
ফ্রান্সের জুলিয়া দুকুরনোর ‘টাইটেন’ ছবিটি ৭৪তম কান উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘স্বর্ণ পাম’ বা পাম দ্য’র জিতে নিয়েছে। এর ফলে কানের গত ২৮ বছর পর দ্বিতীয় নারী নির্মাতা হিসেবে জুলিয়া এ স্বাদ পেলেন। কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে কেবল জেন ক্যাম্পিয়ন স্বর্ণ পাম জিতেছেন ১৯৯৩ সালে। দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতার ছবি স্বর্ণ পাম জিতে গেলো এবার। বিশ্ব সিনেমার তীর্থভূমি কানে (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সমাপনী আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়। নির্মাতা জুলিয়া ২০১১ সালে জুনিয়র স্বল্পদৈর্ঘ্য দিয়ে প্রথম কানে পুরস্কার জয় করেন। পরে প্রথম সিনেমা ‘গ্রেভ’ দিয়ে ২০১৬ সালে ফিপরেস্কি জয় করেন।
উৎসবে সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন প্রখ্যাত ফরাসি পরিচালক লিও ক্যারাক্স। ‘অ্যানেট’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতলেন রিয়ুসুকে হামাগুচি। ‘ড্রাইভ মাই কার’ ছবির চিত্রনাট্যের জন্য সেরা হলেন তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক কারা হাসলেন শেষ হাসি:
পাম দর: টাইটেন, নির্মাতা জুলিয়া ডুকুরনো
গ্র্যান্ড প্রিক্স: অ্যা হিরো ও কমপার্টমেন্ট নম্বর সিক্স
জুরি প্রাইজ: ‘আহেদ স নি’ ও ‘মেমোরিয়া’
সেরা নির্মাতা: লিও কারাক্স (অ্যানেটে)
সেরা অভিনেতা: ক্যালেব ল্যান্দ্রি জোনস (নিট্রাম)
সেরা অভিনেত্রী: রেনেট রেইনসভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড)
সেরা চিত্রনাট্য: রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার)
ক্যামেরা দর: ‘মুরিনা’ (অ্যান্টোনেটা আলামত কুসিজানোভিচ)
শর্ট ফিল্ম পাম দর: টিয়ান জিয়া উ ইয়া (টাং ওয়াই)
বিশেষ জুরি (শর্ট ফিল্ম): চেউ ডে আগোস্তো (জাসমিন টেনুচি)

ফ্রান্সের জুলিয়া দুকুরনোর ‘টাইটেন’ ছবিটি ৭৪তম কান উৎসবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘স্বর্ণ পাম’ বা পাম দ্য’র জিতে নিয়েছে। এর ফলে কানের গত ২৮ বছর পর দ্বিতীয় নারী নির্মাতা হিসেবে জুলিয়া এ স্বাদ পেলেন। কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে কেবল জেন ক্যাম্পিয়ন স্বর্ণ পাম জিতেছেন ১৯৯৩ সালে। দ্বিতীয়বারের মতো কোনো নারী নির্মাতার ছবি স্বর্ণ পাম জিতে গেলো এবার। বিশ্ব সিনেমার তীর্থভূমি কানে (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সমাপনী আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়। নির্মাতা জুলিয়া ২০১১ সালে জুনিয়র স্বল্পদৈর্ঘ্য দিয়ে প্রথম কানে পুরস্কার জয় করেন। পরে প্রথম সিনেমা ‘গ্রেভ’ দিয়ে ২০১৬ সালে ফিপরেস্কি জয় করেন।
উৎসবে সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন প্রখ্যাত ফরাসি পরিচালক লিও ক্যারাক্স। ‘অ্যানেট’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা চিত্রনাট্যকারের পুরস্কার জিতলেন রিয়ুসুকে হামাগুচি। ‘ড্রাইভ মাই কার’ ছবির চিত্রনাট্যের জন্য সেরা হলেন তিনি।
এক নজরে দেখে নেওয়া যাক কারা হাসলেন শেষ হাসি:
পাম দর: টাইটেন, নির্মাতা জুলিয়া ডুকুরনো
গ্র্যান্ড প্রিক্স: অ্যা হিরো ও কমপার্টমেন্ট নম্বর সিক্স
জুরি প্রাইজ: ‘আহেদ স নি’ ও ‘মেমোরিয়া’
সেরা নির্মাতা: লিও কারাক্স (অ্যানেটে)
সেরা অভিনেতা: ক্যালেব ল্যান্দ্রি জোনস (নিট্রাম)
সেরা অভিনেত্রী: রেনেট রেইনসভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড)
সেরা চিত্রনাট্য: রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার)
ক্যামেরা দর: ‘মুরিনা’ (অ্যান্টোনেটা আলামত কুসিজানোভিচ)
শর্ট ফিল্ম পাম দর: টিয়ান জিয়া উ ইয়া (টাং ওয়াই)
বিশেষ জুরি (শর্ট ফিল্ম): চেউ ডে আগোস্তো (জাসমিন টেনুচি)

প্রখ্যাত চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রোববার দুপুর আনুমানিক ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
১৫ ঘণ্টা আগে
শাকিব খানকে নিয়ে আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। গত বছরের জুলাইয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় জানানো হয়েছিল, ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, রোজার ঈদে মুক্তি পাবে না প্রিন্স।
১ দিন আগে
গত ২৮ ডিসেম্বর সকালে রাজধানীতে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান তৌসিফ। এতে মাথায় গুরুতর আঘাত পান, প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথায় ২৭টি সেলাই দিতে হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, স্ট্রোক করেছিলেন তিনি। চিকিৎসা শেষে বৃহস্পতিবার কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন এই সংগীতশিল্পী।
১ দিন আগে
দুই দশকের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। এবার তিনি পর্দায় আসছেন পুলিশ কর্মকর্তা হয়ে। জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’ নামের স্বল্পদৈর্ঘ্যে এমন চরিত্রে অভিনয় করেছেন রুনা। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা জানান, কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মিত হয়েছে রক্তছায়া।
১ দিন আগে