সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া টানা ব্রিজ নামক এলাকায় এক রাতে অন্তত ২০টি গাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ৮-১০ জনের একটি দল মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল সেট নিয়ে যায় এবং অনেককে মারধর করে ডাকাতেরা।
আজ সোমবার ভোর ৫টার দিকে সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া টানা ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া বেশির ভাগ গাড়িতেই ছিল মাছ ও সবজি ব্যবসায়ীরা। এতে সিরাজদিখান বাজারের চারজন মাছ ব্যবসায়ী ও চারজন সবজি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ও ৭টি মোবাইল সেট নিয়ে যায় ডাকাতেরা। এ সময় কয়েকজনকে মারধর করে তারা। এ ছাড়া বিভিন্ন গাড়ি থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সবজি ও মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন জেলার টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলার কাঁচামাল ও মাছ ব্যবসায়ীরা এই পথে চলাচল করেন। ডাকাত দলের সদস্যদের সবার মুখে ছিল মুখোশ, হাতে ছিল দা ও লোহার রড।
ডাকাতের কবলে পড়া ক্ষতিগ্রস্ত সিরাজদিখান বাজারের সবজি ব্যবসায়ী শেখ মাহবুব বলেন, ‘প্রতিদিন টঙ্গিবাড়ী আর সিরাজদিখানের মাছ ও সবজি ব্যবসায়ীরা ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী ও শ্যামবাজার থেকে পাইকারি সবজি, মাছ কিনে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন। আজ ভোরে ঢাকা থেকে মাছ-সবজি কিনে ফেরার পথে রশুনিয়া এলাকায় দা ও লোহার রড নিয়ে আমাদের গতিরোধ করে ডাকাতেরা। এ সময় আমাদের গাড়িটিও আটকায় এবং আমার থেকে ২০ হাজার টাকা, দুটি মোবাইল ও আমার গাড়িচালকের কাছ থেকে একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ ছাড়া আরও ২০-২৫টি গাড়িতে ডাকাতেরা ডাকাতি এবং অনেককে মারধর করে।’
সিরাজদিখান বাজারের সবজি ব্যবসায়ী মো. সোহেল বলেন, ‘আমার কাছ থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।’
সিরাজদিখান বাজারের মাছ ব্যবসায়ী মাখন বলেন, ‘আমার কাছ থেকে ডাকাতেরা ৮ হাজার টাকা নিয়ে গেছে। আমাদের বাজারের মাছ ব্যবসায়ী চন্দন রাজবংশীর কাছ থেকে ২৭ হাজার টাকা নিয়ে যায় এবং তাঁকে দা (চাকু) দিয়ে কোপ দিয়ে আহত করে। এ ছাড়া মাছ ব্যবসায়ী পলাশ দাসের কাছ থেকে ১২ হাজার, মাছ ব্যবসায়ী গোপালের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে যায়। আরও অনেক গাড়ি থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।’
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ‘কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’

মুন্সিগঞ্জের সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া টানা ব্রিজ নামক এলাকায় এক রাতে অন্তত ২০টি গাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ৮-১০ জনের একটি দল মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল সেট নিয়ে যায় এবং অনেককে মারধর করে ডাকাতেরা।
আজ সোমবার ভোর ৫টার দিকে সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া টানা ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া বেশির ভাগ গাড়িতেই ছিল মাছ ও সবজি ব্যবসায়ীরা। এতে সিরাজদিখান বাজারের চারজন মাছ ব্যবসায়ী ও চারজন সবজি ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ও ৭টি মোবাইল সেট নিয়ে যায় ডাকাতেরা। এ সময় কয়েকজনকে মারধর করে তারা। এ ছাড়া বিভিন্ন গাড়ি থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সবজি ও মাছ ব্যবসায়ীরা জানান, প্রতিদিন জেলার টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলার কাঁচামাল ও মাছ ব্যবসায়ীরা এই পথে চলাচল করেন। ডাকাত দলের সদস্যদের সবার মুখে ছিল মুখোশ, হাতে ছিল দা ও লোহার রড।
ডাকাতের কবলে পড়া ক্ষতিগ্রস্ত সিরাজদিখান বাজারের সবজি ব্যবসায়ী শেখ মাহবুব বলেন, ‘প্রতিদিন টঙ্গিবাড়ী আর সিরাজদিখানের মাছ ও সবজি ব্যবসায়ীরা ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ী ও শ্যামবাজার থেকে পাইকারি সবজি, মাছ কিনে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন। আজ ভোরে ঢাকা থেকে মাছ-সবজি কিনে ফেরার পথে রশুনিয়া এলাকায় দা ও লোহার রড নিয়ে আমাদের গতিরোধ করে ডাকাতেরা। এ সময় আমাদের গাড়িটিও আটকায় এবং আমার থেকে ২০ হাজার টাকা, দুটি মোবাইল ও আমার গাড়িচালকের কাছ থেকে একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ ছাড়া আরও ২০-২৫টি গাড়িতে ডাকাতেরা ডাকাতি এবং অনেককে মারধর করে।’
সিরাজদিখান বাজারের সবজি ব্যবসায়ী মো. সোহেল বলেন, ‘আমার কাছ থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।’
সিরাজদিখান বাজারের মাছ ব্যবসায়ী মাখন বলেন, ‘আমার কাছ থেকে ডাকাতেরা ৮ হাজার টাকা নিয়ে গেছে। আমাদের বাজারের মাছ ব্যবসায়ী চন্দন রাজবংশীর কাছ থেকে ২৭ হাজার টাকা নিয়ে যায় এবং তাঁকে দা (চাকু) দিয়ে কোপ দিয়ে আহত করে। এ ছাড়া মাছ ব্যবসায়ী পলাশ দাসের কাছ থেকে ১২ হাজার, মাছ ব্যবসায়ী গোপালের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে যায়। আরও অনেক গাড়ি থেকে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।’
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ‘কয়েকটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা জড়িতদের শনাক্তের চেষ্টা করছি।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৪ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
৯ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৮ দিন আগে