ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় দায়ের হওয়া মো. সাইফুল্লাহ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মূলত ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার জন্য তাঁকে হত্যা করা হয় বলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানানো হয়েছে। এই হত্যা মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আলোচিত সাইফুল্লাহ হত্যাকাণ্ড সম্পর্কে বিভিন্ন তথ্য জানান জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
নিহত সাইফুল্লাহ (১৫) জেলার হরিপুর উপজেলার দামোল গ্রামের নুর ইসলামের ছেলে। তাঁর হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ১০ ব্যক্তিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাণীশংকৈল উপজেলার মেহেদী হাসান (১৮), আব্দুল কাদের (৩০), সাদেকুল ইসলাম ওরফে মোজাম্মেল হক মজু (২৪), সজল (২৪), মহিরুল ইসলাম (৪০), মাহবুবু হোসেন (২০), নুর আলম ওরফে মংলা (১৯), মামুন ওরফে বোবা (১৮), মো. সোহেল রানা (১৮) ও ইমরুল কায়েস ওরফে ইমু (২৬)।
পুলিশ সুপার জাহাঙ্গীর জানান, ‘৪ মার্চ রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘি এলাকায় ভুট্টাখেত থেকে প্লাস্টিকের চিকন দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় সাইফুল্লাহর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ৪ মার্চ একটি ক্লু-লেস মামলা হয় রানীশংকৈল থানায়। মামলার ছায়া তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা বিভাগকে। পরে গোয়েন্দা বিভাগ রানীশংকৈল থানা ও হরিপুর থানা-পুলিশকে নিয়ে তদন্ত শুরু করে।
পুলিশ সুপার জাহাঙ্গীর বলেন, ‘হরিপুর থানার ধীরগঞ্জ বাজার এলাকায় রাকিব (১৫) নামের এক ইজিবাইক চালককে প্লাস্টিকের চিকন দড়ি দিয়ে হাত-পা বেঁধে মুখে রুমাল দিয়ে রাস্তার পাশে ফেলে তাঁর অটোরিকশা নিয়ে যান দুর্বৃত্তরা। পরে রাকিবের বাবার মোবাইল ফোনে কল দিয়ে হিমু নামের এক ব্যক্তি ২০ হাজার টাকা দাবি করেন। পরে রাকিবকে জীবিত উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ৩০ জানুয়ারি একটি ছিনতাই হরিপুর থানায় মামলা হয়।’
ওই মামলা দুটি তদন্ত করে পুলিশ জানতে পারে, রাণীশংকৈলের অটোরিকশাচালক সাইফুল্লাহ ও হরিপুরের ইজিবাইক চালক রাকিবকে একইভাবে প্লাস্টিকের চিকন দড়ি দিয়ে হাত-পা বেঁধে ভট্টাখেতে ফেলে রাখা হয়। পরে উভয় ঘটনা একই চক্রের ঘটানো বলে ধারণা থেকে রাকিবের বাবার কাছে চাঁদা দাবিকারী হিমুকে আটক করা হয়। এরপর বেরিয়ে আসে সাইফুল্লাহ হত্যা ও রাকিবের অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের নাম। পরে গ্রেপ্তার ১০ জনকে জিজ্ঞাসাবাদে উভয় ঘটনায় তাঁরা জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে পুলিশ সুপার জানান।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় দায়ের হওয়া মো. সাইফুল্লাহ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মূলত ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করার জন্য তাঁকে হত্যা করা হয় বলে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানানো হয়েছে। এই হত্যা মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আলোচিত সাইফুল্লাহ হত্যাকাণ্ড সম্পর্কে বিভিন্ন তথ্য জানান জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
নিহত সাইফুল্লাহ (১৫) জেলার হরিপুর উপজেলার দামোল গ্রামের নুর ইসলামের ছেলে। তাঁর হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ১০ ব্যক্তিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাণীশংকৈল উপজেলার মেহেদী হাসান (১৮), আব্দুল কাদের (৩০), সাদেকুল ইসলাম ওরফে মোজাম্মেল হক মজু (২৪), সজল (২৪), মহিরুল ইসলাম (৪০), মাহবুবু হোসেন (২০), নুর আলম ওরফে মংলা (১৯), মামুন ওরফে বোবা (১৮), মো. সোহেল রানা (১৮) ও ইমরুল কায়েস ওরফে ইমু (২৬)।
পুলিশ সুপার জাহাঙ্গীর জানান, ‘৪ মার্চ রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘি এলাকায় ভুট্টাখেত থেকে প্লাস্টিকের চিকন দড়ি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় সাইফুল্লাহর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ৪ মার্চ একটি ক্লু-লেস মামলা হয় রানীশংকৈল থানায়। মামলার ছায়া তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা বিভাগকে। পরে গোয়েন্দা বিভাগ রানীশংকৈল থানা ও হরিপুর থানা-পুলিশকে নিয়ে তদন্ত শুরু করে।
পুলিশ সুপার জাহাঙ্গীর বলেন, ‘হরিপুর থানার ধীরগঞ্জ বাজার এলাকায় রাকিব (১৫) নামের এক ইজিবাইক চালককে প্লাস্টিকের চিকন দড়ি দিয়ে হাত-পা বেঁধে মুখে রুমাল দিয়ে রাস্তার পাশে ফেলে তাঁর অটোরিকশা নিয়ে যান দুর্বৃত্তরা। পরে রাকিবের বাবার মোবাইল ফোনে কল দিয়ে হিমু নামের এক ব্যক্তি ২০ হাজার টাকা দাবি করেন। পরে রাকিবকে জীবিত উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ৩০ জানুয়ারি একটি ছিনতাই হরিপুর থানায় মামলা হয়।’
ওই মামলা দুটি তদন্ত করে পুলিশ জানতে পারে, রাণীশংকৈলের অটোরিকশাচালক সাইফুল্লাহ ও হরিপুরের ইজিবাইক চালক রাকিবকে একইভাবে প্লাস্টিকের চিকন দড়ি দিয়ে হাত-পা বেঁধে ভট্টাখেতে ফেলে রাখা হয়। পরে উভয় ঘটনা একই চক্রের ঘটানো বলে ধারণা থেকে রাকিবের বাবার কাছে চাঁদা দাবিকারী হিমুকে আটক করা হয়। এরপর বেরিয়ে আসে সাইফুল্লাহ হত্যা ও রাকিবের অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের নাম। পরে গ্রেপ্তার ১০ জনকে জিজ্ঞাসাবাদে উভয় ঘটনায় তাঁরা জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে পুলিশ সুপার জানান।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৭ দিন আগে