Ajker Patrika

দিনাজপুরে মধ্যরাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৩: ৩৮
দিনাজপুরে মধ্যরাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দিনাজপুরে মধ্যরাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ২টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। তাতে কেউ হতাহত না হলেও বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা এইচএ প্লাস পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-৩৪১৬) নামের একটি বাসে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।

আগুন দেখতে পেয়ে কোতোয়ালী থানা ও দিনাজপুর ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।

ওই বাসের চালকের সহকারী অমল দাস বলেন, বাসটি টার্মিনালে দাঁড় করে রাখা ছিল। রাত পৌনে ২টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হোটেলে যান তিনি। সেখান থেকে বাসে আগুনের খবর পেয়ে ছুটে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আশঙ্কা করা হচ্ছে, এটি নাশকতার একটি অংশ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত