Ajker Patrika

ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৪: ৪২
ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

রাজধানীর তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ডাকাতির ঘটনায় পরিকল্পনাকারী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ (ডিবি মিরপুর)। গতকাল শুক্রবার তাঁকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। 

গোয়েন্দা পুলিশ বলছে, সোহেলের কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির টাকায় কেনা একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৮ কোটি ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে মিন্টু রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, সোহেল রানা একসময় মানি প্ল্যান্ট নামের ওই প্রতিষ্ঠানে গাড়িচালকের চাকরি করতেন। এ ঘটনায় সাতজন ডাকাত সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এখন পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। 

ডিবি জানায়, ডাকাতি করা টাকা তারা বিভিন্ন কাজে ব্যয় করে। তবে এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করায় নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। জড়িত আরও কয়েকজনকে ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ।

গত ৯ মার্চ তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ডাকাতি হয়। ঘটনার দিন ডিবি ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় ডাকাতির মামলা হয় তুরাগে। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

এলাকার খবর
Loading...