চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

ছেলে মিরাজুল ইসলামের (১৪) নিথর দেহ শেষবার দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন মা মেহেরনাগার। স্বজন-প্রতিবেশী ও সহপাঠীদের মাঝে চলছে মাতম। কান্নায় ভারী হয়ে গেছে বাড়ির আঙিনা। বাজার করতে বের হয়ে লাশ হবে তা কে জানত!
দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয় কিশোর মিরাজুলের মরদেহ। আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বারপাড়া এলাকায় রাত ১০টার দিকে এক পথচারী তার গলাকাটা মরদেহ দেখে। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠায়।
মিরাজুল ইসলাম একই উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গুরুহাটি এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং পালাপাড়া দ্বিমুখী আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
বুধবার বেলা ১১টায় নিহত ছাত্রের বাড়িতে গিয়ে দেখা যায় তার মায়ের আহাজারি। মা মেহেরনাগার আহাজারি করে বলেন, ‘রাত ৮টার দিকে মিরাজ বাজার করতে রাণীরবন্দর বাজারে যায়। রাত ১০টা পার হলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করি। পরে লোক মারফত জানতে পারি এক কিশোরের গলাকাটা মরদেহ রাস্তার পাশে পড়ে রয়েছে। দ্রুত ছুটে গিয়ে দেখি এটাই আমার মিরাজ। পাশেই পড়ে ছিল তার সঙ্গে থাকা বাইসাইকেল।’
নিহত ছাত্রের খেলার সঙ্গী আইনুল হক বলে, ‘মিরাজ যেমনন মেধাবী ছাত্র ছিল, তেমনি বিভিন্ন খেলাধুলা ভালো করত। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তাকে বাড়িতে খেলা করতে দেখেছিলাম। রাত ৮টার পর সে বাজারে গিয়ে আর ফিরে আসেনি।’
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে, দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ছেলে মিরাজুল ইসলামের (১৪) নিথর দেহ শেষবার দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন মা মেহেরনাগার। স্বজন-প্রতিবেশী ও সহপাঠীদের মাঝে চলছে মাতম। কান্নায় ভারী হয়ে গেছে বাড়ির আঙিনা। বাজার করতে বের হয়ে লাশ হবে তা কে জানত!
দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয় কিশোর মিরাজুলের মরদেহ। আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বারপাড়া এলাকায় রাত ১০টার দিকে এক পথচারী তার গলাকাটা মরদেহ দেখে। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠায়।
মিরাজুল ইসলাম একই উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গুরুহাটি এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং পালাপাড়া দ্বিমুখী আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
বুধবার বেলা ১১টায় নিহত ছাত্রের বাড়িতে গিয়ে দেখা যায় তার মায়ের আহাজারি। মা মেহেরনাগার আহাজারি করে বলেন, ‘রাত ৮টার দিকে মিরাজ বাজার করতে রাণীরবন্দর বাজারে যায়। রাত ১০টা পার হলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করি। পরে লোক মারফত জানতে পারি এক কিশোরের গলাকাটা মরদেহ রাস্তার পাশে পড়ে রয়েছে। দ্রুত ছুটে গিয়ে দেখি এটাই আমার মিরাজ। পাশেই পড়ে ছিল তার সঙ্গে থাকা বাইসাইকেল।’
নিহত ছাত্রের খেলার সঙ্গী আইনুল হক বলে, ‘মিরাজ যেমনন মেধাবী ছাত্র ছিল, তেমনি বিভিন্ন খেলাধুলা ভালো করত। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তাকে বাড়িতে খেলা করতে দেখেছিলাম। রাত ৮টার পর সে বাজারে গিয়ে আর ফিরে আসেনি।’
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে, দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১০ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে