জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ভেজাল সার ও কীটনাশক উৎপাদন ও বিপণনের অপরাধে ‘ক্রপটেক বাংলাদেশ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অর্থদণ্ড দেন আদালতের বিচারক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন—র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্রপটেক বাংলাদেশ লিমিটেডের কৃষি পণ্য উৎপাদনের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোম্পানির এমডি কামাল উদ্দীন কারখানার উৎপাদন বন্ধ রাখেন। কিন্তু কোম্পানির চেয়ারম্যান তরিকুল ইসলাম অবৈধভাবে কৃষি পণ্য উৎপাদন করে আসছিলেন। এরপরে অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পণ্যের লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত ওই কারখানায় উৎপাদন বন্ধের মৌখিক নির্দেশ দেন। কিন্তু প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তরিকুল ইসলাম ওই আদেশ অমান্য করে ভেজাল কৃষি পণ্য উৎপাদন অব্যাহত রাখেন। ওই কোম্পানির এমডি কামাল উদ্দীনের অভিযোগও এমন। বিষয়টি র্যাবের নজরে আসলে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘আমরা ও র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের যৌথ অভিযানে ‘ক্রপটেক বাংলাদেশ লিমিটেড’ নামে একটি কৃষি পণ্য উৎপাদনকারী কোম্পানিকে ভেজাল সার তৈরি ও দৃশ্যমান কিছু অপরাধের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। পরীক্ষার জন্য কিছু পণ্য স্যাম্পল হিসেবে সংগ্রহ করেছি। এসব পণ্য পরীক্ষা করে ভেজাল প্রমাণিত হলে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

জয়পুরহাটে ভেজাল সার ও কীটনাশক উৎপাদন ও বিপণনের অপরাধে ‘ক্রপটেক বাংলাদেশ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অর্থদণ্ড দেন আদালতের বিচারক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন—র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্রপটেক বাংলাদেশ লিমিটেডের কৃষি পণ্য উৎপাদনের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোম্পানির এমডি কামাল উদ্দীন কারখানার উৎপাদন বন্ধ রাখেন। কিন্তু কোম্পানির চেয়ারম্যান তরিকুল ইসলাম অবৈধভাবে কৃষি পণ্য উৎপাদন করে আসছিলেন। এরপরে অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পণ্যের লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত ওই কারখানায় উৎপাদন বন্ধের মৌখিক নির্দেশ দেন। কিন্তু প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তরিকুল ইসলাম ওই আদেশ অমান্য করে ভেজাল কৃষি পণ্য উৎপাদন অব্যাহত রাখেন। ওই কোম্পানির এমডি কামাল উদ্দীনের অভিযোগও এমন। বিষয়টি র্যাবের নজরে আসলে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ‘আমরা ও র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের যৌথ অভিযানে ‘ক্রপটেক বাংলাদেশ লিমিটেড’ নামে একটি কৃষি পণ্য উৎপাদনকারী কোম্পানিকে ভেজাল সার তৈরি ও দৃশ্যমান কিছু অপরাধের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। পরীক্ষার জন্য কিছু পণ্য স্যাম্পল হিসেবে সংগ্রহ করেছি। এসব পণ্য পরীক্ষা করে ভেজাল প্রমাণিত হলে, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে