বিনোদন প্রতিবেদক, ঢাকা

গত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
ছোট পর্দার অনেক অভিনেত্রী দু-একটি বাণিজ্যিক সিনেমা করলেও পরে আর নিয়মিত হননি। অথবা বলা চলে, সিনেমায় নিজেদের অবস্থান ধরে রাখতে পারেননি। তাই সাবিলাকে নিয়েও পুরোনো সেই শঙ্কা আছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা জানালেন, পরিকল্পনা করেই তিনি সিনেমার অঙ্গনে পা রেখেছেন। সিনেমায় তিনি বেড়াতে আসেননি। বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছা তাঁর।
তাণ্ডব সিনেমার শুটিং থেকে শুরু করে প্রচার—সব মিলিয়ে গত কয়েকটা মাস ব্যস্ত সময় গেছে সাবিলার। নিজেকে চাঙা করতে গেছেন ভ্রমণে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে পোস্ট করছেন। আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। সেখান থেকেই সাবিলা জানালেন সিনেমা নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
সাবিলা নূর বলেন, ‘গত কয়েক বছর দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। এ বিষয়টি আমাকে উৎসাহিত করেছে সিনেমার প্রতি। আমার মনে হয়, সিনেমার খুব ভালো একটা সময় এসেছে। ভবিষ্যতে আরও ভালো সময় আসবে। ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি হবে। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুব আশাবাদী। আমি সিনেমায় বেড়াতে আসিনি। ভালো ভালো সিনেমা করতে চাই। ইচ্ছা আছে বছরে দুটি সিনেমায় অভিনয় করার।’
সাবিলার মতে, সিনেমা হচ্ছে একজন শিল্পীর জন্য নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মাধ্যম। অভিনেত্রী বলেন, ‘নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন আর্টিস্টের কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। কারণ নাটকে সময়ের একটা বিষয় থাকে। দুই থেকে তিন দিন কিংবা বড় বাজেটের নাটক হলে সর্বোচ্চ ছয়-সাত দিনে নাটকের শুটিং শেষ করতে হয়। কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়। শুটিংও হয় সময় নিয়ে। তাই পারফরমার হিসেবে আমার কাছে সিনেমা খুব ভালো প্ল্যাটফর্ম। আমি চাই এখানে নিয়মিত তে।’

গত কোরবানির ঈদে বাণিজ্যিক সিনেমায় অভিষেক হয় সাবিলা নূরের। রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় তাঁকে দেখা গেছে শাকিব খানের বিপরীতে। ইন্ডাস্ট্রির নতুন মুখ হিসেবে সাবিলা হতে পারেন নির্মাতাদের ভরসার নাম। তাই অনেকের মত, সাবিলার উচিত সিনেমায় নিয়মিত হওয়া।
ছোট পর্দার অনেক অভিনেত্রী দু-একটি বাণিজ্যিক সিনেমা করলেও পরে আর নিয়মিত হননি। অথবা বলা চলে, সিনেমায় নিজেদের অবস্থান ধরে রাখতে পারেননি। তাই সাবিলাকে নিয়েও পুরোনো সেই শঙ্কা আছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা জানালেন, পরিকল্পনা করেই তিনি সিনেমার অঙ্গনে পা রেখেছেন। সিনেমায় তিনি বেড়াতে আসেননি। বছরে কমপক্ষে দুটি সিনেমায় কাজ করার ইচ্ছা তাঁর।
তাণ্ডব সিনেমার শুটিং থেকে শুরু করে প্রচার—সব মিলিয়ে গত কয়েকটা মাস ব্যস্ত সময় গেছে সাবিলার। নিজেকে চাঙা করতে গেছেন ভ্রমণে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে পোস্ট করছেন। আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। সেখান থেকেই সাবিলা জানালেন সিনেমা নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
সাবিলা নূর বলেন, ‘গত কয়েক বছর দর্শক প্রতি উৎসবেই আগ্রহ নিয়ে সিনেমা দেখছে। এ বিষয়টি আমাকে উৎসাহিত করেছে সিনেমার প্রতি। আমার মনে হয়, সিনেমার খুব ভালো একটা সময় এসেছে। ভবিষ্যতে আরও ভালো সময় আসবে। ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি হবে। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুব আশাবাদী। আমি সিনেমায় বেড়াতে আসিনি। ভালো ভালো সিনেমা করতে চাই। ইচ্ছা আছে বছরে দুটি সিনেমায় অভিনয় করার।’
সাবিলার মতে, সিনেমা হচ্ছে একজন শিল্পীর জন্য নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মাধ্যম। অভিনেত্রী বলেন, ‘নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন আর্টিস্টের কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা। কারণ নাটকে সময়ের একটা বিষয় থাকে। দুই থেকে তিন দিন কিংবা বড় বাজেটের নাটক হলে সর্বোচ্চ ছয়-সাত দিনে নাটকের শুটিং শেষ করতে হয়। কিন্তু সিনেমায় চরিত্র অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে লম্বা সময় পাওয়া যায়। শুটিংও হয় সময় নিয়ে। তাই পারফরমার হিসেবে আমার কাছে সিনেমা খুব ভালো প্ল্যাটফর্ম। আমি চাই এখানে নিয়মিত তে।’

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
৫ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৭ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১৭ ঘণ্টা আগে