Ajker Patrika

অপহরণের পর ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫৭
অপহরণের পর ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুর উপজেলায় অপহরণ করে এক নারীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

এদিকে ওই নারীকে উদ্ধারের পর তাঁকে মাগুরা সদর হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ওই নারীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মহম্মদপুর থানায় মামলা করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলো দরিশালধা গ্রামের আমিনুর রহমান মোল্লা (২৬), বালিদিয়া গ্রামের কামাল মিনে (২৫) ও লাহুড়িয়া গ্রামের আকাশ শেখ (২০)। ঘটনার সঙ্গে জড়িত আরেক অভিযুক্ত দরিশালধা গ্রামের লিটন মোল্লা (৩০) পলাতক রয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের এক নারীকে উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী নড়াইল জেলার লাহুড়িয়ার হেসলাগাতি এলাকার যুবক আকাশ শেখ (২০)। গত বৃহস্পতিবার দুপুরে ওই নারী উপজেলার নহাটা বাজারে গেলে কলেজিয়েট গার্লস স্কুলের সামনে থেকে দরিশালধার লিটন মোল্লা, আমিনুর রহমান মোল্লা ও আকাশ তাঁকে মোটরসাইকেলে তুলে বালিদিয়ার দিকে নিয়ে যায়। পরে ওই নারীকে আটকে রেখে ধর্ষণ করে আকাশ শেখ। এ ঘটনায় অভিযুক্ত তিনজন সহযোগী হিসেবে কাজ করে। তারা সবাই পূর্বপরিচিত বলে জানায় পুলিশ। 

ধর্ষণের পর ওই নারীর স্বর্ণালংকার খুলে রেখে বাড়ি পাঠিয়ে দেয় ওই চার যুবক। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনের কাছ থেকে গলা ও কানের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পলাতক একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বলেন, মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত