বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো উর্দু গান গাইলেন সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘দো পিয়াসি দিল’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। আসিফ মাহমুদের নির্দেশনায় গানের ভিডিওতেও দেখা গেছে শাফকাত ও সিঁথিকে। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানি গজলশিল্পী মেহেদি হাসান, সংগীত পরিচালক রবিন ঘোষ ও সংগীতশিল্পী মেহনাজকে।
সোশ্যাল মিডিয়ায় নতুন এই গান শেয়ার করে সিঁথি সাহা লেখেন, ‘শাফকাত আমানত আলীর সঙ্গে আমার প্রথম উর্দু গান। এই গানের অংশ হতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। শাফকাতজির একজন ভক্ত হিসেবে এটি আমার জন্য একটি বিরাট সুযোগ। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানের মিউজিক ইন্ডাস্ট্রির তিন কিংবদন্তিকে।’

বলিউডেও অনেক গান করেছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। গেয়েছেন ‘কাভি আলবিদা না কেহেনা’, ‘রাজ থ্রি’, ‘জান্নাত টু’, ‘রাওয়ান’, ‘মার্ডার থ্রি’সহ অনেক জনপ্রিয় সিনেমায়।
উর্দু গানে প্রথম হলেও এর আগে শাফকাত আমানত আলীর সঙ্গে বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন সিঁথি সাহা। ২০২১ সালে প্রকাশ হয়েছিল ‘রাতজাগা পাখি’ শিরোনামে তাঁদের দ্বৈতকণ্ঠের গানটি। সেই গানের ভিডিওতে সিঁথির সঙ্গে মডেল হয়েছিলেন এ বি এম সুমন। শাফকাত আমানত আলীর সঙ্গে সিঁথির পরিচয় তারও দুই বছর আগে। সে সময় সিঁথি জানান, ২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গায়ক শাফকাত আমানত আলীর পারফরম্যান্সের সময় মঞ্চের সামনে দর্শক আসনে বসে কণ্ঠ মেলাচ্ছিলেন তিনি। একপর্যায়ে শাফকাতের নজরে আসেন সিঁথি। তাঁকে মঞ্চে ডেকে নেন শিল্পী। দুজন মিলে একসঙ্গে গান ধরেন। এরপরেই গান নিয়ে আলোচনা হয় দুজনের। পরিকল্পনা করেন একসঙ্গে গান করার।

চলতি বছর শুরুর দিকে বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে গান গেয়েছেন সিঁথি। গত ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছিল ‘বৃষ্টি বিলাস’ শিরোনামের গানটি। এটি ছিল সেলিম মার্চেন্টের গাওয়া প্রথম বাংলা গান। সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে তৈরি হয়েছিল বৃষ্টি বিলাস।

প্রথমবারের মতো উর্দু গান গাইলেন সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘দো পিয়াসি দিল’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। আসিফ মাহমুদের নির্দেশনায় গানের ভিডিওতেও দেখা গেছে শাফকাত ও সিঁথিকে। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানি গজলশিল্পী মেহেদি হাসান, সংগীত পরিচালক রবিন ঘোষ ও সংগীতশিল্পী মেহনাজকে।
সোশ্যাল মিডিয়ায় নতুন এই গান শেয়ার করে সিঁথি সাহা লেখেন, ‘শাফকাত আমানত আলীর সঙ্গে আমার প্রথম উর্দু গান। এই গানের অংশ হতে পেরে আমি অত্যন্ত ভাগ্যবান এবং সম্মানিত বোধ করছি। শাফকাতজির একজন ভক্ত হিসেবে এটি আমার জন্য একটি বিরাট সুযোগ। গানটি উৎসর্গ করা হয়েছে পাকিস্তানের মিউজিক ইন্ডাস্ট্রির তিন কিংবদন্তিকে।’

বলিউডেও অনেক গান করেছেন পাকিস্তানের শাফকাত আমানত আলী। গেয়েছেন ‘কাভি আলবিদা না কেহেনা’, ‘রাজ থ্রি’, ‘জান্নাত টু’, ‘রাওয়ান’, ‘মার্ডার থ্রি’সহ অনেক জনপ্রিয় সিনেমায়।
উর্দু গানে প্রথম হলেও এর আগে শাফকাত আমানত আলীর সঙ্গে বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন সিঁথি সাহা। ২০২১ সালে প্রকাশ হয়েছিল ‘রাতজাগা পাখি’ শিরোনামে তাঁদের দ্বৈতকণ্ঠের গানটি। সেই গানের ভিডিওতে সিঁথির সঙ্গে মডেল হয়েছিলেন এ বি এম সুমন। শাফকাত আমানত আলীর সঙ্গে সিঁথির পরিচয় তারও দুই বছর আগে। সে সময় সিঁথি জানান, ২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গায়ক শাফকাত আমানত আলীর পারফরম্যান্সের সময় মঞ্চের সামনে দর্শক আসনে বসে কণ্ঠ মেলাচ্ছিলেন তিনি। একপর্যায়ে শাফকাতের নজরে আসেন সিঁথি। তাঁকে মঞ্চে ডেকে নেন শিল্পী। দুজন মিলে একসঙ্গে গান ধরেন। এরপরেই গান নিয়ে আলোচনা হয় দুজনের। পরিকল্পনা করেন একসঙ্গে গান করার।

চলতি বছর শুরুর দিকে বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে গান গেয়েছেন সিঁথি। গত ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছিল ‘বৃষ্টি বিলাস’ শিরোনামের গানটি। এটি ছিল সেলিম মার্চেন্টের গাওয়া প্রথম বাংলা গান। সোমেশ্বর অলির লেখা ও সাজিদ সরকারের সুর-সংগীতায়োজনে তৈরি হয়েছিল বৃষ্টি বিলাস।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১০ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১০ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১০ ঘণ্টা আগে