
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মার্শে দ্যু ফিল্ম’-এ তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘মুন্নি’। বিভাগের ‘থিঙ্ক-ফিল্ম ইমপেক্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে তথ্যচিত্রটি। মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ৫টায় ‘কানডকস-এর ডকস ইন প্রোগ্রেস (যেসব ছবির কাজ পুরোপুরি শেষ হয়নি) বিভাগের এই পুরস্কার ঘোষণা হয়।
‘মুন্নি’ তথ্যচিত্রটির দৈর্ঘ্য ৯০ মিনিট। আবু শাহেদ ইমনের প্রযোজনায় এটি বানিয়েছেন তাহরিমা খান। এবারের উৎসবে যেতে পারেননি তথ্যচিত্রটির নির্মাতা ও প্রযোজক। তবে জুম-এর মাধ্যমে উৎসবে যোগ দিয়েছেন তাঁরা। নির্মাতা তাহরিমা খান বলেন, ‘আমি খুবই আনন্দিত। ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করে ২০২২ সালের শুরুর দিকে এটি প্রদর্শনের ইচ্ছা আছে। আমি মনে করি, আমার এই প্রাপ্তি, আমার নির্মাণ সবাইকে অনুপ্রেরণা জোগাবে।’
বাংলাদেশের ‘মুন্নি’ নির্মিত হয়েছে টাঙ্গাইলের একদল কিশোরী ফুটবল খেলোয়াড় ও তাদের প্রশিক্ষক কামরুন্নাহার মুন্নিকে ঘিরে। শিক্ষকতার পাশাপাশি ৩০ জন টিনএজারকে ফুটবল প্রশিক্ষণ দেন মুন্নি। তিনি শুধু ফুটবল খেলোয়াড় হিসেবে সবাইকে তৈরি করছেন না, তারা যাতে দৃঢ় মানসিকতা নিয়ে বড় হয়, সে লক্ষ্যেও কাজ করছেন। ইয়াং ফুটবলারদের সংগ্রাম উঠে আসবে এতে।
‘কানডকস’-এ এবারই প্রথম সাউথ এশিয়ান শোকেসে চারটি ছবি নিয়ে আসে ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ অব বাংলাদেশ, আইএফআইবি। চারটি ছবির মধ্যে বাংলাদেশের মুন্নি ছাড়াও রয়েছে আফগানিস্তানের ‘বার্ডস স্ট্রিট’, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘থার্টিন ডেসটিনেশনস অব আ ট্র্যাভেলার’ এবং নেপালের ‘দেবী’৷ এর মধ্যে দেবী পেয়েছে ‘অনারারি মেনশন’ এবং মুন্নি পেয়েছে ‘থিঙ্ক-ফিল্ম ইমপেক্ট’ অ্যাওয়ার্ড।

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মার্শে দ্যু ফিল্ম’-এ তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘মুন্নি’। বিভাগের ‘থিঙ্ক-ফিল্ম ইমপেক্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে তথ্যচিত্রটি। মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ৫টায় ‘কানডকস-এর ডকস ইন প্রোগ্রেস (যেসব ছবির কাজ পুরোপুরি শেষ হয়নি) বিভাগের এই পুরস্কার ঘোষণা হয়।
‘মুন্নি’ তথ্যচিত্রটির দৈর্ঘ্য ৯০ মিনিট। আবু শাহেদ ইমনের প্রযোজনায় এটি বানিয়েছেন তাহরিমা খান। এবারের উৎসবে যেতে পারেননি তথ্যচিত্রটির নির্মাতা ও প্রযোজক। তবে জুম-এর মাধ্যমে উৎসবে যোগ দিয়েছেন তাঁরা। নির্মাতা তাহরিমা খান বলেন, ‘আমি খুবই আনন্দিত। ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করে ২০২২ সালের শুরুর দিকে এটি প্রদর্শনের ইচ্ছা আছে। আমি মনে করি, আমার এই প্রাপ্তি, আমার নির্মাণ সবাইকে অনুপ্রেরণা জোগাবে।’
বাংলাদেশের ‘মুন্নি’ নির্মিত হয়েছে টাঙ্গাইলের একদল কিশোরী ফুটবল খেলোয়াড় ও তাদের প্রশিক্ষক কামরুন্নাহার মুন্নিকে ঘিরে। শিক্ষকতার পাশাপাশি ৩০ জন টিনএজারকে ফুটবল প্রশিক্ষণ দেন মুন্নি। তিনি শুধু ফুটবল খেলোয়াড় হিসেবে সবাইকে তৈরি করছেন না, তারা যাতে দৃঢ় মানসিকতা নিয়ে বড় হয়, সে লক্ষ্যেও কাজ করছেন। ইয়াং ফুটবলারদের সংগ্রাম উঠে আসবে এতে।
‘কানডকস’-এ এবারই প্রথম সাউথ এশিয়ান শোকেসে চারটি ছবি নিয়ে আসে ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ অব বাংলাদেশ, আইএফআইবি। চারটি ছবির মধ্যে বাংলাদেশের মুন্নি ছাড়াও রয়েছে আফগানিস্তানের ‘বার্ডস স্ট্রিট’, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘থার্টিন ডেসটিনেশনস অব আ ট্র্যাভেলার’ এবং নেপালের ‘দেবী’৷ এর মধ্যে দেবী পেয়েছে ‘অনারারি মেনশন’ এবং মুন্নি পেয়েছে ‘থিঙ্ক-ফিল্ম ইমপেক্ট’ অ্যাওয়ার্ড।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
২ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
২ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
২ ঘণ্টা আগে