Ajker Patrika

সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে সস্ত্রীক ছেলের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ০৯
সিরাজগঞ্জে মাকে হত্যার দায়ে সস্ত্রীক ছেলের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুরে মাকে হত্যার দায়ে ছেলে ও ছেলের স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় ঘোষণা করেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত রাষ্ট্রীয় কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শামসুল আলম। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাই গুরিবেড় গ্রামের মকসেদ আলীর ছেলে আব্দুস সামাদ ও তাঁর স্ত্রী রাশিদা খাতুন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে আব্দুস সামাদের সঙ্গে তাঁর বৃদ্ধা মা ফাতেমা বেগম একই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষ করে তার কক্ষে ঘুমিয়ে পড়েন ওই বৃদ্ধা।

পরদিন ভোরে ফাতেমা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ও একটি ছুরি জব্দ করে। পরে আব্দুস সামাদের ভাই আব্দুর  রহিম কাজীপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ বড় ছেলে আব্দুস সামাদ ও তার স্ত্রী রাশিদা খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

এ দিকে দীর্ঘ আট বছর এ মামলা চলাকালীন ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক এ  রায় প্রদান করেন। আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত