
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা হস্তান্তরিত হতে যাচ্ছে শিগগিরই। টুইটার কেনার জন্য প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারের যে প্রস্তাব দিয়েছেন, তাতে রাজি হয়েছে টুইটার কর্তৃপক্ষ। আর এই খবর প্রকাশ পাওয়ার পর নানা অনিশ্চয়তার কথা জানাচ্ছেন অনেকে। কেউ আবার টুইটার ছাড়বার ঘোষণাও দিচ্ছেন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, টুইটার ছাড়ার হুমকি দিয়েছেন কিছু ব্যবহারকারী, এরই মধ্যে টুইটার ছেড়েছেন কেউ কেউ। ব্রিটিশ অভিনেত্রী জামিলা জামিল বলেন, মাস্ক দায়িত্ব নেওয়ার পর পরিবেশ কীভাবে পরিবর্তিত হবে এই আশঙ্কায় তিনি টুইটার ছেড়ে চলে যাচ্ছেন।
মাস্কের মালিকানায় টুইটারে ‘বিশৃঙ্খলা, বিদ্বেষ, অভিবাসী বিদ্বেষ এবং নারীবিদ্বেষ’ আরও বাড়বে বলে আশঙ্কার কথা জানিয়েছেন ‘দ্য গুড প্লেস’ অভিনেত্রী জামিলা। পোষা কুকুরের সঙ্গে নিজের কয়েকটি ছবি দিয়ে অনুসারীদের উদ্দেশে জামিলা লিখেছেন, ‘আমি চাই, এটাই যেন আমার শেষ টুইট হয়।’
এদিকে টুইটারের ১১ সদস্যের যে পরিচালনা পর্ষদের সঙ্গে মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তিতে সমঝোতায় এসেছেন, তাঁদের মধ্যে আছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসিও। মালিকানা মাস্কের হাতে যাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। ‘টুইটার কেউ একা চালাবে বা নিয়ন্ত্রণ করবে,’ এতে বিশ্বাস করেন না ডরসি। মাস্কের মালিকানায় যাওয়ার পর টুইটার ‘উন্মুক্ত-আলোচনায় সমর্থন দিয়ে যাবে’ বলেও মনে করেন তিনি।
অন্যদিকে ইলন মাস্কের আশা, তিনি মালিক হওয়ার পরও তাঁর সমালোচকেরা টুইটার প্ল্যাটফর্মেই থাকবেন। মাস্কের মতে, ‘এটাই বাক্স্বাধীনতার মানে’।
ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে, ইলন মাস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পদ প্রায় ২৬ হাজার কোটি ডলার। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস-এক্স এর মালিক তিনি।
ইলন মাস্ক সম্পর্কিত পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা হস্তান্তরিত হতে যাচ্ছে শিগগিরই। টুইটার কেনার জন্য প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারের যে প্রস্তাব দিয়েছেন, তাতে রাজি হয়েছে টুইটার কর্তৃপক্ষ। আর এই খবর প্রকাশ পাওয়ার পর নানা অনিশ্চয়তার কথা জানাচ্ছেন অনেকে। কেউ আবার টুইটার ছাড়বার ঘোষণাও দিচ্ছেন।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, টুইটার ছাড়ার হুমকি দিয়েছেন কিছু ব্যবহারকারী, এরই মধ্যে টুইটার ছেড়েছেন কেউ কেউ। ব্রিটিশ অভিনেত্রী জামিলা জামিল বলেন, মাস্ক দায়িত্ব নেওয়ার পর পরিবেশ কীভাবে পরিবর্তিত হবে এই আশঙ্কায় তিনি টুইটার ছেড়ে চলে যাচ্ছেন।
মাস্কের মালিকানায় টুইটারে ‘বিশৃঙ্খলা, বিদ্বেষ, অভিবাসী বিদ্বেষ এবং নারীবিদ্বেষ’ আরও বাড়বে বলে আশঙ্কার কথা জানিয়েছেন ‘দ্য গুড প্লেস’ অভিনেত্রী জামিলা। পোষা কুকুরের সঙ্গে নিজের কয়েকটি ছবি দিয়ে অনুসারীদের উদ্দেশে জামিলা লিখেছেন, ‘আমি চাই, এটাই যেন আমার শেষ টুইট হয়।’
এদিকে টুইটারের ১১ সদস্যের যে পরিচালনা পর্ষদের সঙ্গে মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তিতে সমঝোতায় এসেছেন, তাঁদের মধ্যে আছেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসিও। মালিকানা মাস্কের হাতে যাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। ‘টুইটার কেউ একা চালাবে বা নিয়ন্ত্রণ করবে,’ এতে বিশ্বাস করেন না ডরসি। মাস্কের মালিকানায় যাওয়ার পর টুইটার ‘উন্মুক্ত-আলোচনায় সমর্থন দিয়ে যাবে’ বলেও মনে করেন তিনি।
অন্যদিকে ইলন মাস্কের আশা, তিনি মালিক হওয়ার পরও তাঁর সমালোচকেরা টুইটার প্ল্যাটফর্মেই থাকবেন। মাস্কের মতে, ‘এটাই বাক্স্বাধীনতার মানে’।
ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুসারে, ইলন মাস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পদ প্রায় ২৬ হাজার কোটি ডলার। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস-এক্স এর মালিক তিনি।
ইলন মাস্ক সম্পর্কিত পড়ুন:

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৩ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৩ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৩ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে