
জাত-পাত, শ্রেণীবৈষম্যের বিতর্ক এড়াতে নিজের পদবী ছাঁটতে হয়েছিল অমিতাভ বচ্চনকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে পদবী ছেঁটে ফেলার সিদ্ধান্ত অমিতাভ বচ্চনের নিজের ছিল না। এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন।
অমিতাভ নামের পাশে পদবী আকারে যে শব্দটি ব্যবহৃত হয়, সেটি আসলে তাঁর বাবা হরিবংশ-এর ছদ্মনাম। কবিতা লেখার জন্য হরিবংশ ‘বচ্চন’ ছদ্মনামটি ব্যবহার করতেন।
কিন্তু কেন তিনি পাল্টে দিয়েছিলেন অমিতাভের পদবী? অমিতাভ বচ্চন বলেন, ‘আমার বাবা প্রায় জোর করেই আমাদের নামের পাশে ‘বচ্চন’ বসিয়েছিলেন, কারণ আসল পদবীতে জাত-পাতের প্রসঙ্গ উত্থাপন হতে পারত। সালটা ১৯৪২। ওই সময়ে সমাজে উচ্চবর্ণ আর নিম্নবর্ণ বলে একটা বড় ফারাক ছিল। আমি যখন স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম, আমার পদবী জিজ্ঞেস করা হয়েছিল। বাবা-মা তৎক্ষণাৎ আমাদের আসল পদবী না বসিয়ে ‘বচ্চন’ ব্যবহার করেছিলেন। যে ছদ্মনামে বাবা কবিতা লিখতেন, সেই নামটা।’
পদবী নিয়ে অমিতাভ বচ্চনের বাবা-মাকেও কম ভুগতে হয়নি। তাই সন্তানকে এমন ভোগান্তিতে ফেলতে চাননি তাঁরা। অমিতাভ বলেন, ‘আমার বাবা-মা ছিলেন ভিন্ন ধর্মের অনুসারী। মা আদ্যোপান্ত শিখ পরিবারের মেয়ে ছিলেন। আর বাবা ছিলেন উত্তর প্রদেশের এক সাধারণ কায়স্থ পরিবারের ছেলে। বিয়ের সময় তাই নানা ঝামেলায় জড়াতে হয়েছিল তাঁদের। যদিও ভবিষ্যতে দু-পক্ষই মেনে নিয়েছিলেন।’
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে উপস্থাপকের আসনে বসে নিজের জীবনের এ অজানা কথাগুলো প্রকাশ করেন বিগ-বি। অমিতাভের আসল পদবী ‘রাই শ্রীবাস্তব’। তাঁর বাবা হরিবংশই সর্বশেষ এই পদবী ব্যবহার করেছিলেন।

জাত-পাত, শ্রেণীবৈষম্যের বিতর্ক এড়াতে নিজের পদবী ছাঁটতে হয়েছিল অমিতাভ বচ্চনকে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে পদবী ছেঁটে ফেলার সিদ্ধান্ত অমিতাভ বচ্চনের নিজের ছিল না। এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর বাবা হরিবংশ রাই বচ্চন।
অমিতাভ নামের পাশে পদবী আকারে যে শব্দটি ব্যবহৃত হয়, সেটি আসলে তাঁর বাবা হরিবংশ-এর ছদ্মনাম। কবিতা লেখার জন্য হরিবংশ ‘বচ্চন’ ছদ্মনামটি ব্যবহার করতেন।
কিন্তু কেন তিনি পাল্টে দিয়েছিলেন অমিতাভের পদবী? অমিতাভ বচ্চন বলেন, ‘আমার বাবা প্রায় জোর করেই আমাদের নামের পাশে ‘বচ্চন’ বসিয়েছিলেন, কারণ আসল পদবীতে জাত-পাতের প্রসঙ্গ উত্থাপন হতে পারত। সালটা ১৯৪২। ওই সময়ে সমাজে উচ্চবর্ণ আর নিম্নবর্ণ বলে একটা বড় ফারাক ছিল। আমি যখন স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম, আমার পদবী জিজ্ঞেস করা হয়েছিল। বাবা-মা তৎক্ষণাৎ আমাদের আসল পদবী না বসিয়ে ‘বচ্চন’ ব্যবহার করেছিলেন। যে ছদ্মনামে বাবা কবিতা লিখতেন, সেই নামটা।’
পদবী নিয়ে অমিতাভ বচ্চনের বাবা-মাকেও কম ভুগতে হয়নি। তাই সন্তানকে এমন ভোগান্তিতে ফেলতে চাননি তাঁরা। অমিতাভ বলেন, ‘আমার বাবা-মা ছিলেন ভিন্ন ধর্মের অনুসারী। মা আদ্যোপান্ত শিখ পরিবারের মেয়ে ছিলেন। আর বাবা ছিলেন উত্তর প্রদেশের এক সাধারণ কায়স্থ পরিবারের ছেলে। বিয়ের সময় তাই নানা ঝামেলায় জড়াতে হয়েছিল তাঁদের। যদিও ভবিষ্যতে দু-পক্ষই মেনে নিয়েছিলেন।’
সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে উপস্থাপকের আসনে বসে নিজের জীবনের এ অজানা কথাগুলো প্রকাশ করেন বিগ-বি। অমিতাভের আসল পদবী ‘রাই শ্রীবাস্তব’। তাঁর বাবা হরিবংশই সর্বশেষ এই পদবী ব্যবহার করেছিলেন।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৪ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৪ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
৪ ঘণ্টা আগে