ঠাকুরগাঁও প্রতিনিধি

যাত্রীকে নির্যাতনের পর এ নিয়ে কথা বললে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে রেলওয়ের পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, এ বিষয়ে কাউকে কিছু জানালে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা, দাবি যাত্রীর। অভিযোগটি ওঠে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী যাত্রীর নাম করিম বাদশা।
তবে সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলামের শুধু দু-একটি চড়-থাপ্পড় দিয়েছেন বলে জানান।
ভুক্তভোগী মোহাম্মদ করিম বাদশা বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ঢাকার কমলাপুর থেকে দ্রুতযান এক্সপ্রেস নামের ট্রেনে চেপে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার চেয়ারের সামনে একটি বাড়তি চেয়ার এনে একজন যাত্রীকে বসান ওই পুলিশ কর্মকর্তা। ১০-১৫ মিনিট পর রেলওয়ের একটি ফ্যান গ্রুপে ওই চেয়ারসহ দুটি ছবি পোস্ট করি। এর ৩০ মিনিট পর সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম আমার কাছে এসে বাসার ঠিকানা জানতে চান। এরপর তিনি জোর করে ট্রেনের ক্যানটিনে নিয়ে যান। সেখানে দরজা লাগিয়ে দিয়ে হাত থেকে ফোনটি কেড়ে নেন। পরে তোলা ছবি ও ফেসবুক পোস্টে দেওয়া ছবিগুলো ডিলেট করে দেন।’
করিম বাদশা আরও বলেন, ‘শহিদুল ইসলামসহ রেলওয়ে পুলিশের অন্য সদস্যরা জানতে চান ছবিগুলো কেন পোস্ট করলাম। তখন তাঁদের বলি, সেখানে অতিরিক্ত চেয়ার বসানো অনিয়ম ও দৃষ্টিকটু। এ কারণে ছবিগুলো পোস্ট করেছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে তিনজন রেলওয়ে পুলিশ সদস্য আমাকে পেটাতে থাকেন। পরে তাঁরা ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলেন। এরপর ভাঙা ফোনসহ আমাকে সিটে পাঠিয়ে দেন। সিটে বসার পরও কয়েক দফা হুমকি দেন। এএসআই শহিদুল কিছুক্ষণ পরপর এসেছেন আর বলেছেন, ঘটনাটি যেন কাউকে না জানাই। এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে মাদকের মামলায় কোর্টে চালান করে দেওয়াসহ ট্রেন থেকে ফেলে দেওয়ারও হুমকি দেন। পরে শুক্রবার ভোর ৫টার দিকে দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে তাঁরা নেমে যান। এ সময় নাম-ঠিকানা ও ফোন নম্বর নিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, সব নাম-ঠিকানা নেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে যাবজ্জীবন কারাদণ্ডের সব ব্যবস্থা করবেন।’
এ বিষয়ে অভিযোগ জানাতে ঠাকুরগাঁও সদর থানায় গেলে বিষয়টি রেলওয়ে বিভাগীয় পর্যায়ে অভিযোগ দিতে বলা হয় বলে জানান করিম বাদশা।
এ বিষয়ে পার্বতীপুর জিআরপি থানার সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, পূর্বপরিচিত এক কলেজশিক্ষককে একটি বাড়তি চেয়ার এনে বসতে দিই। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে করিম বাদশা নামের ওই যাত্রীর কাছে পোস্ট দেওয়ার বিষয়ে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়। পরে একটু রাগারাগি করে মাথার ওপর দু-একটি চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছি। অন্য সব অভিযোগরর বিষয়ে সে মিথ্যাচার করছে।’
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, ভুক্তভোগী ওই যাত্রী লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীকে নির্যাতনের পর এ নিয়ে কথা বললে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে রেলওয়ের পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, এ বিষয়ে কাউকে কিছু জানালে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা, দাবি যাত্রীর। অভিযোগটি ওঠে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী যাত্রীর নাম করিম বাদশা।
তবে সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলামের শুধু দু-একটি চড়-থাপ্পড় দিয়েছেন বলে জানান।
ভুক্তভোগী মোহাম্মদ করিম বাদশা বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ঢাকার কমলাপুর থেকে দ্রুতযান এক্সপ্রেস নামের ট্রেনে চেপে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার চেয়ারের সামনে একটি বাড়তি চেয়ার এনে একজন যাত্রীকে বসান ওই পুলিশ কর্মকর্তা। ১০-১৫ মিনিট পর রেলওয়ের একটি ফ্যান গ্রুপে ওই চেয়ারসহ দুটি ছবি পোস্ট করি। এর ৩০ মিনিট পর সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম আমার কাছে এসে বাসার ঠিকানা জানতে চান। এরপর তিনি জোর করে ট্রেনের ক্যানটিনে নিয়ে যান। সেখানে দরজা লাগিয়ে দিয়ে হাত থেকে ফোনটি কেড়ে নেন। পরে তোলা ছবি ও ফেসবুক পোস্টে দেওয়া ছবিগুলো ডিলেট করে দেন।’
করিম বাদশা আরও বলেন, ‘শহিদুল ইসলামসহ রেলওয়ে পুলিশের অন্য সদস্যরা জানতে চান ছবিগুলো কেন পোস্ট করলাম। তখন তাঁদের বলি, সেখানে অতিরিক্ত চেয়ার বসানো অনিয়ম ও দৃষ্টিকটু। এ কারণে ছবিগুলো পোস্ট করেছি। এ কথা বলার সঙ্গে সঙ্গে তিনজন রেলওয়ে পুলিশ সদস্য আমাকে পেটাতে থাকেন। পরে তাঁরা ফোনটি আছাড় দিয়ে ভেঙে ফেলেন। এরপর ভাঙা ফোনসহ আমাকে সিটে পাঠিয়ে দেন। সিটে বসার পরও কয়েক দফা হুমকি দেন। এএসআই শহিদুল কিছুক্ষণ পরপর এসেছেন আর বলেছেন, ঘটনাটি যেন কাউকে না জানাই। এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে মাদকের মামলায় কোর্টে চালান করে দেওয়াসহ ট্রেন থেকে ফেলে দেওয়ারও হুমকি দেন। পরে শুক্রবার ভোর ৫টার দিকে দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে তাঁরা নেমে যান। এ সময় নাম-ঠিকানা ও ফোন নম্বর নিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, সব নাম-ঠিকানা নেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে যাবজ্জীবন কারাদণ্ডের সব ব্যবস্থা করবেন।’
এ বিষয়ে অভিযোগ জানাতে ঠাকুরগাঁও সদর থানায় গেলে বিষয়টি রেলওয়ে বিভাগীয় পর্যায়ে অভিযোগ দিতে বলা হয় বলে জানান করিম বাদশা।
এ বিষয়ে পার্বতীপুর জিআরপি থানার সহকারী উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, পূর্বপরিচিত এক কলেজশিক্ষককে একটি বাড়তি চেয়ার এনে বসতে দিই। ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে করিম বাদশা নামের ওই যাত্রীর কাছে পোস্ট দেওয়ার বিষয়ে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়। পরে একটু রাগারাগি করে মাথার ওপর দু-একটি চড়-থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছি। অন্য সব অভিযোগরর বিষয়ে সে মিথ্যাচার করছে।’
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, ভুক্তভোগী ওই যাত্রী লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে