পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শামীম হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান তারিকুল আলম ওরফে নিলু খাঁকে (৬৯) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, ১টি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থানের কথা জানতে পারে র্যাব। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক রাত সোয়া ১২টায় জেলা সদরের চর প্রতাপপুর গ্রামে ইন্তাজ আলী মালিথার বাড়ির সামনে একটি খড়ের পালার নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও নগদ ৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
প্তারকৃত নিলু খাঁ হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর হাটপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ খাঁর ছেলে এবং হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সদ্য সমাপ্ত হওয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত তারিকুল ইসলাম ওরফে নিলুকে জিজ্ঞাসাবাদ শেষে পাবনা সদর থানায় অস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে।
এর আগে একই মামলায় পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোররাতে তারিকুল আলম ওরফে নিলু খাঁর স্ত্রী মালেকা বেগমকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার রাতে নিহত শামীমের বাবা নুর আলী বাদী হয়ে নিলুর পরিবারের ১৬ সদস্যের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর হাটের ওপর আওয়ামী লীগের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত প্রার্থী তারিকুল আলম নিলু খাঁ ও তাঁর ছেলে ইমরান খাঁসহ বেশ কিছু দুর্বৃত্ত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামীম হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শামীম হোসেন হত্যা মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান তারিকুল আলম ওরফে নিলু খাঁকে (৬৯) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, ১টি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এসব তথ্য নিশ্চিত করেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থানের কথা জানতে পারে র্যাব। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক রাত সোয়া ১২টায় জেলা সদরের চর প্রতাপপুর গ্রামে ইন্তাজ আলী মালিথার বাড়ির সামনে একটি খড়ের পালার নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও নগদ ৩ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
প্তারকৃত নিলু খাঁ হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর হাটপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ খাঁর ছেলে এবং হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সদ্য সমাপ্ত হওয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত তারিকুল ইসলাম ওরফে নিলুকে জিজ্ঞাসাবাদ শেষে পাবনা সদর থানায় অস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে।
এর আগে একই মামলায় পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোররাতে তারিকুল আলম ওরফে নিলু খাঁর স্ত্রী মালেকা বেগমকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার রাতে নিহত শামীমের বাবা নুর আলী বাদী হয়ে নিলুর পরিবারের ১৬ সদস্যের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর হাটের ওপর আওয়ামী লীগের নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী পরাজিত প্রার্থী তারিকুল আলম নিলু খাঁ ও তাঁর ছেলে ইমরান খাঁসহ বেশ কিছু দুর্বৃত্ত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামীম হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে