
এই তো কয়েক সপ্তাহ আগের কথা, ঝুলন গোস্বামীর বায়োপিক থেকে সরে দাঁড়িয়েছেন আনুশকা শর্মা এমনই খবর শোনা গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল সকাল সারপ্রাইজ দিলেন বিরাট কোহলি ঘরনি। জানালেন তিন বছর পর অভিনয়ে ফিরছেন, ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করেছেন। ছবির নাম ‘চাকদা এক্সপ্রেস’। পরিচালনায় প্রসিত রায়। ছবির টিজারও প্রকাশ করেছেন আনুশকা।
২২ গজে বল হাতে ছুটে আসবেন আনুশকা, এই দৃশ্য দেখার অপেক্ষায় দর্শক। যদিও টিজারে তেমন কিছুই চোখে পড়েনি। ভারতীয় দলের নীল জার্সিতে আনুশকাকে দেখে দর্শক কী বলছেন? ‘ঝুলন’ আনুশকাকে দেখে বিভক্ত টুইটার। চাকদার এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে উঠবার লড়াই উঠে আসবে ‘চাকদা এক্সপ্রেস’-এ। কেমনভাবে প্রচলিত ধ্যান-ধারণা, প্রতিকূলতা ভেঙে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারী ক্রিকেটার হিসাবে জায়গা ছিনিয়ে নিয়েছেন ঝুলন তা উঠে আসবে এই ছবিতে।
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’। আনুশকা জানিয়েছেন, ‘এই ছবিটা খুব স্পেশ্যাল, কারণ এটা বলবে আত্মত্যাগের গল্প। …নারী ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে এই ছবি। যখন ঝুলন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিল, তখন মেয়েদের জন্য ক্রীড়া অঙ্গনে পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এই ছবিতে এমন অনেক গল্প উঠে আসবে যা ঝুলনের জীবনকে, নারী ক্রিকেটকে একটা দিশা দেখিয়েছে’।
আনুশকা ভক্তরা তো দুর্দান্ত খুশি তিন বছর পর প্রিয় অভিনেত্রীর এমন ফেরাতে। তবে অনেকে বলছেন, ঝুলন হিসাবে আনুশকাকে একদমই মানাচ্ছে না। একজন লিখেছেন, ‘আমি আনুশকাকে ভালোবাসি, তবে উনি এই চরিত্রের জন্য একদম উপযুক্ত নন’। অপর একজন লেখেন, ‘বায়োপিক যখন বানাচ্ছেন কম করে একটু ত্বকের রঙটা মিলিয়ে নিতেন। একজন বাঙালি অভিনেত্রীকে এই চরিত্রের জন্য বাছা উচিত ছিল’। কারও প্রশ্ন, ‘কোনও শ্যামবর্ণা মেয়েকে কেন নেওয়া হল না এই চরিত্রের জন্য? শ্যামলা মেয়েদের নিয়ে কী সমস্যা এদের বোঝা যায় না’।
সৃজিত মুখোর্জির ‘সাবাশ মিঠু’ ছবিতে ঝুলনের চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মুমতাজ সরকারকে। অনেকেই বলছেন বলিউডে অনেক বাঙালি অভিনেত্রী আছেন, অথবা কোনও টলিউড অভিনেত্রীকেও সুযোগ দেওয়া যেত। বাঙালির চরিত্রে অভিনয় করতে হলে বাংলা ভাষার উচ্চারণ ভাল হওয়া জরুরি। টিজারে আনুশকার বাংলা উচ্চারণে স্পষ্ট অবাঙালি টান। এখনও আনুশকাকে বল হাতে দেখেনি দর্শক, তার আগেই এতো প্রশ্ন উঠছে, অভিনয় গুণে কি সব সমালোচনার জবাব দিতে পারবেন আনুশকা সেটাই এখন দেখবার।

এই তো কয়েক সপ্তাহ আগের কথা, ঝুলন গোস্বামীর বায়োপিক থেকে সরে দাঁড়িয়েছেন আনুশকা শর্মা এমনই খবর শোনা গিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল সকাল সারপ্রাইজ দিলেন বিরাট কোহলি ঘরনি। জানালেন তিন বছর পর অভিনয়ে ফিরছেন, ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করেছেন। ছবির নাম ‘চাকদা এক্সপ্রেস’। পরিচালনায় প্রসিত রায়। ছবির টিজারও প্রকাশ করেছেন আনুশকা।
২২ গজে বল হাতে ছুটে আসবেন আনুশকা, এই দৃশ্য দেখার অপেক্ষায় দর্শক। যদিও টিজারে তেমন কিছুই চোখে পড়েনি। ভারতীয় দলের নীল জার্সিতে আনুশকাকে দেখে দর্শক কী বলছেন? ‘ঝুলন’ আনুশকাকে দেখে বিভক্ত টুইটার। চাকদার এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে উঠবার লড়াই উঠে আসবে ‘চাকদা এক্সপ্রেস’-এ। কেমনভাবে প্রচলিত ধ্যান-ধারণা, প্রতিকূলতা ভেঙে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারী ক্রিকেটার হিসাবে জায়গা ছিনিয়ে নিয়েছেন ঝুলন তা উঠে আসবে এই ছবিতে।
ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’। আনুশকা জানিয়েছেন, ‘এই ছবিটা খুব স্পেশ্যাল, কারণ এটা বলবে আত্মত্যাগের গল্প। …নারী ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে এই ছবি। যখন ঝুলন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিল, তখন মেয়েদের জন্য ক্রীড়া অঙ্গনে পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এই ছবিতে এমন অনেক গল্প উঠে আসবে যা ঝুলনের জীবনকে, নারী ক্রিকেটকে একটা দিশা দেখিয়েছে’।
আনুশকা ভক্তরা তো দুর্দান্ত খুশি তিন বছর পর প্রিয় অভিনেত্রীর এমন ফেরাতে। তবে অনেকে বলছেন, ঝুলন হিসাবে আনুশকাকে একদমই মানাচ্ছে না। একজন লিখেছেন, ‘আমি আনুশকাকে ভালোবাসি, তবে উনি এই চরিত্রের জন্য একদম উপযুক্ত নন’। অপর একজন লেখেন, ‘বায়োপিক যখন বানাচ্ছেন কম করে একটু ত্বকের রঙটা মিলিয়ে নিতেন। একজন বাঙালি অভিনেত্রীকে এই চরিত্রের জন্য বাছা উচিত ছিল’। কারও প্রশ্ন, ‘কোনও শ্যামবর্ণা মেয়েকে কেন নেওয়া হল না এই চরিত্রের জন্য? শ্যামলা মেয়েদের নিয়ে কী সমস্যা এদের বোঝা যায় না’।
সৃজিত মুখোর্জির ‘সাবাশ মিঠু’ ছবিতে ঝুলনের চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মুমতাজ সরকারকে। অনেকেই বলছেন বলিউডে অনেক বাঙালি অভিনেত্রী আছেন, অথবা কোনও টলিউড অভিনেত্রীকেও সুযোগ দেওয়া যেত। বাঙালির চরিত্রে অভিনয় করতে হলে বাংলা ভাষার উচ্চারণ ভাল হওয়া জরুরি। টিজারে আনুশকার বাংলা উচ্চারণে স্পষ্ট অবাঙালি টান। এখনও আনুশকাকে বল হাতে দেখেনি দর্শক, তার আগেই এতো প্রশ্ন উঠছে, অভিনয় গুণে কি সব সমালোচনার জবাব দিতে পারবেন আনুশকা সেটাই এখন দেখবার।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
২ ঘণ্টা আগে