কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভেতর মাঈদুল ইসলাম বাপ্পি (২০) নামে এক বিড়িশ্রমিককে হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত খোকন ইসলামকে (২৭) গ্রেপ্তারের দাবিতে নিহত শ্রমিকের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় সড়কের ওপরেই মরদেহ গোসল করান বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের রিভারভিউ উচ্চবিদ্যালয়ের সামনে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন। দুপুর ১২টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে অনড় বিক্ষোভকারীরা প্রতিবাদ হিসেবে সড়কেই মরদেহের গোসলের আয়োজন করেন। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধ চলাকালে সড়কের উভয় প্রান্তে যানবাহনের ভিড় জমে। পরে বিকল্প সড়কে যান চলাচলের ব্যবস্থা করে পুলিশ। বেলা সাড়ে চারটা পর্যন্ত সড়কে মরদেহ নিয়ে বিক্ষোভের পর মরদেহ দাফনের জন্য নিয়ে যান এলাকাবাসী। পরে অবরোধ তুলে নেওয়া হয়।
এদিকে সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধ ভেঙে দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের ছেলে আবু সুফিয়ান পাভেল, ভাই আতাউর রহমান ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তাতেও সরেননি বিক্ষোভকারীরা।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছেন। তাদের দাবির বিষয়ে কাজ করছে পুলিশ।’
আসামি গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, নিহত বাপ্পির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে জেলা শহরের পুরোনো রেলস্টেশন এলাকায় জলিল বিড়ি ফ্যাক্টরিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিড়িশ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পিকে হত্যার অভিযোগ ওঠে অপর বিড়িশ্রমিক খোকন ইসলামের বিরুদ্ধে। ঘটনার পরপরই পালিয়ে যায় খোকন। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, জলিল বিড়ি ফ্যাক্টরি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের পারিবারিক প্রতিষ্ঠান।

কুড়িগ্রাম জেলা শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভেতর মাঈদুল ইসলাম বাপ্পি (২০) নামে এক বিড়িশ্রমিককে হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত খোকন ইসলামকে (২৭) গ্রেপ্তারের দাবিতে নিহত শ্রমিকের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় সড়কের ওপরেই মরদেহ গোসল করান বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের রিভারভিউ উচ্চবিদ্যালয়ের সামনে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন। দুপুর ১২টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে অনড় বিক্ষোভকারীরা প্রতিবাদ হিসেবে সড়কেই মরদেহের গোসলের আয়োজন করেন। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধ চলাকালে সড়কের উভয় প্রান্তে যানবাহনের ভিড় জমে। পরে বিকল্প সড়কে যান চলাচলের ব্যবস্থা করে পুলিশ। বেলা সাড়ে চারটা পর্যন্ত সড়কে মরদেহ নিয়ে বিক্ষোভের পর মরদেহ দাফনের জন্য নিয়ে যান এলাকাবাসী। পরে অবরোধ তুলে নেওয়া হয়।
এদিকে সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধ ভেঙে দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের ছেলে আবু সুফিয়ান পাভেল, ভাই আতাউর রহমান ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তাতেও সরেননি বিক্ষোভকারীরা।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছেন। তাদের দাবির বিষয়ে কাজ করছে পুলিশ।’
আসামি গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, নিহত বাপ্পির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে জেলা শহরের পুরোনো রেলস্টেশন এলাকায় জলিল বিড়ি ফ্যাক্টরিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিড়িশ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পিকে হত্যার অভিযোগ ওঠে অপর বিড়িশ্রমিক খোকন ইসলামের বিরুদ্ধে। ঘটনার পরপরই পালিয়ে যায় খোকন। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, জলিল বিড়ি ফ্যাক্টরি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের পারিবারিক প্রতিষ্ঠান।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে