার। এর পরেই সেই সংবাদের একটি স্ক্রিনশট শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন, নিছক মজার ছলেই বিয়ে নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। বিয়ে নয়, ক্যারিয়ার নিয়েই এখন তাঁর ভাবনা।
ফেসবুকে মিলা লেখেন, ‘একটি ইন্টারভিউতে প্রশ্ন করায় আমি মজার ছলে এমন উত্তর দিয়েছিলাম। এটা সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই। দেখলাম বিভিন্ন গণমাধ্যমে বিয়ে প্রসঙ্গে বলা অংশটুকু শিরোনাম করছেন। আমি আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি। যখন ভাববো আপনাদের জানিয়ে বিয়ে করব। সকল সাংবাদিকদের অনুরোধ করব, ওই প্রসঙ্গ উপস্থাপন না করার। নতুন অনেক কাজ করছি, অনেক কনসার্ট করছি, আশা করবো আমার জন্য বিবাহের দোয়া না করে আমার ক্যারিয়ার এর জন্য শুভকামনা দেবেন।’
সংগীতশিল্পী মিলা ২০১৭ সালে পরিবারের পছন্দে বিয়ে করেন এস এম পারভেজ সানজারিকে। ২০১৮ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর আর বিয়ে করেননি মিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করার পর মিলা বলেন, ‘আমি অনেক দিন থেকে অপেক্ষা করছি, আমাকে কেউ কেন জিজ্ঞেস করছে না আপনার কি প্রেম হয়েছে, আপনার বিয়ে কখন হবে।’
এরপর মিলা বলেন, ‘আমি আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না!’ বিচ্ছেদের সাত বছর পেরিয়ে গেলেও কেন ছেলে খুঁজে পাচ্ছেন না, তা–ও জানিয়েছেন। তার ভাষ্য, ‘দুটা কারণ হতে পারে। এক আমি আবারও কাজে ব্যাক করেছি, দ্বিতীয়ত, নিজে খুঁজে প্রেম করা আমার জন্য কষ্টসাধ্য, কারণ সময় দিতে পারি না। সত্যি বলতে বিয়ে জরুরি না। এই মুহূর্তে একজন জীবনসঙ্গী দরকার, যে আমাকে বুঝবে।’
কেমন পাত্র চান—এমন প্রশ্নে মিলা বলেন, ‘এই মুহূর্তে দরকার একজন জীবনসঙ্গী, যে আমার বন্ধু হবে, আমাকে বুঝবে। এ রকম কেউ থাকলে আপনারা আমাকে বায়োডাটা পাঠান। আমি চাই যে গুড লুকিং হ্যান্ডসাম হোক। পাশাপাশি দায়িত্বশীল হতে হবে।’

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
২ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
২ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
২ ঘণ্টা আগে