Ajker Patrika

ক্যাট-ভিকির বিয়েতে দাওয়াত পাবেন কে?

বিনোদন ডেস্ক
ক্যাট-ভিকির বিয়েতে দাওয়াত পাবেন কে?

রাজস্থানের ৭০০ বছরের পুরনো দূর্গে বসছে ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের অনুষ্ঠান। প্রস্তুতি তুঙ্গে, হাতে আর একটা মাসও সময় নেই। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে বসবে এই তারকা জুটির বিয়ের আসর। যদিও এখনও পর্যন্ত এই বিয়ের কথা নিশ্চিত করা হয়নি তারকা জুটির পক্ষ থেকে। কিন্তু এই পরিস্থিতির সঙ্গে বেশ পরিচিত রয়েছে ভক্তরা। বিরাট-আনুশকা থেকে বরুণ-নাতাশা, বিয়ের কথা নিজেদের মুখে আগেভাগে কেউই জানাননি। ইয়ামি গৌতমের মতো তারকা তো চটপট বিয়ে করে সকলকে চমকে দিয়েছেন।

ক্যাটরিনা-ভিকির বিয়েতে কারা আমন্ত্রিত? সেই প্রশ্ন নিয়েও চলছে নানা কথা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে একদম চুপিসারে হবে না এই বিয়ে। এই বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডের নামীদামী তারকারা। আমন্ত্রিত তালিকায় রয়েছেন করণ জোহর, আলি আব্বাস জাফর, কবির খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালালদের নাম।

তবে প্রশ্ন হচ্ছে, ক্যাটরিনার সবচেয়ে কাছের মানুষ সালমান খানকে ঘিরে। ক্যারিয়ারের শুরু থেকেই বলিউডে ক্যাটরিনাকে আগলে রেখেছেন সালমান। তাঁদের প্রেম নিয়েও একটা সময় আলোচনা ছিল। পরবর্তী সময় রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা, তবে টেকেনি সেই প্রেম। ক্যাটরিনা বাস্তব জীবনে দুলহানিয়া সাজলে পাশে কি দেখা মিলবে সালমান খানের। সেই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে।

আপাতত ক্যাটরিনা ও ভিকি দুজনেই নিজেদের কাজ গোছাতে ব্যস্ত। বিয়ের আগে লম্বা ছুটি নেবেন ক্যাটরিনা। নতুন সংসার গুছিয়ে ফের কাজে ফিরবেন। দিওয়ালিতেই চুপিসাড়ে বাগদান সেরেছেন দুজনে, এবার চার হাত এক হওয়ার পালা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত