পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও বোমা জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামের (নতুনপাড়া) মন্টু শিকদারের ছেলে সজীব শিকদার (২০), একই ইউনিয়নের নুর আলী মণ্ডল ওরফে নুর আলমের ছেলে মো. রাসেল মণ্ডল (২০) ও কোলানগর গ্রামের সোহরাব শেখের ছেলে মো. রমজান শেখ (৪০)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, গত রোববার রাত ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি ওই ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনার পর তাঁর স্ত্রী বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও দুটি ককটেল বোমা জব্দ করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে।
পুলিশ কর্মকর্তা সুমন কুমার সাহা আরও জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিপূর্বে পুলিশি অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের কাছ থেকে একটি একনলাব ন্দুক ও দুটি কার্তুজ জব্দ করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মূলত টাকা ছিনতাইয়ের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনার সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’
আরও পড়ুন:

রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও বোমা জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামের (নতুনপাড়া) মন্টু শিকদারের ছেলে সজীব শিকদার (২০), একই ইউনিয়নের নুর আলী মণ্ডল ওরফে নুর আলমের ছেলে মো. রাসেল মণ্ডল (২০) ও কোলানগর গ্রামের সোহরাব শেখের ছেলে মো. রমজান শেখ (৪০)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, গত রোববার রাত ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি ওই ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনার পর তাঁর স্ত্রী বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও দুটি ককটেল বোমা জব্দ করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে।
পুলিশ কর্মকর্তা সুমন কুমার সাহা আরও জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিপূর্বে পুলিশি অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের কাছ থেকে একটি একনলাব ন্দুক ও দুটি কার্তুজ জব্দ করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মূলত টাকা ছিনতাইয়ের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘গ্রেপ্তার আসামিদের আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনার সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’
আরও পড়ুন:

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে