বিনোদন ডেস্ক
তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সংসার পেতেছিলেন টালিউড নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। তবে সৃজিত-মিথিলার সম্পর্ক এখন কী পরিস্থিতিতে আছে, তা নিয়ে নানা জনের নানা মত। বহুদিন হলো একসঙ্গে দেখা যায় না সৃজিত-মিথিলাকে। গুঞ্জন আছে, তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গেছে। যদিও এ বিষয়ে মুখ খুলতে চান না সৃজিত কিংবা মিথিলা কেউই। তবে তাঁদের মধ্যে যে দূরত্ব বেড়েছে, তা স্পষ্ট।
মিথিলার পর সৃজিতের জীবনে এসেছে আরেক নায়িকা। অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে ইদানীং বেশ শোরগোল চলছে টালিউডে।
‘লহ গৌরাঙ্গের নাম রে’ নামে নতুন সিনেমা বানাচ্ছেন সৃজিত। তাতে অভিনয় করেছেন সুস্মিতা। শুটিংয়ের জন্য একসঙ্গে পুরীতে অনেকটা সময় কাটিয়েছেন সৃজিত-সুস্মিতা। সেখান থেকে পরিচালকের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা। ছবিতে সমুদ্রের ধারে বেশ রোমান্টিক মুহূর্তে দেখা যায় দুজনকে।
এই ছবির সূত্র ধরে টলিপাড়ায় কানাঘুষো শুরু হয়েছে, পরিচালক ও নায়িকা নাকি চুটিয়ে প্রেম করছেন! এমনকি এটাও শোনা যাচ্ছে, দুজনে পুরীতে একান্ত সময়ও কাটিয়েছেন।
গত শুক্রবার ছিল জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ার। সেখানেও সুস্মিতার সঙ্গে দেখা যায় সৃজিতকে। দুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
সেখানে তাঁদের প্রশ্ন করা হয়, তাঁরা কি সত্যিই প্রেম করছেন? প্রশ্ন শুনে হাসিমুখে সুস্মিতার দিকে তাকিয়ে সৃজিত বলেন, ‘সুস্মিতা কী বলবে তুমি?’ সুস্মিতা হাসতে হাসতে উত্তর দেন, ‘আমি আর কি বলব, আমরা দুজনে খুব ভালো বন্ধু। কয়েক দিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গেছি। যাঁরা যা কিছু বলছেন বা লিখছেন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না।’

তবে কি সুস্মিতার মেন্টর হয়ে উঠেছেন সৃজিত? কলকাতা টাইমসের এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘মেন্টর খুবই হাই-ফাই টার্ম। আমরা পরস্পরের সঙ্গে নিজেদের পছন্দের গান শেয়ার করি। বাইরে খেতে যাই। সিনেমা নিয়ে গল্প করি। সে আমাকে জোর করে সুশি খাওয়ায়, আমি তাঁকে চাইনিজ খাবার খেতে উৎসাহিত করি।’

আর সুস্মিতা বললেন, ‘লোকে অকারণে গসিপ করে। কিন্তু আমি বুঝতে পারি না, একটি বন্ধুত্ব যখন আমাকে সমৃদ্ধ করছে, সেটা কেন লুকাতে যাব? যদি লুকানোর মতো আসলেই কিছু থাকত, তাহলে কি আমরা একসঙ্গে প্রিমিয়ারে যেতাম? এভাবে এত প্রকাশ্যে একসঙ্গে ঘুরে বেড়াতাম?’
এর আগেও সৃজিত মুখার্জির সঙ্গে একাধিক নায়িকার প্রেমের কথা শোনা গেছে। যাঁদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখার্জি ও ঋতাভরী চক্রবর্তী। তবে সেই প্রেম না টিকলেও প্রাক্তনদের সঙ্গে এখনো সৃজিতের সম্পর্ক ভালো।
আরও খবর পড়ুন:

তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সংসার পেতেছিলেন টালিউড নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে। তবে সৃজিত-মিথিলার সম্পর্ক এখন কী পরিস্থিতিতে আছে, তা নিয়ে নানা জনের নানা মত। বহুদিন হলো একসঙ্গে দেখা যায় না সৃজিত-মিথিলাকে। গুঞ্জন আছে, তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গেছে। যদিও এ বিষয়ে মুখ খুলতে চান না সৃজিত কিংবা মিথিলা কেউই। তবে তাঁদের মধ্যে যে দূরত্ব বেড়েছে, তা স্পষ্ট।
মিথিলার পর সৃজিতের জীবনে এসেছে আরেক নায়িকা। অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিতের প্রেম নিয়ে ইদানীং বেশ শোরগোল চলছে টালিউডে।
‘লহ গৌরাঙ্গের নাম রে’ নামে নতুন সিনেমা বানাচ্ছেন সৃজিত। তাতে অভিনয় করেছেন সুস্মিতা। শুটিংয়ের জন্য একসঙ্গে পুরীতে অনেকটা সময় কাটিয়েছেন সৃজিত-সুস্মিতা। সেখান থেকে পরিচালকের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা। ছবিতে সমুদ্রের ধারে বেশ রোমান্টিক মুহূর্তে দেখা যায় দুজনকে।
এই ছবির সূত্র ধরে টলিপাড়ায় কানাঘুষো শুরু হয়েছে, পরিচালক ও নায়িকা নাকি চুটিয়ে প্রেম করছেন! এমনকি এটাও শোনা যাচ্ছে, দুজনে পুরীতে একান্ত সময়ও কাটিয়েছেন।
গত শুক্রবার ছিল জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ার। সেখানেও সুস্মিতার সঙ্গে দেখা যায় সৃজিতকে। দুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
সেখানে তাঁদের প্রশ্ন করা হয়, তাঁরা কি সত্যিই প্রেম করছেন? প্রশ্ন শুনে হাসিমুখে সুস্মিতার দিকে তাকিয়ে সৃজিত বলেন, ‘সুস্মিতা কী বলবে তুমি?’ সুস্মিতা হাসতে হাসতে উত্তর দেন, ‘আমি আর কি বলব, আমরা দুজনে খুব ভালো বন্ধু। কয়েক দিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গেছি। যাঁরা যা কিছু বলছেন বা লিখছেন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না।’

তবে কি সুস্মিতার মেন্টর হয়ে উঠেছেন সৃজিত? কলকাতা টাইমসের এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘মেন্টর খুবই হাই-ফাই টার্ম। আমরা পরস্পরের সঙ্গে নিজেদের পছন্দের গান শেয়ার করি। বাইরে খেতে যাই। সিনেমা নিয়ে গল্প করি। সে আমাকে জোর করে সুশি খাওয়ায়, আমি তাঁকে চাইনিজ খাবার খেতে উৎসাহিত করি।’

আর সুস্মিতা বললেন, ‘লোকে অকারণে গসিপ করে। কিন্তু আমি বুঝতে পারি না, একটি বন্ধুত্ব যখন আমাকে সমৃদ্ধ করছে, সেটা কেন লুকাতে যাব? যদি লুকানোর মতো আসলেই কিছু থাকত, তাহলে কি আমরা একসঙ্গে প্রিমিয়ারে যেতাম? এভাবে এত প্রকাশ্যে একসঙ্গে ঘুরে বেড়াতাম?’
এর আগেও সৃজিত মুখার্জির সঙ্গে একাধিক নায়িকার প্রেমের কথা শোনা গেছে। যাঁদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখার্জি ও ঋতাভরী চক্রবর্তী। তবে সেই প্রেম না টিকলেও প্রাক্তনদের সঙ্গে এখনো সৃজিতের সম্পর্ক ভালো।
আরও খবর পড়ুন:

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৩ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে