কান থেকে পার্থ সনজয়

আজ শুরু হচ্ছে ৭৪তম কান চলচ্চিত্র উৎসব। মহামারির পর এটাই প্রথম কোনো বড় চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে লিওস ক্যারাক্সের ‘আনেত্তে’ ছবি দিয়ে উৎসব শুরু হবে। পরদিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। বাংলাদেশ থেকে প্রথমবার কানের অফিশিয়াল বিভাগ আঁ সার্তেইন রিগার্দে স্থান পাওয়া ছবি এটি।
কানের ডেবুসি থিয়েটারে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তাঁরা এরই মধ্যে প্যারিসে কোয়ারেন্টিন শেষ করে যোগ দিয়েছেন উৎসবে।
এবারের কান উৎসবে রয়েছে বাড়তি সতর্কতা। বাতিল করা হয়েছে গভীর রাতের পার্টিগুলো। মেনে চলতে হবে সামাজিক বিধিনিষেধ। গালা ইভেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা নামিয়ে আনা হয়েছে অর্ধেকে। উৎসব হবে প্লাস্টিকবিহীন। থাকবে অনেক ইলেকট্রিক কার। রিসাইকেল বস্তু দিয়ে তৈরি হয়েছে এবারের রেড কার্পেট।
২৪ জন বিচারক থাকছেন উৎসবে। নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পরিচালক স্পাইক লি। কৃষ্ণাঙ্গ কোনো বিচারক হিসেবে কানে তিনিই প্রথম। সম্মাননা দেওয়া হচ্ছে মার্কিন অভিনেত্রী ও পরিচালক জুডি ফস্টারকে। ম্যাট ডেমনের নতুন থ্রিলার ‘স্টিল ওয়াটার’–এরও প্রিমিয়ার হবে কানে। গতবার উৎসব বাতিল হওয়ায় এবার পাম ডি’অর বা স্বর্ণপামের জন্য লড়াইটা বেশ কঠিন হবে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের অনেকেই কানে হাজির থাকছেন তাঁদের নতুন ছবি নিয়ে।
আঁ সার্তেইন রিগার্দ ছাড়াও উৎসবের ছবির বাজার মার্শে দ্যু ফিল্মে থাকছে বাংলাদেশের বেশ কয়টি ছবি। ডকস ইন প্রগ্রেসে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশ প্রেজেন্ট করছে ‘সাউথ এশিয়ান শোকেস’। তাতে দক্ষিণ এশিয়ার চার প্রামাণ্যচিত্রের মধ্যে থাকছে বাংলাদেশের তাহরিমা খানমের ‘মুন্নী’। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘থার্টিন ডেসটিনেশনস অব আ ট্রাভেলার’-এর বাংলাদেশি প্রযোজক মোখলেসুর রহমান তালুকদার যোগ দিচ্ছেন উৎসবে। নিউইয়র্ক থেকে উৎসবে যোগ দিচ্ছেন আইএফআইবির প্রেসিডেন্ট সামিয়া জামানও।
মার্শে দ্যু ফিল্মে কো প্রোডাকশন ডে-তে উপস্থাপিত হচ্ছে আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ প্রযোজিত নুহাশ হুমায়ূনের সিনেমা প্রকল্প ‘মুভিং বাংলাদেশ’। উৎসবের লা ফেব্রিকে ভারত-বাংলাদেশের যৌথ সিনেমা প্রকল্প ‘সলো’ নিয়ে থাকছেন ‘গুপী বাঘা’ প্রযোজনা সংস্থার আরিফুর রহমান। তবে সব ছাপিয়ে অফিশিয়াল সিলেকশনে ‘রেহানা মরিয়ম নূর’-ই এবারের উৎসবে বাংলাদেশের ‘ট্যাগলাইন’!

আজ শুরু হচ্ছে ৭৪তম কান চলচ্চিত্র উৎসব। মহামারির পর এটাই প্রথম কোনো বড় চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে লিওস ক্যারাক্সের ‘আনেত্তে’ ছবি দিয়ে উৎসব শুরু হবে। পরদিন দেখানো হবে ‘রেহানা মরিয়ম নূর’। বাংলাদেশ থেকে প্রথমবার কানের অফিশিয়াল বিভাগ আঁ সার্তেইন রিগার্দে স্থান পাওয়া ছবি এটি।
কানের ডেবুসি থিয়েটারে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ছবির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তাঁরা এরই মধ্যে প্যারিসে কোয়ারেন্টিন শেষ করে যোগ দিয়েছেন উৎসবে।
এবারের কান উৎসবে রয়েছে বাড়তি সতর্কতা। বাতিল করা হয়েছে গভীর রাতের পার্টিগুলো। মেনে চলতে হবে সামাজিক বিধিনিষেধ। গালা ইভেন্টে অংশগ্রহণকারীর সংখ্যা নামিয়ে আনা হয়েছে অর্ধেকে। উৎসব হবে প্লাস্টিকবিহীন। থাকবে অনেক ইলেকট্রিক কার। রিসাইকেল বস্তু দিয়ে তৈরি হয়েছে এবারের রেড কার্পেট।
২৪ জন বিচারক থাকছেন উৎসবে। নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পরিচালক স্পাইক লি। কৃষ্ণাঙ্গ কোনো বিচারক হিসেবে কানে তিনিই প্রথম। সম্মাননা দেওয়া হচ্ছে মার্কিন অভিনেত্রী ও পরিচালক জুডি ফস্টারকে। ম্যাট ডেমনের নতুন থ্রিলার ‘স্টিল ওয়াটার’–এরও প্রিমিয়ার হবে কানে। গতবার উৎসব বাতিল হওয়ায় এবার পাম ডি’অর বা স্বর্ণপামের জন্য লড়াইটা বেশ কঠিন হবে। বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের অনেকেই কানে হাজির থাকছেন তাঁদের নতুন ছবি নিয়ে।
আঁ সার্তেইন রিগার্দ ছাড়াও উৎসবের ছবির বাজার মার্শে দ্যু ফিল্মে থাকছে বাংলাদেশের বেশ কয়টি ছবি। ডকস ইন প্রগ্রেসে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশ প্রেজেন্ট করছে ‘সাউথ এশিয়ান শোকেস’। তাতে দক্ষিণ এশিয়ার চার প্রামাণ্যচিত্রের মধ্যে থাকছে বাংলাদেশের তাহরিমা খানমের ‘মুন্নী’। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ‘থার্টিন ডেসটিনেশনস অব আ ট্রাভেলার’-এর বাংলাদেশি প্রযোজক মোখলেসুর রহমান তালুকদার যোগ দিচ্ছেন উৎসবে। নিউইয়র্ক থেকে উৎসবে যোগ দিচ্ছেন আইএফআইবির প্রেসিডেন্ট সামিয়া জামানও।
মার্শে দ্যু ফিল্মে কো প্রোডাকশন ডে-তে উপস্থাপিত হচ্ছে আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ প্রযোজিত নুহাশ হুমায়ূনের সিনেমা প্রকল্প ‘মুভিং বাংলাদেশ’। উৎসবের লা ফেব্রিকে ভারত-বাংলাদেশের যৌথ সিনেমা প্রকল্প ‘সলো’ নিয়ে থাকছেন ‘গুপী বাঘা’ প্রযোজনা সংস্থার আরিফুর রহমান। তবে সব ছাপিয়ে অফিশিয়াল সিলেকশনে ‘রেহানা মরিয়ম নূর’-ই এবারের উৎসবে বাংলাদেশের ‘ট্যাগলাইন’!

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
৫ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
৫ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৫ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৬ ঘণ্টা আগে