
অভিনয় দিয়ে নজর কাড়তে না পারলেও ব্যক্তিজীবনের নানা ঘটনা দিয়ে বারবার এসেছেন আলোচনায়। পোশাক থেকে অঙ্গভঙ্গি—বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে। তবে গত ১ ফেব্রুয়ারি থেকে সবকিছুই এখন অতীত। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই তাঁর মৃত্যুর খবর ছড়ায়। পুনমের সোশ্যাল মিডিয়ায় খবরটা পোস্ট করেছিলেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা।
এদিকে পুনমের মৃত্যুর ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর তাই পুনমের মৃত্যু নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। অফিশিয়াল এক বিবৃতিতে পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা। তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন।
এদিকে এরই মাঝে সংবাদমাধ্যমের কাছ থেকে পুনমের মৃত্যুর খবর পেয়ে হতবাক তাঁর দেহরক্ষী আমিন খান, যিনি দীর্ঘ ১১ বছর ধরে পুনমের সঙ্গে কাজ করছিলেন।
ই-টাইমসকে আমিন খান বলেন, ‘আমি এই খবরটা একদমই বিশ্বাস করতে পারছি না। আমি চেষ্টা করছি তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করার।’
আমিন আরও বলেন, ‘পুনম গত ৩১ জানুয়ারি মুম্বাইয়ের ফিনিক্স মিলে রোহিত ভার্মার একটা ফটোশুটের জন্য গিয়েছিলেন, তার সঙ্গে আমিও ছিলাম। ওকে ফিট-ই মনে হচ্ছিল। উনি স্বাস্থ্য নিয়ে কখনো কোনো কথা বলেননি। আমিনের কথায়, ‘উনি সব সময় ফিট ও ভালো থাকতেন। নিজের স্বাস্থ্য সম্পর্কে কখনো কিছু শেয়ার করেননি বা আমিও তার অসুস্থতার কোনো লক্ষণই খুঁজে পাইনি। আমি ওর বোনের উত্তরের অপেক্ষা রয়েছি। তার পরই সত্যিটা জানতে পারব।’
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে পুনমের দেহরক্ষী হিসেবে কাজ করছেন আমিন খান। তাঁর কথায়, পুনম শরীর-স্বাস্থ্য নিয়ে ভীষণই সচেতন ছিলেন। সম্প্রতি মদ্যপান করাও ছেড়ে দিয়েছিলেন। পুনমের ব্যক্তিগত ট্রেনারও ছিল। দেহরক্ষী আমিনের কথায়, সেদিন পুনমের বাড়ি গিয়েও তাঁর অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। আর তাই পুনমের মৃত্যুর খবর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না আমিন।

অভিনয় দিয়ে নজর কাড়তে না পারলেও ব্যক্তিজীবনের নানা ঘটনা দিয়ে বারবার এসেছেন আলোচনায়। পোশাক থেকে অঙ্গভঙ্গি—বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে। তবে গত ১ ফেব্রুয়ারি থেকে সবকিছুই এখন অতীত। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই তাঁর মৃত্যুর খবর ছড়ায়। পুনমের সোশ্যাল মিডিয়ায় খবরটা পোস্ট করেছিলেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা।
এদিকে পুনমের মৃত্যুর ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর তাই পুনমের মৃত্যু নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। অফিশিয়াল এক বিবৃতিতে পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা। তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন।
এদিকে এরই মাঝে সংবাদমাধ্যমের কাছ থেকে পুনমের মৃত্যুর খবর পেয়ে হতবাক তাঁর দেহরক্ষী আমিন খান, যিনি দীর্ঘ ১১ বছর ধরে পুনমের সঙ্গে কাজ করছিলেন।
ই-টাইমসকে আমিন খান বলেন, ‘আমি এই খবরটা একদমই বিশ্বাস করতে পারছি না। আমি চেষ্টা করছি তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করার।’
আমিন আরও বলেন, ‘পুনম গত ৩১ জানুয়ারি মুম্বাইয়ের ফিনিক্স মিলে রোহিত ভার্মার একটা ফটোশুটের জন্য গিয়েছিলেন, তার সঙ্গে আমিও ছিলাম। ওকে ফিট-ই মনে হচ্ছিল। উনি স্বাস্থ্য নিয়ে কখনো কোনো কথা বলেননি। আমিনের কথায়, ‘উনি সব সময় ফিট ও ভালো থাকতেন। নিজের স্বাস্থ্য সম্পর্কে কখনো কিছু শেয়ার করেননি বা আমিও তার অসুস্থতার কোনো লক্ষণই খুঁজে পাইনি। আমি ওর বোনের উত্তরের অপেক্ষা রয়েছি। তার পরই সত্যিটা জানতে পারব।’
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে পুনমের দেহরক্ষী হিসেবে কাজ করছেন আমিন খান। তাঁর কথায়, পুনম শরীর-স্বাস্থ্য নিয়ে ভীষণই সচেতন ছিলেন। সম্প্রতি মদ্যপান করাও ছেড়ে দিয়েছিলেন। পুনমের ব্যক্তিগত ট্রেনারও ছিল। দেহরক্ষী আমিনের কথায়, সেদিন পুনমের বাড়ি গিয়েও তাঁর অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। আর তাই পুনমের মৃত্যুর খবর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না আমিন।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
২ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
২ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
২ ঘণ্টা আগে