Ajker Patrika

কেকের শেষকৃত্য সম্পন্ন

আপডেট : ০২ জুন ২০২২, ১৯: ০০
কেকের শেষকৃত্য সম্পন্ন

ভারতের প্রখ্যাত গায়ক কেকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দুপুর তিনটার দিকে মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। কেকের পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এর আগে প্রিয় শিল্পী কেকে-কে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে ভীড় করেন ভারতীয় শোবিজতারকারা। বেলা সাড়ে ১১টার দিকে কেকের বাড়িতে যান অভিনেতা ফয়সাল খান। এরপর হাজির হন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য, গায়ক জাভেদ আলী, গায়িকা শিল্পা রাও, অলকা ইয়াগমিন, শ্রেয়া ঘোষাল, সলিম মার্সেন্ট, নির্মাতা বিশাল ভরদ্বাজ প্রমুখ।

মঙ্গলবার কলকাতায় মৃত্যু হয় এই জনপ্রিয় গায়কের। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হৃদযন্ত্রজনিত সমস্যার কারণেই মৃত্যু হয় কেকের। গান গাইতে গিয়ে অতিরিক্ত উত্তেজনায় তাঁর হার্টের ব্লকেজ বেড়ে গিয়ে আচমকাই বন্ধ হয়ে যায় রক্ত চলাচল। যার ফলে কার্ডিয়াক অ্যাটাক হয়।

কেকের শেষকৃত্য সম্পন্ন হয়েছেজানা গিয়েছে, কেকে সর্বশেষ গেয়েছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার ৩’ সিনেমায়। ২০২৩ সালে ঈদে সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। কেকে এবং সালমনের ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় ‘তাড়াপ তাড়াপ’, ‘তেরে নাম’-এর ‘ও জানা’, ‘রেডি’-এর ‘হামকো পেয়ার হুয়া’, ‘লাপাতা’-এর মতো গানগুলিতে কণ্ঠ দিয়েছেন। ‘এক থা টাইগার’, ‘বজরাঙ্গি ভাইজান’-এর ‘তু যো মিলা’ এবং ‘টিউবলাইট’-এর ‘ম্যায় আগার’ গানেও কণ্ঠ দিয়েছেন কেকে। শেষবারও সালমনের ঠোটেই শোনা যাবে গায়কের কণ্ঠ।

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত