Ajker Patrika

যৌনপল্লিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা, একজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২০: ৫৭
যৌনপল্লিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রিপন মণ্ডলকে গুলি করে হত্যার দায়ে রাজবাড়ীতে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। মামলায় অন্য ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লার পাড়ার মো. হোসেনের ছেলে। 

নিহত ছাত্র একই ইউনিয়নের মোহন মণ্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানী শাখার আইন বিভাগের ছাত্র ছিলেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর সাইফুল ইসলাম রিপন মণ্ডল ঢাকা থেকে নিজ গ্রাম দৌলতদিয়া আসেন। ওই দিন রাত ৩টার দিকে দৌলতদিয়া যৌনপল্লিতে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মামা খলিল মণ্ডল বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ কাগজপত্র পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজবাড়ী আদালতের পিপি অ্যাডভোকেট উজীর আলী বলেন, রিপন হত্যাকাণ্ডের মামলায় ১৩ জন আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড এবং বাকিদের খালাস দিয়েছেন বিচারক। মৃত্যুদণ্ড আসামি পলাতক রয়েছে। আদালত যে রায় দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট। 

তবে, যেহেতু ১২ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে, এতে যদি বাদীপক্ষ সন্তুষ্ট না হলে তারা উচ্চ আদালতে আপিল করতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত