অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ক্ষোভ উগরে দিলেন বিগ বি অমিতাভ বচ্চন। এ নিয়ে নানা জল্পনা দানা বেঁধেছে অভিনেতার ভক্ত–অনুরাগীদের মধ্যে। হঠাৎ কেন ক্ষেপলেন তিনি!
গতকাল সোমবার এই প্রবীণ এই অভিনেতা এক্স হ্যান্ডলে রাগের ইমোজি দিয়ে লিখেছেন, ‘চুপ’! বিগ বির এই পোস্ট দেখে নেটিজেনদের কৌতূহল বেড়ে যায়। কেউ ভাবছেন, কেন এমন পোস্ট? অনেকেই অনুমান করছেন, সম্ভবত ছেলে অভিষেক ও পুত্রবধূ ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে চলা গুঞ্জনের প্রতি প্রতিক্রিয়া।
অন্যদিকে কিছু নেটিজেন মজার ছলে মন্তব্য করেছেন, হয়তো বিগ বি তাঁর স্ত্রী জয়া বচ্চনকে মিডিয়ার সামনে ‘চুপ’ থাকতে বলছেন। কারণ বিভিন্ন অনুষ্ঠানে জয়া বচ্চন প্রায়ই মিডিয়ার প্রতি কড়া মনোভাব দেখান। তাই বিগ বি হয়তো জয়া বচ্চনকে মিডিয়ার সামনে শান্ত থাকার ইঙ্গিত দিয়েছেন!
অভিষেক–ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চর্চার কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে খবর রটে, অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরাত কৌরের ঘনিষ্ঠতার কথা। ‘দসবি’ সিনেমার শুটিংয়ের সময় তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বিগ বির এই ‘চুপ’ পোস্ট কি তবে এই সমস্ত গুঞ্জনের প্রতিক্রিয়া? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এখন দেখার অপেক্ষা, অমিতাভ বচ্চন এ নিয়ে আর কী বলেন।
অবশ্য ছেলে ছেলের বউকে নিয়ে গুঞ্জন নিয়ে এর আগেও প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিগ বি। এক ব্লগে লিখেছিলেন, ‘গুজব শুধু গুজবই, যা যাচাই করা হয় না। আমি আমার পরিবার নিয়ে খুব একটা কথা বলি না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ক্ষেত্র ও এর গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব একান্ত আমারই। তবে এটুকুই বলতে চাই, তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।’
কিছুদিন আগে দুবাইয়ে গ্লোবাল উইমেনস ফোরামে অংশ নেন ঐশ্বরিয়া। ওই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ইভেন্টে সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি বাদ দেওয়া হয়।
অভিষেক–ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বিগত কিছুদিন ধরে বলিউডে চলছে নানা গুঞ্জন। সম্প্রতি খবর ছড়িয়েছিল, ১৬ নভেম্বর মেয়ে আরাধ্য বচ্চনের জন্মদিনে উপস্থিত ছিলেন না অভিষেক। কিন্তু সেই জল্পনা ভেঙে দিয়ে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মেয়ের জন্মদিনে উপস্থিত ছিলেন অভিষেক।
এই ভিডিও প্রকাশের পর থেকে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক–ঐশ্বর্যর বিচ্ছেদের খবর ভুয়া?
প্রসঙ্গত, গত বছর থেকেই অভিষেক–ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙার খবর সংবাদমাধ্যমে শিরোনামে আসছে। তখন গুঞ্জন উঠেছিল ঐশ্বরিয়া বচ্চন পরিবার ছেড়ে আলাদা থাকতে শুরু করেছেন। তবে এই ভিডিও নতুন করে সেই গুজবকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অভিষেক–ঐশ্বরিয়া এখনও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনকে সম্প্রতি ব্লকবাস্টার সিনেমা ‘কলকি ২৮৯৮ এডি’–তে দেখা গেছে।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ক্ষোভ উগরে দিলেন বিগ বি অমিতাভ বচ্চন। এ নিয়ে নানা জল্পনা দানা বেঁধেছে অভিনেতার ভক্ত–অনুরাগীদের মধ্যে। হঠাৎ কেন ক্ষেপলেন তিনি!
গতকাল সোমবার এই প্রবীণ এই অভিনেতা এক্স হ্যান্ডলে রাগের ইমোজি দিয়ে লিখেছেন, ‘চুপ’! বিগ বির এই পোস্ট দেখে নেটিজেনদের কৌতূহল বেড়ে যায়। কেউ ভাবছেন, কেন এমন পোস্ট? অনেকেই অনুমান করছেন, সম্ভবত ছেলে অভিষেক ও পুত্রবধূ ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে চলা গুঞ্জনের প্রতি প্রতিক্রিয়া।
অন্যদিকে কিছু নেটিজেন মজার ছলে মন্তব্য করেছেন, হয়তো বিগ বি তাঁর স্ত্রী জয়া বচ্চনকে মিডিয়ার সামনে ‘চুপ’ থাকতে বলছেন। কারণ বিভিন্ন অনুষ্ঠানে জয়া বচ্চন প্রায়ই মিডিয়ার প্রতি কড়া মনোভাব দেখান। তাই বিগ বি হয়তো জয়া বচ্চনকে মিডিয়ার সামনে শান্ত থাকার ইঙ্গিত দিয়েছেন!
অভিষেক–ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চর্চার কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে খবর রটে, অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরাত কৌরের ঘনিষ্ঠতার কথা। ‘দসবি’ সিনেমার শুটিংয়ের সময় তাঁদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
বিগ বির এই ‘চুপ’ পোস্ট কি তবে এই সমস্ত গুঞ্জনের প্রতিক্রিয়া? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এখন দেখার অপেক্ষা, অমিতাভ বচ্চন এ নিয়ে আর কী বলেন।
অবশ্য ছেলে ছেলের বউকে নিয়ে গুঞ্জন নিয়ে এর আগেও প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিগ বি। এক ব্লগে লিখেছিলেন, ‘গুজব শুধু গুজবই, যা যাচাই করা হয় না। আমি আমার পরিবার নিয়ে খুব একটা কথা বলি না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ক্ষেত্র ও এর গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব একান্ত আমারই। তবে এটুকুই বলতে চাই, তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।’
কিছুদিন আগে দুবাইয়ে গ্লোবাল উইমেনস ফোরামে অংশ নেন ঐশ্বরিয়া। ওই ইভেন্টের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই ইভেন্টে সাবেক এই বিশ্ব সুন্দরীর নামের শেষে বচ্চন উপাধি বাদ দেওয়া হয়।
অভিষেক–ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বিগত কিছুদিন ধরে বলিউডে চলছে নানা গুঞ্জন। সম্প্রতি খবর ছড়িয়েছিল, ১৬ নভেম্বর মেয়ে আরাধ্য বচ্চনের জন্মদিনে উপস্থিত ছিলেন না অভিষেক। কিন্তু সেই জল্পনা ভেঙে দিয়ে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মেয়ের জন্মদিনে উপস্থিত ছিলেন অভিষেক।
এই ভিডিও প্রকাশের পর থেকে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠছে, তাহলে কি অভিষেক–ঐশ্বর্যর বিচ্ছেদের খবর ভুয়া?
প্রসঙ্গত, গত বছর থেকেই অভিষেক–ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙার খবর সংবাদমাধ্যমে শিরোনামে আসছে। তখন গুঞ্জন উঠেছিল ঐশ্বরিয়া বচ্চন পরিবার ছেড়ে আলাদা থাকতে শুরু করেছেন। তবে এই ভিডিও নতুন করে সেই গুজবকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অভিষেক–ঐশ্বরিয়া এখনও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনকে সম্প্রতি ব্লকবাস্টার সিনেমা ‘কলকি ২৮৯৮ এডি’–তে দেখা গেছে।
আরও পড়ুন:
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার তদন্ত নতুন মোড় নিয়েছে। অভিনেতার বান্দ্রার বাড়িতে ১৯টি আঙুলের ছাপের কোনোটিই অভিযুক্ত শরিফুল ইসলামের ছাপের সঙ্গে মেলেনি। এর মধ্যে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের দেওয়া তথ্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
৬ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের বলিউড নায়িকা মমতা কুলকার্নি সন্ন্যাস জীবন নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে। যদিও এখন তার নাম ‘মা মমতা নন্দ গিরি’। তবে লাস্যময়ী এই অভিনেত্রীর জীবনের বেশ কিছু বিষয়ে ভক্ত মহলে জল্পনা-কল্পনা এখনো রয়েছে। মমতা কি বিয়ে করেছেন, কেন অভিনয় ছাড়লেন, কেনইবা এক যুগেরও...
১০ ঘণ্টা আগেচলতি মাসের শুরুর দিকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং হয় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়িতে (রাজা টংকনাথের বাড়িতে)। গুজব ছড়িয়ে পড়ে, ৯ জানুয়ারি শুটিংয়ের সেটে ভাঙচুরের জেরে নাকি শুটিং বাতিল হয়ে গেছে ইত্যাদির। তবে বিষয়টি মিথ্যা বলে জানায় ইত্যাদির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন...
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে এখন সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজির সঙ্গে এ গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এ জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের অক্টোবরে। সেই থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব...
১৪ ঘণ্টা আগে