
সুন্দরবনজীবীদের কাছে পূজিত এক নারীশক্তি ‘বনবিবি’। যেসব জেলে, বাওয়ালি কিংবা মৌয়ালরা সুন্দরবনে যান জীবিকার প্রয়োজনে, তাঁদের কাছে বনবিবি হচ্ছেন সুরক্ষা দেবী। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন-ঘনিষ্ঠ লোকালয়ে বনবিবিকে নিয়ে ছড়িয়ে আছে নানা গল্প, উপকথা। এই চরিত্রের আবহ এবার উঠে আসছে বড় পর্দায়। কলকাতায় তৈরি হচ্ছে বনবিবিকে নিয়ে ছবি ‘বনবিবি’।
ছবিটি বানাচ্ছেন রাজদীপ ঘোষ। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রোহিত সৌম্য। অন্নপূর্ণা বসু ও রোহিত সৌম্যর সংলাপে নির্মিত ‘বনবিবি’ প্রযোজনা করছেন রানা সরকার ও সায়নদীপ ধর। প্রযোজক রানা সরকার জানান, ভারতে সুন্দরবন এবং সংলগ্ন অঞ্চলে ছবিটির শুটিং চলছে। চিত্রগ্রহণে আছেন সুপ্রিয় দত্ত।
‘বনবিবি’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। ছবিতে তিনি আছেন রেশম চরিত্রে, যে একজন ‘বাঘ-বিধবা’। বছর তিনেক আগে তার স্বামীকে বাঘে নিয়ে যায়। স্বামীর মৃতদেহও খুঁজে পাওয়া যায়নি। সুন্দরবনে যেসব বিদেশি আসেন পর্যটক হয়ে, তাঁদের গাইড হিসেবে কাজ করে রেশম। সে স্বনির্ভর ও আত্মবিশ্বাসী।
‘বনবিবি’ ছবিতে আরও আছেন আর্য দাশগুপ্ত, দিব্যেন্দু ভট্টাচার্য, রূপাঞ্জনা মিত্র, মিশকা হালিম, দীপান্বিতা নাথ এবং একটি বিশেষ চরিত্রে সোহিনী সরকার। সুন্দরবন অঞ্চলের জীবন-জীবিকা, লোককথা ও অপরাধের গল্প উঠে আসবে ছবিতে। পাওয়া যাবে সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা।
বনবিবির যাত্রাপালায় গান একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই ‘বনবিবি’ ছবিতে থাকবে এমন কিছু গান। সংগীত পরিচালনা করবেন সৌম্যদীপ শিকদার। গান গাইবেন সাহানা বাজপেয়ী, সোমলতা আচার্য চৌধুরীর মতো শিল্পীরা।
প্রযোজক রানা সরকার আশা করছেন, ‘বনবিবি’ হবে আগামী বছরের অন্যতম আলোচিত ছবি। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছবিটি নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হবে বলে আশা তাঁর। কোনো ওটিটি প্ল্যাটফর্ম নয়, ‘বনবিবি’ মুক্তি পাবে বড় পর্দায়—জানিয়েছেন প্রযোজক।

সুন্দরবনজীবীদের কাছে পূজিত এক নারীশক্তি ‘বনবিবি’। যেসব জেলে, বাওয়ালি কিংবা মৌয়ালরা সুন্দরবনে যান জীবিকার প্রয়োজনে, তাঁদের কাছে বনবিবি হচ্ছেন সুরক্ষা দেবী। বাংলাদেশ ও ভারতের সুন্দরবন-ঘনিষ্ঠ লোকালয়ে বনবিবিকে নিয়ে ছড়িয়ে আছে নানা গল্প, উপকথা। এই চরিত্রের আবহ এবার উঠে আসছে বড় পর্দায়। কলকাতায় তৈরি হচ্ছে বনবিবিকে নিয়ে ছবি ‘বনবিবি’।
ছবিটি বানাচ্ছেন রাজদীপ ঘোষ। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রোহিত সৌম্য। অন্নপূর্ণা বসু ও রোহিত সৌম্যর সংলাপে নির্মিত ‘বনবিবি’ প্রযোজনা করছেন রানা সরকার ও সায়নদীপ ধর। প্রযোজক রানা সরকার জানান, ভারতে সুন্দরবন এবং সংলগ্ন অঞ্চলে ছবিটির শুটিং চলছে। চিত্রগ্রহণে আছেন সুপ্রিয় দত্ত।
‘বনবিবি’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। ছবিতে তিনি আছেন রেশম চরিত্রে, যে একজন ‘বাঘ-বিধবা’। বছর তিনেক আগে তার স্বামীকে বাঘে নিয়ে যায়। স্বামীর মৃতদেহও খুঁজে পাওয়া যায়নি। সুন্দরবনে যেসব বিদেশি আসেন পর্যটক হয়ে, তাঁদের গাইড হিসেবে কাজ করে রেশম। সে স্বনির্ভর ও আত্মবিশ্বাসী।
‘বনবিবি’ ছবিতে আরও আছেন আর্য দাশগুপ্ত, দিব্যেন্দু ভট্টাচার্য, রূপাঞ্জনা মিত্র, মিশকা হালিম, দীপান্বিতা নাথ এবং একটি বিশেষ চরিত্রে সোহিনী সরকার। সুন্দরবন অঞ্চলের জীবন-জীবিকা, লোককথা ও অপরাধের গল্প উঠে আসবে ছবিতে। পাওয়া যাবে সব প্রতিবন্ধকতা ডিঙিয়ে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা।
বনবিবির যাত্রাপালায় গান একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই ‘বনবিবি’ ছবিতে থাকবে এমন কিছু গান। সংগীত পরিচালনা করবেন সৌম্যদীপ শিকদার। গান গাইবেন সাহানা বাজপেয়ী, সোমলতা আচার্য চৌধুরীর মতো শিল্পীরা।
প্রযোজক রানা সরকার আশা করছেন, ‘বনবিবি’ হবে আগামী বছরের অন্যতম আলোচিত ছবি। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছবিটি নিয়ে যথেষ্ট কৌতূহল তৈরি হবে বলে আশা তাঁর। কোনো ওটিটি প্ল্যাটফর্ম নয়, ‘বনবিবি’ মুক্তি পাবে বড় পর্দায়—জানিয়েছেন প্রযোজক।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
২ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
৩ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
৩ ঘণ্টা আগে