
মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসীর মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। এই উপন্যাস অবলম্বনে ছবি বানাচ্ছেন কাজী হায়াৎ। উপন্যাসের নামেই হবে ছবির নাম। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি নির্মাতা কাজী হায়াতের ৫১তম ছবি। আগামীকাল (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে শুটিং। এতে প্রথমবারের মতো বাপ্পীর সঙ্গে জুটি বাঁধছেন জাহারা মিতু।
এই ছবির মাধ্যমে অনেক দিন পর শুটিংয়ে ফিরছেন কাজী হায়াৎ। তিনি জানান, শুটিং শুরু হবে এফডিসিতে। সপ্তাহখানেক চলবে প্রথম লটের শুটিং। শুরুর লটে বাপ্পী ও জাহারা মিতু দুজনেই থাকছেন।
লকডাউন এবং ঈদের ছুটির কারণে দীর্ঘ সময় ক্যামেরার সামনে দাঁড়াননি বাপ্পী। এই ছবির মাধ্যমে তিনিও শুটিংয়ে ফিরছেন। বাপ্পী অভিনীত ৩০টির বেশি ছবি মুক্তি পেয়েছে। এবারই প্রথম তিনি কাজী হায়াতের নির্দেশনায় কাজ করবেন। এ বিষয়ে বাপ্পী বলেন, ‘কাজী হায়াতের মতো নির্মাতার ছবিতে অভিনয় করাটা সত্যিই গর্বের। আশা করছি, আমার ক্যারিয়ারের একটা মাইলফলক হয়ে থাকবে ছবিটি। তা ছাড়া মুনতাসীর মামুন স্যারের উপন্যাসে কাজ করতে পারছি, এটাও অন্যতম পাওয়া। “জয় বাংলা”-তো বাঙালির কাছে সবচেয়ে প্রিয় স্লোগান।’
উনসত্তরের গণ-অভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ ছবিতে। এই ছবিতে এক কিশোরীর চরিত্রে দেখা যাবে জাহারা মিতুকে। ‘আগুন’ ছবিতে শাকিব খান ও ‘কমান্ডো’ ছবিতে দেবের বিপরীতে নাম লিখিয়ে আলোচনায় এসেছেন জাহারা। তবে শুটিং শুরু হয়নি কোনো ছবিরই। জাহারা বলেন, ‘উনসত্তর থেকে একাত্তর। ছবিটির প্রেক্ষাপট এই তিন বছর সময়কার। এমন একটি প্রেক্ষাপট কেন্দ্র ছবি করতে পারাটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। তাই অভিনয়ের প্রস্তাব পাওয়া মাত্র আর দ্বিতীয়বার ভাবিনি।’
নির্মাতা প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘কাজী হায়াৎ আমাদের সবার ভীষণ পছন্দের নির্মাতা। আমার মাকে ছবিটির কথা জানালে তিনি নির্মাতার কথা শুনেই বললেন, “করে ফেলো। কারণ, এটা কাজী হায়াতের ছবি!” কয়েক দিন গল্প নিয়ে বসেছি, পরিচালক আমাকে খুব পছন্দ করেছেন।’
‘জয় বাংলা’ উপন্যাসটি জাহারা মিতু পড়েছেন কলেজে পড়াকালীন। তাই আগেই কিছুটা ধারণা ছিল। নতুন করে আবার পড়েছেন। মুক্তিযুদ্ধের আগের একজন কিশোরীর চিন্তাভাবনা, চলনবলন এবং এখনকার প্রজন্মের একজন মেয়ের চিন্তাভাবনা থেকে সবকিছুতে অনেক তফাত। তিনি বলেন, ‘চরিত্রের জন্য আমাকে শারীরিক ও মানসিক দুভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে। শেষ কয়েক দিন ওজনও কমিয়েছি।’ সম্প্রতি অপূর্ব রানার পরিচালনায় ‘যন্ত্রণা’ ছবিতেও একসঙ্গে জুটিবদ্ধ হয়ে চুক্তি করেছেন বাপ্পী-জাহারা।

মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসীর মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’। এই উপন্যাস অবলম্বনে ছবি বানাচ্ছেন কাজী হায়াৎ। উপন্যাসের নামেই হবে ছবির নাম। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি নির্মাতা কাজী হায়াতের ৫১তম ছবি। আগামীকাল (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে শুটিং। এতে প্রথমবারের মতো বাপ্পীর সঙ্গে জুটি বাঁধছেন জাহারা মিতু।
এই ছবির মাধ্যমে অনেক দিন পর শুটিংয়ে ফিরছেন কাজী হায়াৎ। তিনি জানান, শুটিং শুরু হবে এফডিসিতে। সপ্তাহখানেক চলবে প্রথম লটের শুটিং। শুরুর লটে বাপ্পী ও জাহারা মিতু দুজনেই থাকছেন।
লকডাউন এবং ঈদের ছুটির কারণে দীর্ঘ সময় ক্যামেরার সামনে দাঁড়াননি বাপ্পী। এই ছবির মাধ্যমে তিনিও শুটিংয়ে ফিরছেন। বাপ্পী অভিনীত ৩০টির বেশি ছবি মুক্তি পেয়েছে। এবারই প্রথম তিনি কাজী হায়াতের নির্দেশনায় কাজ করবেন। এ বিষয়ে বাপ্পী বলেন, ‘কাজী হায়াতের মতো নির্মাতার ছবিতে অভিনয় করাটা সত্যিই গর্বের। আশা করছি, আমার ক্যারিয়ারের একটা মাইলফলক হয়ে থাকবে ছবিটি। তা ছাড়া মুনতাসীর মামুন স্যারের উপন্যাসে কাজ করতে পারছি, এটাও অন্যতম পাওয়া। “জয় বাংলা”-তো বাঙালির কাছে সবচেয়ে প্রিয় স্লোগান।’
উনসত্তরের গণ-অভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসবে ‘জয় বাংলা’ ছবিতে। এই ছবিতে এক কিশোরীর চরিত্রে দেখা যাবে জাহারা মিতুকে। ‘আগুন’ ছবিতে শাকিব খান ও ‘কমান্ডো’ ছবিতে দেবের বিপরীতে নাম লিখিয়ে আলোচনায় এসেছেন জাহারা। তবে শুটিং শুরু হয়নি কোনো ছবিরই। জাহারা বলেন, ‘উনসত্তর থেকে একাত্তর। ছবিটির প্রেক্ষাপট এই তিন বছর সময়কার। এমন একটি প্রেক্ষাপট কেন্দ্র ছবি করতে পারাটা আমার কাছে সৌভাগ্যের বিষয়। তাই অভিনয়ের প্রস্তাব পাওয়া মাত্র আর দ্বিতীয়বার ভাবিনি।’
নির্মাতা প্রসঙ্গে জাহারা মিতু বলেন, ‘কাজী হায়াৎ আমাদের সবার ভীষণ পছন্দের নির্মাতা। আমার মাকে ছবিটির কথা জানালে তিনি নির্মাতার কথা শুনেই বললেন, “করে ফেলো। কারণ, এটা কাজী হায়াতের ছবি!” কয়েক দিন গল্প নিয়ে বসেছি, পরিচালক আমাকে খুব পছন্দ করেছেন।’
‘জয় বাংলা’ উপন্যাসটি জাহারা মিতু পড়েছেন কলেজে পড়াকালীন। তাই আগেই কিছুটা ধারণা ছিল। নতুন করে আবার পড়েছেন। মুক্তিযুদ্ধের আগের একজন কিশোরীর চিন্তাভাবনা, চলনবলন এবং এখনকার প্রজন্মের একজন মেয়ের চিন্তাভাবনা থেকে সবকিছুতে অনেক তফাত। তিনি বলেন, ‘চরিত্রের জন্য আমাকে শারীরিক ও মানসিক দুভাবেই প্রস্তুতি নিতে হচ্ছে। শেষ কয়েক দিন ওজনও কমিয়েছি।’ সম্প্রতি অপূর্ব রানার পরিচালনায় ‘যন্ত্রণা’ ছবিতেও একসঙ্গে জুটিবদ্ধ হয়ে চুক্তি করেছেন বাপ্পী-জাহারা।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
২ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
২ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
২ ঘণ্টা আগে