বিনোদন প্রতিবেদক

ঢাকা: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন ধরে বড় পর্দায় নেই। তবে পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ দুটি দিয়েই সিনেমা হলে ফিরতে চান এই অভিনেত্রী। তবে এখনো সিনেমার কাজ শেষ না হওয়ায় হতাশ পূর্ণিমা।
পূর্ণিমা বলেন, ‘গাঙচিল সিনেমার কাজ প্রায় শেষ। মাত্র সাত দিন শুটিং করলেই শেষ হয়ে যেত। আমি যেকোনো সময় শিডিউল চাইলে দিতে পারি। কিন্তু কেন যে সিনেমাটির কাজ শেষ করছে না, বুঝতে পারছি না। আদৌ শেষ করবে কি না, তা–ও আমি জানি না। আর ‘জ্যাম’ তো বন্ধই হয়ে গেল। যতটুকু জেনেছি, মনে হয় না ছবিটার কাজ আর হবে।’
পূর্ণিমা আরও বলেন, ‘প্রযোজকেরা হয়তো চাইছেন না ছবিটি শেষ করতে। কারণ, যে বাজেট ছিল তা এরই মধ্যে অতিক্রম করেছে। যার কারণে প্রযোজক আর লগ্নি করতে চাইছেন না।’
‘জ্যাম’ সিনেমায় পূর্ণিমা জুটি বেঁধেছেন আরিফিন শুভর সঙ্গে। এর আগেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু সিনেমাহল পর্যন্ত পৌঁছুতে পারেননি। পূর্ণিমার কণ্ঠে আক্ষেপ, ‘আমার খুবই ব্যাড লাক! শুভর সঙ্গে এর আগে ছায়াছবি নামে একটা সিনেমা করেছিলাম। সেটি এখনো মুক্তি পায়নি।’
‘ছায়াছবি’র মুক্তি অনিশ্চিত। একই পরিস্থিতি ‘জ্যাম’ এর ক্ষেত্রেও।
পূর্ণিমা বলছেন,
বারবার শুভর সঙ্গে এমন বাজে অভিজ্ঞতা কেন হয়, তা বুঝতে পারছি না। ওর সঙ্গে আমার সিনেমা ভাগ্য খুবই খারাপ। এখন অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছি। এরপর থেকে আর কেউ আমাদের দুজনকে একসঙ্গে চাইবেন বলেও মনে হয় না।
চলতি বছর পূর্ণিমা একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘মুন্সিগিরি’ সিনেমায় দেখা যাবে পূর্ণিমাকে। এ নিয়ে নায়িকা বলেন, ‘সিনেমাটির কাজ শেষ করেছি অনেক দিন হয়েছে। এখন যতটুকু জানি, সম্পাদনার কাজ চলছে।’
কিন্তু ‘মুন্সিগিরি’ সিনেমায় কাজ করে পূর্ণিমা সন্তুষ্ট নন। বলেন তিনি, ‘প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করলাম। কিন্তু কাজটি করতে গিয়ে মোটেও তৃপ্তি পাইনি। চার দিনের মতো শুটিং করেছি। সময়মতো সেটে গিয়েছি। কিন্তু কাজটা করার পর মনে হলো হয়তো আমি আরও ভালো করতে পারতাম। সত্যি বলতে আমার মনঃপূত হয়নি।’
এদিকে লকডাউন শুরু হওয়ার কিছুদিন আগেই পূর্ণিমা রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র শুটিং করেছেন। এ শোয়ে বিচারক তিনি। রাজধানীর অদূরে গাজীপুরে গত মার্চে মাসব্যাপী শুটিং হয়েছে। এর আগেও একই অনুষ্ঠানের বিচারক ছিলেন পূর্ণিমা।

ঢাকা: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন ধরে বড় পর্দায় নেই। তবে পূর্ণিমা অভিনীত দুটি সিনেমা ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ দুটি দিয়েই সিনেমা হলে ফিরতে চান এই অভিনেত্রী। তবে এখনো সিনেমার কাজ শেষ না হওয়ায় হতাশ পূর্ণিমা।
পূর্ণিমা বলেন, ‘গাঙচিল সিনেমার কাজ প্রায় শেষ। মাত্র সাত দিন শুটিং করলেই শেষ হয়ে যেত। আমি যেকোনো সময় শিডিউল চাইলে দিতে পারি। কিন্তু কেন যে সিনেমাটির কাজ শেষ করছে না, বুঝতে পারছি না। আদৌ শেষ করবে কি না, তা–ও আমি জানি না। আর ‘জ্যাম’ তো বন্ধই হয়ে গেল। যতটুকু জেনেছি, মনে হয় না ছবিটার কাজ আর হবে।’
পূর্ণিমা আরও বলেন, ‘প্রযোজকেরা হয়তো চাইছেন না ছবিটি শেষ করতে। কারণ, যে বাজেট ছিল তা এরই মধ্যে অতিক্রম করেছে। যার কারণে প্রযোজক আর লগ্নি করতে চাইছেন না।’
‘জ্যাম’ সিনেমায় পূর্ণিমা জুটি বেঁধেছেন আরিফিন শুভর সঙ্গে। এর আগেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। কিন্তু সিনেমাহল পর্যন্ত পৌঁছুতে পারেননি। পূর্ণিমার কণ্ঠে আক্ষেপ, ‘আমার খুবই ব্যাড লাক! শুভর সঙ্গে এর আগে ছায়াছবি নামে একটা সিনেমা করেছিলাম। সেটি এখনো মুক্তি পায়নি।’
‘ছায়াছবি’র মুক্তি অনিশ্চিত। একই পরিস্থিতি ‘জ্যাম’ এর ক্ষেত্রেও।
পূর্ণিমা বলছেন,
বারবার শুভর সঙ্গে এমন বাজে অভিজ্ঞতা কেন হয়, তা বুঝতে পারছি না। ওর সঙ্গে আমার সিনেমা ভাগ্য খুবই খারাপ। এখন অনেকটাই আগ্রহ হারিয়ে ফেলেছি। এরপর থেকে আর কেউ আমাদের দুজনকে একসঙ্গে চাইবেন বলেও মনে হয় না।
চলতি বছর পূর্ণিমা একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘মুন্সিগিরি’ সিনেমায় দেখা যাবে পূর্ণিমাকে। এ নিয়ে নায়িকা বলেন, ‘সিনেমাটির কাজ শেষ করেছি অনেক দিন হয়েছে। এখন যতটুকু জানি, সম্পাদনার কাজ চলছে।’
কিন্তু ‘মুন্সিগিরি’ সিনেমায় কাজ করে পূর্ণিমা সন্তুষ্ট নন। বলেন তিনি, ‘প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করলাম। কিন্তু কাজটি করতে গিয়ে মোটেও তৃপ্তি পাইনি। চার দিনের মতো শুটিং করেছি। সময়মতো সেটে গিয়েছি। কিন্তু কাজটা করার পর মনে হলো হয়তো আমি আরও ভালো করতে পারতাম। সত্যি বলতে আমার মনঃপূত হয়নি।’
এদিকে লকডাউন শুরু হওয়ার কিছুদিন আগেই পূর্ণিমা রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র শুটিং করেছেন। এ শোয়ে বিচারক তিনি। রাজধানীর অদূরে গাজীপুরে গত মার্চে মাসব্যাপী শুটিং হয়েছে। এর আগেও একই অনুষ্ঠানের বিচারক ছিলেন পূর্ণিমা।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৩৪ মিনিট আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৩৮ মিনিট আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৪১ মিনিট আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
৪৩ মিনিট আগে