ঠাকুরগাঁওয়ের আলোচিত স্কুল শিক্ষক শান্তনা রায় মিলি চক্রবতী হত্যা মামলায় গ্রেপ্তার ছেলে অর্ক রায় রাহুলের (২৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আটক বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন।
সিআইডির তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য মিলির ছেলে রাহুলকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আটক আসামি আমিনুল ইসলাম সোহাগ জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের কালিবাড়ি মোড় থেকে সোহাগকে আটকের পর মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে আটত হন নিহত মিলির ছেলে রাহুল। পরে তাঁদের মিলি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলা হয়।
গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১০ জুলাই ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা হয়। ৪৫ বছর বয়সী মিলি ‘প্রারম্ভিক কিন্ডারগার্টেন’ নামে একটি স্কুলের শিক্ষিক ছিলেন। মিলির স্বামী সমীর কুমার রায় পঞ্চগড় চিনিকলে কর্মরত। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই সন্তানের বিয়ে হয়েছে। তাঁদের বাড়ি শহরের তাঁতীপাড়ায়।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
১ দিন আগে
আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
৯ দিন আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১১ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২৩ দিন আগে