টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হওয়া সংঘর্ষে ইসমাইল হোসেন (৬০) নামের একজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা সিন্দুরিয়াপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়। ইসমাইল হোসেন ওই এলাকার খোরশেদ আলম ওরফে খুরছু মিয়ার ছেলে। এ ঘটনায় ধলু মিয়া (৪০) নামের আরও একজন আহত হয়েছেন। তাঁকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ঘটনাস্থলে গুলির শব্দ শোনার কথা জানালেও পুলিশ বিষয়টিকে অস্বীকার করেছে। পুলিশের ধারণা, কেউ পটকা ফুটিয়ে থাকতে পারে। গুলিতে মৃত্যু হলে তা ডাক্তারি পরীক্ষায় পরিষ্কার হবে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছ, চার একর জমি নিয়ে সিন্দুরিয়াপাড়া এলাকার আবু সুফিয়ানদের সঙ্গে স্থানীয় আজিজুল মোল্লা (৫০), তোফাজ্জল মোল্লার (৫৫) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় পাঁচ বছর আগে ইসমাইল হোসেন ওই বিরোধপূর্ণ জমি থেকে এক একর জমি কিনে ধান চাষ করছিলেন। আজ রোববার সকালে আজিজুল মোল্লা, তোফাজ্জল মোল্লা, সাইফুল মোল্লা, রফিকুল ওরফে ঘুনাই, আব্দুল করিম ও রিপনসহ ২০-২৫ জনের একটি দল বিরোধপূর্ণ ওই জমির ধান কাটতে যান। এ সময় ইসমাইল হোসেন তাঁর পক্ষের লোকজন ডেকে এনে ধান কাটতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষে ইসমাইল হোসেন ও ধলু মিয়া মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই ইসমাইল হোসেন মারা যান।
আজ বেলা ১১টায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ইসমাইল হোসেনের মরদেহটি বারান্দায় পড়ে রয়েছে। তাঁর কপালের মাঝখানে একটি গভীর ক্ষত চিহ্ন রয়েছে। ওই ক্ষত দিয়ে রক্ত বের হচ্ছে।
ইসমাইলের ছেলে রাসেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ওই জমি কিনে দীর্ঘদিন ধরে ধান চাষ করছি। হঠাৎ এ বছর তারা আমাদের ধান কেটে নিচ্ছিল। এত তুচ্ছ ঘটনায় আমার বাবাকে মেরে ফেলা হলো। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মোক্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই জমি নিয়ে আগেও বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু কোনো পক্ষই মীমাংসায় আসতে পারেনি। জমি নিয়ে বিরোধ থাকলে যথাযথ প্রক্রিয়ায় মামলা করতে পারত। কিন্তু এভাবে কাউকে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।’

আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
২০ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
৩ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৬ দিন আগে