
বিয়ে করে স্ত্রীকে রেখে শ্বশুরের টাকায় বিদেশে গেছেন যুবক। টানা তিন বছর প্রবাসে তিনি। এর মধ্যে স্থানীয় এক চিকিৎসকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর স্ত্রীর। বিষয়টি ধরা পড়ায় সালিস ডেকে জরিমানা আদায় করেছেন ইউনিয়ন চেয়ারম্যান। ওদিকে গৃহবধূর ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন শ্বশুরবাড়ির লোকেরা।
ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলায়। সালিস বৈঠকে উপস্থিত থাকা একাধিক ব্যক্তি ও এলাকা সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী বিদেশে। দীর্ঘ তিন বছর ধরে উপজেলার যশোমন্ত দুলিয়া গ্রামের আলাইয়ের ছেলে ডিএমএফ (ডিপ্লোমা) চিকিৎসক শহিদুল্লাহ কায়সারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক চলছে।
গত ১৫ আগস্ট সকালে ওই প্রবাসীর স্ত্রী সুজানগরের চিনাখড়া বাজারে শহিদুল্লাহ কাওছারের চেম্বারে উপস্থিত হয়ে বিয়ের দাবি করেন। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন। স্থানীয়রা দুজনকে ওই রাতেই উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আলম পিনচুর বাড়িতে নিয়ে সালিস বৈঠক বসান।
গভীর রাতে ওই সালিস বৈঠকে উপস্থিত ছিলেন ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আলম পিনচু, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি কার্তিক চন্দ্র সাহা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, মজিবর রহমান, লিটন মোল্লা, ওয়াজেদ আলী, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আয়নাল হক প্রমুখ।
সালিস বৈঠকে শহিদুল্লাহ কায়সারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বিষয়টি জানাজনি হলে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন তাঁর ঘরে তালা ঝুলিয়ে দেন।
গৃহবধূর বাবা বলেন, আমার মেয়ের পেছনে অনেক দিন আগে থেকেই সে (শহিদুল্লাহ কায়সার) লেগে ছিল। চেয়ারম্যান সাহেব রোববার রাতে সালিসে মেয়েকে মারপিট করেছেন। সে এখন অসুস্থ। তিনি শহিদুল্লাহর সঙ্গে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু সালিসে উপস্থিত মাতবররা তাতে রাজি হননি।
সালিস সূত্রে আরও জানা যায়, ২০১৯ সালে প্রবাসীর স্ত্রীর সঙ্গে শহিদুল্লাহকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। সেই সময়ও তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সে টাকা গৃহবধূর বাবা পেয়েছিলেন বলে জানা যায়।
সালিস বৈঠাকে উপস্থিত থাকা ইউপি সদস্য আয়নাল হক, মজিবর রহমান জানান, সালিসে ছেলের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর মেয়েকে তাঁর বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। আদায়কৃত টাকা চেয়ারম্যানের কাছেই রয়েছে বলে জানান তাঁরা।
ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু বৈঠক ও জরিমানা আদায়ের কথা স্বীকার করে বলেন, রাত ১২টার পরে সালিস বৈঠকে ছেলেকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রথমে জরিমানা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেল আটকে রেখে জরিমানা আদায় করা হয়েছে। ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় এই জরিমানা করা হয়েছে বলে দাবি করেন চেয়ারম্যান।
এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে শহিদুল্লাহ কায়সার কোনো মন্তব্য করতে রাজি হননি।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, গভীর রাতে সালিস বৈঠকের বিষয়ে আমার কিছু জানা নেই। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
১৯ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
৩ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৬ দিন আগে